কাভান

৩৫ বছর পর মুক্তি পাচ্ছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ হাতি : কাভান
 
পাকিস্তানে সঙ্গীহীন এক দশক এবং ৩৫ বছরের বন্দীদশা থেকে মুক্তি পাচ্ছে, কাভান নামে একটি হাতি। যা পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ হাতি হিসেবে।
১৯৮৫ সালে এক বছর বয়সী কাভানকে উপহার হিসেবে পাকিস্তানে পাঠায় শ্রীলঙ্কা। ১৯৯০ সালে সঙ্গী হিসেবে সোহেলিকে নামে এক হাতিকে পাঠায় বাংলাদেশ। তবে, ২০১২ সালে মারা যায় সোহেলি। এরপর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কাভান।
এটি একমাত্র এশিয়ান হাতি ছিল পাকিস্তানে। তাই চিড়িয়াখানায় এর প্রতি বেশ আগ্রহ ছিল দর্শণার্থীদের। হাতিটিকে ছেড়ে দিতে মামলা করে পশুপ্রেমী বিভিন্ন সংগঠন। দীর্ঘ শুনানি শেষে কাভানকে কম্বোডিয়ার বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানোর আদেশ দেন পাকিস্তানের উচ্চ আদালত।
 
 
Posted in Education Blogs on December 01 2020 at 06:31 PM

Comments (1)

No login
color_lens
gif