Khulna is the third largest city in Bangladesh. It is the administrative seat of Khulna District and Khulna Division. In the 2011 census, the city had a population of 663,342. The Khulna metropolitan area had an estimated population of 1.022 million in 2014. Khulna is a port on the Rupsha and Bhairab Rivers
হাসতে হাসতে, কাশতে কাশতে বা জেনুইন ভাবেই লেনিন এর এই লেখা পইড়া চোখে পানি চলে আসল..... লেনিন আর অপ্রস্তুত নয়........
"ওরা একদিন বলেছিল বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান!
বাংলাদেশ আফগান, তালেবান কিছুই হয়নি, বাংলাদেশ হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অগ্রণী সেনা!
ওরা একদিন বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে না! এসব সাজানো নাটক, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না!
তারপর সবাই যেনে গেছে সত্যটা, কারণ পাকিস্তান পার্লামেন্ট বিবৃতি দিয়ে বলেছে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা... moreহাসতে হাসতে, কাশতে কাশতে বা জেনুইন ভাবেই লেনিন এর এই লেখা পইড়া চোখে পানি চলে আসল..... লেনিন আর অপ্রস্তুত নয়........
"ওরা একদিন বলেছিল বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান!
বাংলাদেশ আফগান, তালেবান কিছুই হয়নি, বাংলাদেশ হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অগ্রণী সেনা!
ওরা একদিন বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে না! এসব সাজানো নাটক, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না!
তারপর সবাই যেনে গেছে সত্যটা, কারণ পাকিস্তান পার্লামেন্ট বিবৃতি দিয়ে বলেছে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা!
ওরা একদিন বলেছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি!
আজ বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ৪১ তম, ২০৩২ সালে হবে ২৪ তম অর্থনীতির দেশ।
একই সাথে ৩ হাজার মেট্রিক টনের ৪১ টি পিলার কারো কারো মানবদেহের বিশেষ অংশ দিয়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক, আর খবরটি নিশ্চিত করেছে হিলারি ক্লিনটন!
ওরা একদিন বলেছিল দেশটা স্বাধীন হবে না! পাকিস্তানই তো ভালো ছিল!
দেশটা তো স্বাধীন হলোই, বদি জুয়েল রুমি, জগৎজোতিরা ৯৩ হাজার পাক হানাদারকে হাঁটু গেড়ে নির্লজ্জ ও অসহায় আত্নসমর্পণে বাধ্য করলো!
সে পাকিস্তানীরা আজ বলে খোদা ওয়াস্তে হাম বাংলাদেশ বানা দো!
আজ আমরা বলবো খোদা ওয়াস্তে তোরা পদ্মা সেতুতে উঠিস না, তোরা ফেরিতে করে এন্টারকোটিক মহাদেশে চলে যা!"
"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" (BANGLADESH & STORY OF INSPIRATION) প্রকাশনার জন্য গল্প সংগ্রহ..
সুবর্ণ জয়ন্তীতে এসে পৌঁছালো বাংলার লাল সবুজ পতাকাটি। ক্যালেন্ডারের পাতায় ৪৯ টি বছর পার হয়ে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আর এই কাল পরিক্রমায় এগিয়েছে এই মাটি ও মাটির মানুষগুলো, লেগেছে পরিবর্তনের ছোঁয়া বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে। তেমনি ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আমাদের আরো কিছু মহান ব্যক্তিত্ব।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুন... more"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" (BANGLADESH & STORY OF INSPIRATION) প্রকাশনার জন্য গল্প সংগ্রহ..
সুবর্ণ জয়ন্তীতে এসে পৌঁছালো বাংলার লাল সবুজ পতাকাটি। ক্যালেন্ডারের পাতায় ৪৯ টি বছর পার হয়ে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আর এই কাল পরিক্রমায় এগিয়েছে এই মাটি ও মাটির মানুষগুলো, লেগেছে পরিবর্তনের ছোঁয়া বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে। তেমনি ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আমাদের আরো কিছু মহান ব্যক্তিত্ব।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুপ্রেরণার গল্পগুলোই খুঁজছে
"Inspiring Bangladesh"। অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি ...
"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION
শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
* আপনার কাছে কি সেইসব বাস্তব গল্প আছে যা অনুপ্রেরণা জাগাবে কোটি প্রাণে?
* আপনি কি মহান কোনো ব্যক্তিত্বের সফলতার গল্প জানতে চান?
* আপনার সংগ্রহে এমন কোনো জীবনগল্প আছে যেটা অনুপ্রেরণাদায়ক কিন্তু সুসজ্জিত লিখিত নেই?
উল্লিখিত ৩ টি প্রশ্নের যেকোনোটির উত্তর যদি আপনার কাছে থেকে থাকে, তবে আজই লিখে ফেলুন, আর মেইল করে পাঠিয়ে দিন আমাদের কাছে।
লেখা পাঠানোর নিয়ম :
সম্পূর্ণ লেখাটি Word 97-2003 Document ফাইলে সেভ করে পাঠাতে হবে। ব্যবহার করতে হবে SutonnyMJ ফন্ট।
এছাড়া আপনি চাইলে pdf fileকরেও পাঠাতে পারেন আপনার গল্পটি!
ই- মেইল এড্রেস: ibangladesh1971@gmail.com
* তবে মনে রাখবেন, গল্পগুলো বাস্তব ও অপ্রকাশিত হতে হবে!
নির্বাচিত গল্পের লেখকবৃন্দকে
অমর একুশে বইমেলা, ২০২১
চলাকালীন সম্মাননা স্মারক প্রদান করা হবে