মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ও স্বাধীনতার ইতিহাসের জ্ঞানকে সবার মধ্যে আরও বিস্তৃত করার লক্ষ্যে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করছে বিজয় দিবস কুইজ ২০২০। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের জন্য থাকছে আকর্ষনীয়...
rejoice
My love, thanks for having me, my name Rejoice Anderson I am a United State Military female. please write me in my whats App Number ( +12148984741 ) i will tell you more about myself OKAY
একাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবে... moreএকাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবেন আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি।
ইউনিবেটর সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন Bangladesh Hi-Tech Park Authority এর ভেরিফাইড ফেসবুক পেজে।
একাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবে... moreএকাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবেন আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি।
ইউনিবেটর সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন Bangladesh Hi-Tech Park Authority এর ভেরিফাইড ফেসবুক পেজে।
রাইটার্স গ্যারাজে অংশ নিন, হয়ে উঠুন ছাপার অক্ষরে প্রকাশিত বইয়ের লেখক।
ভালো লিখতে পারেন? নিয়মিত নিজের মনের ভাব, মনের চিন্তাকে গল্প, কবিতা, লেখনীর মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া, ব্লগ এমনকি পত্রিকায়? পাণ্ডুলিপি তৈরি হয়ে আছে কিন্তু নানা সীমাবদ্ধতায় সেই পাণ্ডুলিপি মলাটে বাঁধা হয়ে পাঠকের হাত পর্যন্ত পৌঁছুচ্ছেনা?
ভালো লিখতে পারাটা নিঃসন্দেহে একটি বড় গুণ। তবে লিখতে পারা থেকে সত্যিকারের লেখক হওয়ার পথচলাটা সাধনা ও নিষ্ঠার এবং অনেক প্রতিবন্ধকতা সংকুল। এই বাধা ডিঙ্গাতে হয়তো অভিজ্ঞ লেখকদের একটু প... moreরাইটার্স গ্যারাজে অংশ নিন, হয়ে উঠুন ছাপার অক্ষরে প্রকাশিত বইয়ের লেখক।
ভালো লিখতে পারেন? নিয়মিত নিজের মনের ভাব, মনের চিন্তাকে গল্প, কবিতা, লেখনীর মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া, ব্লগ এমনকি পত্রিকায়? পাণ্ডুলিপি তৈরি হয়ে আছে কিন্তু নানা সীমাবদ্ধতায় সেই পাণ্ডুলিপি মলাটে বাঁধা হয়ে পাঠকের হাত পর্যন্ত পৌঁছুচ্ছেনা?
ভালো লিখতে পারাটা নিঃসন্দেহে একটি বড় গুণ। তবে লিখতে পারা থেকে সত্যিকারের লেখক হওয়ার পথচলাটা সাধনা ও নিষ্ঠার এবং অনেক প্রতিবন্ধকতা সংকুল। এই বাধা ডিঙ্গাতে হয়তো অভিজ্ঞ লেখকদের একটু পরামর্শ এবং প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগই যথেষ্ট।
বাংলাদেশের উদীয়মান লেখকদের এমন প্রতিবন্ধকতাগুলো দূর করে তাদের সম্ভাবনার দিকটিকে আরও আলোকোজ্জ্বল করতে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা সমূহকে সাথে নিয়ে আয়োজিত হচ্ছে "রাইটার্স গ্যারাজ" যা যৌথভাবে আয়োজন করছে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফ্যাসিলিটেশন গ্লোবাল এবং Bangladesh Positive Foundation।
এই আয়োজনে অংশ নিয়ে লেখকরা তাদের পাণ্ডুলিপির অংশবিশেষ পাঠাবেন আমাদের কাছে, আয়োজনের সাথে যুক্ত প্রকাশকেরা আপনাদের পাঠানো পাণ্ডুলিপি থেকে বেছে নিবেন সেরা পাণ্ডুলিপিগুলো, যা পরবর্তীতে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট প্রকাশকদের প্রকাশনা সংস্থা হতে বই আকারে প্রকাশিত হবে। আয়োজনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক প্রকাশনা সংস্থা ন্যূনতম একটি পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করবেন।
এর পাশাপাশি আপনার পাণ্ডুলিপিকে আরেকটু পরিণত করতে এই আয়োজনের সকল অংশগ্রহনকারীদের জন্য থাকছে খ্যাতনামা লেখকদের অংশগ্রহনে নিম্নোক্ত শিরোনামের চারটি ওয়েবিনারঃ
• সেশন ০১- ছোট গল্প বা উপন্যাস; পাঠকপ্রিয় কল্পসাহিত্য রচনার কলাকৌশল
• সেশন ০২- সফল ননফিকশন রচনায় হাতেখড়ি
• সেশন ০৩- অনুবাদ সাহিত্যের ষোলকলা
• সেশন ০৪- অনলাইন প্ল্যাটফর্মে নিজের লেখক স্বত্তার ব্যবস্থাপনা
বাংলাদেশে উদীয়মান লেখকদের উৎসাহিত করতে প্রকাশকদের সাথে নিয়ে এমন যূথবদ্ধ আয়োজন সম্ভবত এটাই প্রথম। হয়তোবা এই আয়োজনের মাধ্যমেই আমরা পেতে যাচ্ছি বাংলাদেশের হয়ে পরবর্তী ম্যান বুকার বা পুলিৎজার পুরষ্কার জয়ী লেখক, কিংবা পরবর্তী একজন স্টিফেন কিং, হারুকি মুরাকামি বা হুমায়ুন আহমেদ। মানুষ বাঁচে স্বপ্নে, তাই স্বপ্ন দেখতে দোষ কোথায়?
রেজিষ্ট্রেশনের লিংকঃ https://forms.gle/eew6EkFiBoY7yy337
অংশগ্রহনকারী সকলের জন্য থাকছে সার্টিফিকেট
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন 01517815717
দুনিয়ার জীবনের তুচ্ছ আর ক্ষণস্থায়ী ভোগ-বিলাস ও আনন্দগুলো যেন আপনাকে মোহগ্রস্ত ও বিভ্রান্ত করতে না পারে এবং সবসময় আগামীকালের কথা বলতে থাকবেন না, কেননা আপনি জানেন না যে কখন আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।