দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস শঙ্কায় পোলার্ড ও হোল্ডার ছাড়া নাম সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেইস, শেলডন কটরেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। আর পারিবারিক কারণে নেই ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ।
মহামারীকালে দেশের বাইরের সিরিজে খেলোয়াড়দের না খেলার স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেউ সরে দাঁড়ালে তা ভবিষ্যতে তার খেলার পথে বাধা হবে না।
হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ২০১৮ সালে সবশেষ বাংলাদেশ সফরে তিনিই এই সংস্করণে নেতৃত্ব দিয়েছিলেন ক্যারিবিয়ানদের। সহ-অধিনায়ক করা হয়েছে নিউ জিল্যান্ডে সবশেষ সিরিজে ভালো করা জার্মেইন ব্ল্যাকউডকে।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ক্যাভেম হজ। তার দলে আসায় ভূমিকা রেখেছে কার্যকর বাঁহাতি স্পিনও। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড সফরে রিজার্ভ হিসেবে থাকা বাঁহাতি ওপেনার শেন মোজলি এবং কাইল মায়ার্স এসেছেন দলে।
জোমেল ওয়ারিক্যান ও ভিরাসামি পেরমলের সঙ্গে স্পিনে আছেন রাকিম কর্নওয়াল।
Comments (0)