বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত... moreবিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত পরিশ্রমের কল্যাণে আমাদের দেশের নাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছিল। এমনই একজন মহিলা যিনি বিশ্বের কাছে নিজের মাতৃভূমির নাম নক্ষত্রের মত ছড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন বিবি রাসেল; বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের পথিকৃৎ। বিবি রাসেল একাধারে একজন মডেল ও ফ্যাশন ডিজাইনার যিনি সারা পৃথিবী ঘুরে কাজ করেছেন বিখ্যাত সব ফ্যাশন ম্যাগাজিন ও ব্র্যান্ডের সাথে। নিজ পরিশ্রম ও দক্ষতায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও নিজের দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নাম, যশ, খ্যাতি এবং উন্নত জীবন সহ সবকিছু বিসর্জন দিয়ে বিবি রাসেল চলে এসেছিলেন বাংলাদেশে। দেশে ফেরার পর নতুনভাবে প্রাণ দিয়েছেন দেশীয় হস্তশিল্প ও বস্ত্রশিল্পের। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকে সঠিকভাবে উপস্থাপন করার যে সচেতনতা তৈরি হয়েছে, তাতে বিবি রাসেলের মতে নারী ফ্যাশন ডিজাইনারদের অবদান কোনো অংশে কম নয়।
বাংলাদেশের ৫০ বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
Let's Start The Journey of BANGLADESH & STORY OF INSPIRATION- LIVE SERIES in Facebook & YouTube
BANGLADESH & STORY OF INSPIRATION: Episode 6
Date : 19th January'21
Time : 5 PM
বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত... moreবিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত পরিশ্রমের কল্যাণে আমাদের দেশের নাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছিল। এমনই একজন মহিলা যিনি বিশ্বের কাছে নিজের মাতৃভূমির নাম নক্ষত্রের মত ছড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন বিবি রাসেল; বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের পথিকৃৎ। বিবি রাসেল একাধারে একজন মডেল, ফ্যাশন ডিজাইনার এবং ফটোগ্রাফার যিনি সারা পৃথিবী ঘুরে কাজ করেছেন বিখ্যাত সব ফ্যাশন ম্যাগাজিন ও ব্র্যান্ডের সাথে। নিজ পরিশ্রম ও দক্ষতায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও নিজের দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নাম, যশ, খ্যাতি এবং উন্নত জীবন সহ সবকিছু বিসর্জন দিয়ে বিবি রাসেল চলে এসেছিলেন বাংলাদেশে। দেশে ফেরার পর নতুনভাবে প্রাণ দিয়েছেন দেশীয় হস্তশিল্প ও বস্ত্রশিল্পের। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকে সঠিকভাবে উপস্থাপন করার যে সচেতনতা তৈরি হয়েছে, তাতে বিবি রাসেলের মতে নারী ফ্যাশন ডিজাইনারদের অবদান কোনো অংশে কম নয়।
বাংলাদেশের ৫০ বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো তরুণ প্রজন্মের স্বপ্নের ঠিকানা। বর্তমানে দেশে ৩৯টি হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলছে। আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে দেশের ৬৪টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের কাছে এই হাই-টেক পার্কগুলো অনুপ্রেরণার নাম।
চূড়ান্ত কিছু আত্মত্যাগী সত্ত্বা সর্বত্র ... moreদেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো তরুণ প্রজন্মের স্বপ্নের ঠিকানা। বর্তমানে দেশে ৩৯টি হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলছে। আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে দেশের ৬৪টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের কাছে এই হাই-টেক পার্কগুলো অনুপ্রেরণার নাম।
চূড়ান্ত কিছু আত্মত্যাগী সত্ত্বা সর্বত্র বিরাজ করছেন, যাঁদের লক্ষ্য থাকে শত বারণেও পিছপা হবেন না। মাথা নত করে প্রতিহত হবেন না, নিজের দক্ষতাকে বিকশিত করে গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁদের এমন একনিষ্ঠ এবং দৃঢ় মনোবলই নাম না জানা এক নতুন জাতিকে জন্ম দিয়েছে। যে জাতি যুগের ছন্দে পা মিলিয়ে চলে যাচ্ছে সুদূর প্রান্তে। তরুণ সমাজে হাতে গোনা এমন কিছু সত্ত্বার জন্ম হয় যাঁদের একাগ্রতায় অনুপ্রাণিত হয়ে লক্ষ্য স্থির এর দিকে ধাবিত হয় পুরো সমাজ। সমাজ থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে আস্তে আস্তে বিশ্ব এভাবেই গভীর থেকে গভীরে মানুষের অন্তরে গেঁথে যায় সেই সকল মেধাবী সত্ত্বার আলোর ঝলকানি, দীপ্তি ছড়ায় বহদুর সীমান্ত পেরিয়ে। তেমনি এক দীপ্তিমান নক্ষত্র যিনি এখনো আমাদের মাঝে একজন কৃতি হিসেবে রয়েছেন , তিনিই মোহাম্মদ মারবিন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মারবিন ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানাজিং ডিরেক্টর এবং যুক্তরাজ্যের ভাইব্র্যান্ট সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ হাই-টেক পার্ক এর প্রথম বিনিয়োগকারী।
বাংলাদেশের ৫০ বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
Let's Start The Journey of BANGLADESH & STORY OF INSPIRATION- LIVE SERIES in Facebook & YouTube
BANGLADESH & STORY OF INSPIRATION: Episode 5
Date : 17th January'21
Time : 10PM
"বিজয় দিবস কন্টেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট"নাম: সাবরিনা মনসুরপ্রতিষ্ঠান: ঢাকা মেডিকেল কলেজই -মেইল: sabrinamonsurdmc32@gmail.comব্লগ টপিক: বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ#InspiringBangladesh#inspiring...