"রোবট ওলফ"

রোবট ওলফ
 রোবট ওলফকে মনস্টার ওলফ নামেও ডাকা হয় । এই রোবটগুলতে একধরনের সেন্সর লাগানো থাকে যা ভাল্লুক শনাক্ত করতে পারে । জাপানের হক্কাইডোতে এটা প্রথম বসানো হয় । তাদের কমপ্লেইন ছিল যে তাদের খেত-খামার ভাল্লুকেরা এসে নষ্ট করত , তার জন্যই এই বেবস্থা নেওয়া হয় । এই রোবটগুলো শিয়ালের মতো ডাকতে থাকে আর তাই এদের " মনস্টার ওলফ " ডাকা হয়। সেন্সরের মাধ্যমে ভাল্লুক দেখলে এদের চোখ লাল হয়ে যায় , মাথা নাড়তে থাকে এবং শিয়ালের মতো জোরে জোরে আওয়াজ করতে থাকে তাই ভাল্লুকেরা ভয় পেয়ে পালিয়ে যায় . এর নির্মাতা অহতা সেইকি , ২০১৮ সাল থেকে প্রায় ৭০ টি ইউনিট বিক্রি করেছেন ।
 
 
 
 
Posted in Education Blogs on December 01 2020 at 06:47 PM

Comments (1)

No login
color_lens
gif