বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে চিম্বুক-থানচি রোডে 'ম্যারিয়ট হোটেল এন্ড অ্যামিউজমেন্ট পার্ক' নামে এই ফাইভ স্টার হোটেল তৈরির কাজ শুরু হচ্ছে। ঐ জায়গায় রয়েছে অনেকগুলো গ্রাম যেখানে ম্রো আদিবাসীদের বসবাস।
হোটেলের বাস্তবায়নে কাজ করবে শিকদার গ্রুপের প্রতিষ্ঠান আর আর হোল্ডিংস এবং বাংলাদেশ আর্মির ৬৯ নং ব্রিগেডের ২৪ নং ডিভিশন।
The International Chittagong Hill Tracts Commission (CHTC) এই কন্সট্রাকশন বন্ধ করতে সুপারিশ করেছে। এর আগে কাপরুপাড়া, দোলাপাড়া, এরা... more#ট্যুরিজমের_নামে_আদিবাসী_উৎখাতকে_না_বলুন
বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে চিম্বুক-থানচি রোডে 'ম্যারিয়ট হোটেল এন্ড অ্যামিউজমেন্ট পার্ক' নামে এই ফাইভ স্টার হোটেল তৈরির কাজ শুরু হচ্ছে। ঐ জায়গায় রয়েছে অনেকগুলো গ্রাম যেখানে ম্রো আদিবাসীদের বসবাস।
হোটেলের বাস্তবায়নে কাজ করবে শিকদার গ্রুপের প্রতিষ্ঠান আর আর হোল্ডিংস এবং বাংলাদেশ আর্মির ৬৯ নং ব্রিগেডের ২৪ নং ডিভিশন।
The International Chittagong Hill Tracts Commission (CHTC) এই কন্সট্রাকশন বন্ধ করতে সুপারিশ করেছে। এর আগে কাপরুপাড়া, দোলাপাড়া, এরাপাড়া এবং চিম্বুক পাহাড়ে বসবাসকারী ম্রোদের পক্ষ থেকে অবিলম্বে এই হোটেল তৈরি বন্ধ করতে প্রধানমন্ত্রীর অফিস বরাবর পিটিশন জমা দিয়েছেন।
ম্রো'দের মতে এই হোটেল তৈরিতে তিনটি ম্রো পাড়া পুরোপুরি উৎখাত করতে হবে এবং হুমকির মুখে পড়বে আশেপাশের আরও ৫টি ম্রো পাড়া।
ট্যুরিজমের নামে আদিবাসী উৎখাত বেশ অনেকদিন ধরেই বান্দরবানে চলে আসছে। সাজেক তার চরমতম উদাহরণ। কানাডার ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির এনথ্রোপলোজি ডিপার্টমেন্ট সাজেকে ঘটে যাওয়া নৃসংশতা নিয়ে একটি পেপার ও পাবলিশ করেছিল। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সবার জায়গা থেকে প্রতিবাদ করা হোক ।
তাজহাট রাজবাড়ি বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা তাজহাট জমিদারবাড়ি নামেও পরিচিত। এটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
রাজবাড়িটি ...