স্ট্রাইকার চাই কুমানের

প্রতিপক্ষের মাঠে রোববার গোলের উদ্দেশে মোট ২০টি শট নেয় বার্সেলোনা; কিন্তু জালের দেখা মেলে কেবল একবার। শুরুর একাদশে থাকা আক্রমণ ত্রয়ী লিওনেল মেসি, উসমান দেম্বেলে ও মার্টিন ব্রাথওয়েট মিলে নেন ১৫টি শট। কিন্তু ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। প্রথমার্ধে মেসির চিপ পাসে লাফিয়ে নেওয়া ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। 

ব্রাথওয়েটের বদলি হিসেবে শেষ ৯ মিনিট মাঠে ছিলেন গ্রিজমান। বার্সেলোনার জার্সিতে শুরু থেকেই নিজেকে খুঁজে ফেরা এই ফরাসি ফরোয়ার্ডও পারেননি তেমন কোনো প্রভাব ফেলতে।

মৌসুমের শুরুতে কাতালান দলটিতে কোচ হয়ে আসার পর বিভিন্ন সময়ে দলে একজন স্ট্রাইকারের অভারের কথা বলেছেন কুমান। কোভিড মহামারী পরিস্থিতিতে দলের আর্থিক দিক বিবেচনা করে নতুন খেলোয়াড় কেনাটা যে কঠিন, সেটাও বলেছেন ডাচ কোচ।

ওয়েস্কা ম্যাচে গোলমুখে খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্সের পর আকার-ইঙ্গিতে একজন খাঁটি নাম্বার নাইনের অভাবের কথা আবারও শোনালেন কুমান।  

 
Posted in Sports Blogs on January 06 2021 at 11:22 AM

Comments (0)

No login
color_lens
gif