চোখ

বই : চোখ
লেখক : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
 
কথায় আছে "চোখ যে মনের কথা বলে"।আসলেই কি তাই?চোখের মধ্যে দিয়ে কি একজন মানুষের সত্যিকার চরিত্রের পরিচয় পাওয়া যায়?
 
চোখের ভাষা নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর ছোট কলেবরের উপন্যাস "চোখ"।উপন্যাসের মূল চরিত্র প্রচন্ড বদরাগী কিন্ত সৎ,নির্ভীক ও দুঃসাহসী পুলিশ অফিসার যীশু বিশ্বাস।তার চোখের দিকে তাকাতে সবাই ভয় পায়,কি যেনো একটা আছে তার চোখে।এমনকি যীশুর স্ত্রী বকুল ও ভাবে তার চোখে খুনে ভাব আছে,খুনের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এক পর্যায়ে স্বামীকে ছেড়ে চলে যায়।পুলিশের চাকরী করতে গিয়ে ৩ জনকে খুন করে কিন্ত সমস্যা দেখা দেয় চতুর্থ জনকে জেলের ভেতর মেরে ফেলার পর।শেষোক্ত অপরাধীর সঙ্গীনি যীশুর উপর প্রতিশোধ নিতে উন্মত্ত হয়ে যায় ঠিকই কিন্ত এখানেও অদ্ভুত এক প্রভাব খাটায় যীশুর চোখ।অন্য এক নারী কমল যে কিনা বিয়ের আসরেই বিধবা হয়েছিল, তার সাথেও যীশুর অস্পষ্ট এক সম্পর্কের তৈরী হয় তাও তার সেই চোখের আকর্ষণী মোহের জন্যেই।শেষ পর্যন্ত যীশুকে তার অদ্ভুত চোখের জন্য আর কি কি মাশুল দিতে হবে তা জানতে বইটা পড়তে হবে।
 
"চোখ" উপন্যাসে লেখক সরল ও আন্তরিক ভাষায় অপরাধ ও রাজনৈতিক জগতের কিছু জটিলতা তুলে ধরেছেন।এক আশ্চর্য চাহনিকে কেন্দ্র করে তীব্র কৌতুহলের এক উপন্যাস ‘চোখ’।
Posted in Education Blogs on December 01 2020 at 06:53 PM

Comments (1)

No login
color_lens
gif