1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
2. লেবুর রসে কোন এসিড থাকে ? ➟সাইট্রিক এসিড
3. আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
4. তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
5. আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
6. আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
7. কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
8. দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
9. পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
10. পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
11. পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
12. কচু ... more√ এসিড সম্পর্কে...
1. টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
2. লেবুর রসে কোন এসিড থাকে ? ➟সাইট্রিক এসিড
3. আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
4. তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
5. আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
6. আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
7. কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
8. দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
9. পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
10. পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
11. পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
12. কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
13. আমে কোন এসিড থাকে? → সাইট্রিক এসিড 14. সরিষার তেলে কোন এসিড থাকে → ইরোসিক এসিড
15. গাজরে কোন এসিড থাকে→ ম্যালিক এসিড
N.B: ★ পিঁপড়ার / মৌমাছির কামড়ে থাকে—ফরমিক এসিড।
★ বোলতা এবং বিচ্ছুর হুলে থাকে—হিস্টাসিন নামক ক্ষারক পদার্থ।
★ সাবানে থাকে— স্টিয়ারিক এসিড
★ সূর্যমুখী তেলে থাকে — লিনোলিক এসিড
★ ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড #Collected
#টেকনিকঃ #বিরাম_চিহ্ন
বাংলায় মোট ১২ টি বিরামচিহ্ন রয়েছে, এদের মধ্যে ৬ টা বিরামচিহ্ন রয়েছে যাদের বিরতিকাল ১ সেকেন্ড করে।
মনে রাখার কৌশল হলোঃ #ড্যাস_দা ও #কোকো ১ সেকেন্ড #বিজি
১. ড্যাস=ড্যাস চিহ্ন ২. দা= দাঁড়ি চিহ্ন ৩. কো= কোলন ৪. কো= কোলন-ড্যাস ৫. বি= বিস্ময় চিহ্ন ৬. জি= জিজ্ঞাসা চিহ্ন
‘উইমেন অফ দ্যা ডিকেড’ পুরস্কার পেলেন - স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
যে কারণে পুরস্কার লাভ করেন:
নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার লাভ করেন।
যে সংস্থা পুরস্কার প্রদান করে: ওমেন ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।
পুরস্কারটির পূর্ণনাম:
উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) অ্যাওয়ার্ড ২০২১: ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’।
স্পিকারের পাশাপাশি এই পুরস্কারে ভূষিত হন: ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা। #collec... more‘উইমেন অফ দ্যা ডিকেড’ পুরস্কার পেলেন - স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
যে কারণে পুরস্কার লাভ করেন:
নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার লাভ করেন।
যে সংস্থা পুরস্কার প্রদান করে: ওমেন ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।
পুরস্কারটির পূর্ণনাম:
উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) অ্যাওয়ার্ড ২০২১: ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’।
স্পিকারের পাশাপাশি এই পুরস্কারে ভূষিত হন: ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা। #collected