বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত... moreবিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান নারী সমাজ বহুক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেকে ও দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছে। কিন্তু আশি কিংবা নব্বই দশকের চিত্র মোটেই এ রকম ছিল না। সে সময়ে বিভিন্ন গোঁড়ামির কবলে জর্জরিত দেশটিতে নারী অধিকার বহুলরূপে প্রতিষ্ঠিত হয়নি। এসব বাধা সত্ত্বেও কিছু নারী আপ্রাণ চেষ্টা করত পুরুষদের মত সমান অবদান রাখার, কিন্তু পড়তে হতো সীমাবদ্ধতার কবলে, সম্মুখীন হতে হতো নানান বাধা বিপত্তির। এসব বাধা বিপত্তি সত্ত্বেও সেই সময়ের হাতে গোণা কয়েকজন নারীর অক্লান্ত পরিশ্রমের কল্যাণে আমাদের দেশের নাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছিল। এমনই একজন মহিলা যিনি বিশ্বের কাছে নিজের মাতৃভূমির নাম নক্ষত্রের মত ছড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন বিবি রাসেল; বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের পথিকৃৎ। বিবি রাসেল একাধারে একজন মডেল, ফ্যাশন ডিজাইনার এবং ফটোগ্রাফার যিনি সারা পৃথিবী ঘুরে কাজ করেছেন বিখ্যাত সব ফ্যাশন ম্যাগাজিন ও ব্র্যান্ডের সাথে। নিজ পরিশ্রম ও দক্ষতায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও নিজের দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নাম, যশ, খ্যাতি এবং উন্নত জীবন সহ সবকিছু বিসর্জন দিয়ে বিবি রাসেল চলে এসেছিলেন বাংলাদেশে। দেশে ফেরার পর নতুনভাবে প্রাণ দিয়েছেন দেশীয় হস্তশিল্প ও বস্ত্রশিল্পের। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকে সঠিকভাবে উপস্থাপন করার যে সচেতনতা তৈরি হয়েছে, তাতে বিবি রাসেলের মতে নারী ফ্যাশন ডিজাইনারদের অবদান কোনো অংশে কম নয়।
বাংলাদেশের ৫০ বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!