Primary Exam Preparation

Information

  • Public (anyone can view and join)
  • Primary Exam preparation এর জন্য সহায়ক একটি  group

Recent Activities

  • Arafat Hossain
  • Arman Bhuiyan
  • RIDWANA  QUADER  RAKA
    🎯🎯🎯#মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যগুলোর নাম, অবস্থান এবং স্থপতি:
    ১) জাতীয় স্মৃতিসৌধ = সাভার,ঢাকা = সৈয়দ মাইনুল হোসেন।
    ২) জাতীয় স্মৃতিসৌধ এর রেপ্লিকা = আদ্দু সিটি,মালদ্বীপ = হামিদুজ্জামান।
    ৩) মুজিবনগর স্মৃতিসৌধ = মেহেরপুর = তানভীর কবির।
    ৪) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ = মিরপুর,ঢাকা = মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
    ৫) রাজারবাগ স্মৃতিসৌধ = রাজারবাগ,ঢাকা = মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
    ৬) জাগ্রত চৌরঙ্গী = জয়দেবপুর চৌরাস্তা,গাজীপুর = আব্দুর রাজ্জাক।
    ৭) বিজয় সরণি ফোয়ারা = ফার্মগেট,ঢাকা = আব্দুর রাজ্জাক।...  more
  • RIDWANA  QUADER  RAKA

    ১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
    ২. স্বাধীনতার পর ১ম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী
    ৩. সাবাস বাংলাদেশ - নিতুন কুন্ডু (৪২তম বিসিএস)
    ৪. ১ম সাধারণ নির্বাচন ৭ই মার্চ, ১৯৭৩ (৪১তম বিসিএস)
    ৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় ১৯৯৯
    ৬. ১০ নং সেক্টর - নৌ কমান্ডো সেক্টর
    ৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান
    ৮. বীর প্রতীক বিদেশি - ওয়াডারল্যান্ড
    ৯. নৌপথে চালানো অপারেশন - অপারেশন জ্যাকপট
    ...  more
  • RIDWANA  QUADER  RAKA
    #প্রাইমারি_প্রস্তুতি
    ১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — চাই সি
    ২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — কাজুহিরো ওয়াতানাবে
    ৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — ফকরুল আলম
    আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
    ৪ ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ >> ১৭.৯২%(আপডেট তথ্য)
    ৫। ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?
    — খোন্দকার নুরুল আলম
    ৬। বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্...  more
  • Anika lslam Aditi
  • RIDWANA  QUADER  RAKA
    Correct spelling বিগত প্রাইমারী পরীক্ষায় যেগুলো এসেছিল।
    1. Achievement (2018,2013,2012,2010)
    2. Accelerate (2018,12, 14)
    3. Assessment(2010,14)
    4. Adulteration (2018,09,13)
    5. Acquiescence (2013)
    6. Acclamation (2013)
    7. Accessible (2005,10,11,13)
    8. Agreeable (2012)
    9. Agriculture (2012)
    10. Ascertain (2012)
    11) Accession (2011)
    12) Acquaintance (2010)
    13) Assignment (2010)
    14) Alleviation (2010)
    15) Absorb (2010)
    16) Accommodation (2007)
    17) Bouquet (2006,09,10,15)
    18) Bureau...  more
  • RIDWANA  QUADER  RAKA
    // দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন:

    _ মনোয়ারা হাবীব
  • RIDWANA  QUADER  RAKA
    বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

    1. "বাংলাদেশ কথা কয়" কে লিখেছেন?
    উত্তর: আব্দুল গাফফার চৌধুরী
    2. "বেঁচে থাকার নেশা" কে লিখেছেন?
    উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
    3. ‘রুপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন?
    উত্তর: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
    4. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে?
    উত্তর: কাজী নজরুল ইসলাম
    5. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
    উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
    6. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: কাজী আবদুল ওদুদ
    7. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
    উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসা...  more
  • RIDWANA  QUADER  RAKA
    ⭕ব্রেকিং নিউজ⭕
    ✅WTO এর নতুন মহাপরিচালক- নাইজেরিয়ার

    "গোজী ওকোনজো উইয়েলা"
  • RIDWANA  QUADER  RAKA
    #কাইল_মেয়ার্স
    ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে কাইল মেয়ার্সের এই অতিমানবীয় ইনিংস সোনার অক্ষরে লেখা থাকবে।

    টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে অভিষেকে চতুর্থ ইনিংসে দ্বি–শতক তুলে নেওয়া প্রথম ব্যাটসম্যান–ই শুধু নন, দলের জয়েও ‘নিউক্লিয়াস’ কাইল মেয়ার্সের ৩১০ বলে ২১০ রানের অপরাজিত এই ইনিংস।