যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল

করোনাভাইরাসের বিস্তৃতিতে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডে আরেক দফা লকডাউনের মুখে যুক্তরাজ্যের বাকি বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ করছে অ্যাপল৷ এখন পর্যন্ত দেশটিতে কিছু বিক্র‍য়কেন্দ্র খোলা রেখেছিলো প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি৷

এর আগে দ্বিতীয় দফায় ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, ব্রাজিলের সব বিক্রয়কেন্দ্রের পাশাপাশি লন্ডনে এক ডজনের বেশি বিক্রয়কেন্দ্র বন্ধ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন দফায় যুক্তরাজ্যজুড়ে ১৮টি বিক্রয়কেন্দ্র বন্ধ করেছে অ্যাপল৷ এর মধ্যে স্কটল্যান্ডের কয়েকটি এবং বেলফাস্টের একটি বিক্রয়কেন্দ্রও রয়েছে৷ বেলফাস্টের বিক্রয়কেন্দ্রটি আগেও বন্ধ করা হয়ে থাকতে পারে৷

Posted in Finance Blogs on January 06 2021 at 11:13 AM

Comments (0)

No login
color_lens
gif