"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" (BANGLADESH & STORY OF INSPIRATION) প্রকাশনার জন্য গল্প সংগ্রহ..
সুবর্ণ জয়ন্তীতে এসে পৌঁছালো বাংলার লাল সবুজ পতাকাটি। ক্যালেন্ডারের পাতায় ৪৯ টি বছর পার হয়ে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আর এই কাল পরিক্রমায় এগিয়েছে এই মাটি ও মাটির মানুষগুলো, লেগেছে পরিবর্তনের ছোঁয়া বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে। তেমনি ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আমাদের আরো কিছু মহান ব্যক্তিত্ব।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুন... more"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" (BANGLADESH & STORY OF INSPIRATION) প্রকাশনার জন্য গল্প সংগ্রহ..
সুবর্ণ জয়ন্তীতে এসে পৌঁছালো বাংলার লাল সবুজ পতাকাটি। ক্যালেন্ডারের পাতায় ৪৯ টি বছর পার হয়ে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আর এই কাল পরিক্রমায় এগিয়েছে এই মাটি ও মাটির মানুষগুলো, লেগেছে পরিবর্তনের ছোঁয়া বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে। তেমনি ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আমাদের আরো কিছু মহান ব্যক্তিত্ব।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুপ্রেরণার গল্পগুলোই খুঁজছে
"Inspiring Bangladesh"। অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি ...
"বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION
শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
* আপনার কাছে কি সেইসব বাস্তব গল্প আছে যা অনুপ্রেরণা জাগাবে কোটি প্রাণে?
* আপনি কি মহান কোনো ব্যক্তিত্বের সফলতার গল্প জানতে চান?
* আপনার সংগ্রহে এমন কোনো জীবনগল্প আছে যেটা অনুপ্রেরণাদায়ক কিন্তু সুসজ্জিত লিখিত নেই?
উল্লিখিত ৩ টি প্রশ্নের যেকোনোটির উত্তর যদি আপনার কাছে থেকে থাকে, তবে আজই লিখে ফেলুন, আর মেইল করে পাঠিয়ে দিন আমাদের কাছে।
লেখা পাঠানোর নিয়ম :
সম্পূর্ণ লেখাটি Word 97-2003 Document ফাইলে সেভ করে পাঠাতে হবে। ব্যবহার করতে হবে SutonnyMJ ফন্ট।
এছাড়া আপনি চাইলে pdf fileকরেও পাঠাতে পারেন আপনার গল্পটি!
ই- মেইল এড্রেস: ibangladesh1971@gmail.com
* তবে মনে রাখবেন, গল্পগুলো বাস্তব ও অপ্রকাশিত হতে হবে!
নির্বাচিত গল্পের লেখকবৃন্দকে
অমর একুশে বইমেলা, ২০২১
চলাকালীন সম্মাননা স্মারক প্রদান করা হবে