বিজয় দিবসের প্লেকার্ড প্রতিযোগিতা২০২০

ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০
বিজয় দিবসের প্লেকার্ড প্রতিযোগিতা 
 
বিজয় দেখেছি চঞ্চল শিশুর হাত- পা ছোড়ার ছন্দে।
বিজয় দেখেছি দুরন্ত কিশোরের মহা মুক্তির আনন্দে।
বিজয় দেখেছি যুবক- যুবতির প্রণয় উচ্ছ্বল দেহমনে
বিজয় দেখেছি বাবা-মার মমতার বাহুতে গৃহকোণে।
 
বিজয় দিবস, বাংলাদেশের এক লাল তারিখ। শ্রেয়বোধ ও শুভবুদ্ধিকে আশ্রয় করে আমরা প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মুক্তিযোদ্ধাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্তিই ঘুমন্ত বাঙ্গালীকে জাগিয়ে তুলেছিল।
তাই তাদের স্মৃতিচারণে আমাদের এই আয়োজন,
 
?? বিজয় দিবসের প্লেকার্ড প্রতিযোগিতা 
 
এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা।
 
★প্রতিযোগিতায় অংশগ্রহন করার নিয়মাবলি ও দিকনির্দেশনা-
 
১।  কি বিষয়ক প্লেকার্ড করবেনঃ মুক্তিযোদ্ধাদের ব্যক্তিত্ব বিষয়ক / বিজয় দিবস / স্বাধীনতা দিবস সম্পর্কে।
 
২। কোথায় এবং কিভাবে পোস্ট করবেনঃ পিচবোর্ড শীটের ওপর পোস্টার পেপার ব্যবহার/ পোস্টার পেপার ব্যবহার করে  নিজ হাতে প্লেকার্ড তৈরি  করে মোবাইল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে  একই সাথে তা (https: গ্রুপে আপলোড করতে হবে।  বডিতে ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারী এর  নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে। এবং #InspiringBangladesh #inspiringmillion #Bangladesh #StoryOfInspirations #Bangladesh #BijoyDibosh #nationalvictoryday #victoryday #16thDecember #49YearsOfVictory  ট্যাগ ইউজ করবেন.
 
৩।কারা অংশগ্রহণ করতে পারবেঃ
*কনটেস্টটি সকলের জন্য উন্মুক্ত।
*কনটেস্ট এরিয়া - উন্মুক্ত।
 
৪।শুদ্ধ বাক্য হতে হবে। 
 
৫। পোস্ট দেয়ার সময়সীমাঃ (১২/১২/২০২০ থেকে ৩০/১২/২০২০)পর্যন্ত। 
 
৬।প্রতিযোগীতার নাম্বার নির্ধারণঃInspiring Bangladesh এর অফিশিয়াল গ্রুপ এবং ওয়েবসাইটে দেওয়া পোস্টের-
* লাইক/ রিয়েক্ট- ২০% নম্বর
* কমেন্ট- ৩০% নম্বর
* বিচারকদের মতামত- ৫০% নম্বর
 
সর্বমোটঃ ১০০ নম্বর
 
★প্রতিযোগীদের পোস্টে লাইক/ রিয়েক্ট এবং কমেন্টের উপর ভিত্তি করে গড় নম্বর দেয়া হবে। ছবিতে যত বেশি লাইক/ রিয়েক্ট এবং কমেন্ট পড়বে তার গড় নম্বর তত বেশি হবে।
৭।পূর্বে অন্যের পোস্টকৃত প্লেকার্ড  পোস্ট করা যাবে না। প্লেকার্ডের লেখা ও আর্ট গুলো অবশ্যই তার নিজের এবং সঠিক তথ্য সম্বলিত হতে হবে।ভুল ইতিহাস থেকে বের করে আনাই আমাদের লক্ষ্য।
 
★ সেরা তিনজন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার ও Inspiring Bangladesh এর পক্ষ থেকে সার্টিফিকেট
Posted in Education Blogs on December 13 2020 at 03:27 PM

Comments (1)

No login
color_lens
gif