তাজহাট জমিদার বাড়ি

তাজহাট রাজবাড়ি বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা তাজহাট জমিদারবাড়ি নামেও পরিচিত। এটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। 
রাজবাড়িটি এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যা বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআনসহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। 
তাই আজই ঘুরে আসুন তাজহাট রাজবাড়ি থেকে ও জেনে আসুন বিংশ শতাব্দীর ঐতিহ্যকে। 
 
#টেলিটক  #স্বপ্নহাসিমুখের 
 
সূত্রঃ উইকিপিডিয়া
Posted in Travel Blogs on November 20 2020 at 02:30 AM

Comments (1)

No login
color_lens
gif