হাসতে হাসতে, কাশতে কাশতে বা জেনুইন ভাবেই লেনিন এর এই লেখা পইড়া চোখে পানি চলে আসল..... লেনিন আর অপ্রস্তুত নয়........
"ওরা একদিন বলেছিল বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান!
বাংলাদেশ আফগান, তালেবান কিছুই হয়নি, বাংলাদেশ হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অগ্রণী সেনা!
ওরা একদিন বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে না! এসব সাজানো নাটক, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না!
তারপর সবাই যেনে গেছে সত্যটা, কারণ পাকিস্তান পার্লামেন্ট বিবৃতি দিয়ে বলেছে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা... moreহাসতে হাসতে, কাশতে কাশতে বা জেনুইন ভাবেই লেনিন এর এই লেখা পইড়া চোখে পানি চলে আসল..... লেনিন আর অপ্রস্তুত নয়........
"ওরা একদিন বলেছিল বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান!
বাংলাদেশ আফগান, তালেবান কিছুই হয়নি, বাংলাদেশ হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অগ্রণী সেনা!
ওরা একদিন বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে না! এসব সাজানো নাটক, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না!
তারপর সবাই যেনে গেছে সত্যটা, কারণ পাকিস্তান পার্লামেন্ট বিবৃতি দিয়ে বলেছে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা!
ওরা একদিন বলেছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি!
আজ বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ৪১ তম, ২০৩২ সালে হবে ২৪ তম অর্থনীতির দেশ।
একই সাথে ৩ হাজার মেট্রিক টনের ৪১ টি পিলার কারো কারো মানবদেহের বিশেষ অংশ দিয়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক, আর খবরটি নিশ্চিত করেছে হিলারি ক্লিনটন!
ওরা একদিন বলেছিল দেশটা স্বাধীন হবে না! পাকিস্তানই তো ভালো ছিল!
দেশটা তো স্বাধীন হলোই, বদি জুয়েল রুমি, জগৎজোতিরা ৯৩ হাজার পাক হানাদারকে হাঁটু গেড়ে নির্লজ্জ ও অসহায় আত্নসমর্পণে বাধ্য করলো!
সে পাকিস্তানীরা আজ বলে খোদা ওয়াস্তে হাম বাংলাদেশ বানা দো!
আজ আমরা বলবো খোদা ওয়াস্তে তোরা পদ্মা সেতুতে উঠিস না, তোরা ফেরিতে করে এন্টারকোটিক মহাদেশে চলে যা!"