ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট -২০২০ ইং
নাম : তাসনীম মাহমুদ
রেফারেন্সকৃত দলের নাম : বঙ্গবন্ধুর সহযোদ্ধা
ইমেইল ঠিকানা :Tasnimmahmud669@gmail.com
মোবাইল নম্বর : নাই।
বিষয় :বুক রিভিউ
বইয়ের নামঃ- ব্যাকপ্যাকে পৃথিবী।
লেখকঃ- জুম্মি নাহদিয়া।
প্রকাশনীঃ- জলকথা।
পৃষ্ঠাঃ- ১৮৪।
প্রথম প্রকাশঃ- ২০২০সাল।
মূল্যঃ- ৩০০ টাকা।
ISBN-97898489682411
.
'ব্যাকপ্যাকে পৃথিবী' কবি জুম্মি নাহদিয়ার লেখা একটি ভ্রমণকাহিনি বিষয়ক গ্রন্থ।লেখালেখির জগতে লেখিকার দ্বিতীয় প্রকাশ। তবে আমার পড়া এটি তাঁর প্রথম বই। মূলত আমি জুম্মি নাহদিয়ার দ্বিতীয় বইটিই প্রথম পড়েছি।এই বইটা পড়া দারুণ একটা অভিজ্ঞতা আমার জন্যে। সাধারণত ভ্রমন কাহিনি গুলো থেকে ব্যাকপ্যাকে পৃথিবী একটু আলাদা ধাঁচের।শুরুটা হয়েছে হামবুর্গের নিঃশব্দ কবিতা শিরোনাম দিয়ে।শিরোনামের মতো বর্ণনায়ও রয়েছে কবি সত্তার কাব্যিক ছাপ।যেমন,
"এই শহরে আমার প্রথম রঙ লাল।
একসঙ্গে এই রঙটা এত ওপর থেকে আগে কখনো দেখিনি বলেই হয়ত হামবুর্গ বলতে আমার মস্তিষ্কে ভাসে, সেই প্রথম দেখা উঁচু নিচু অসমতল লাল রঙ।নবাগতকে অভ্যর্থনা জানিয়ে বলছে, ' এই যে এসে গেলে তোমার গন্তব্যে! তোমার ছেড়ে আসা গোলাপি হলুদ শহরটার মতন এই শহরকে ভালোবেসে ভুল করো না যেন আবার! এরকমই মন ভেঙে যাবে তারপর '।"
হামবুর্গের নিঃশব্দ কবিতাকে শুধু মাত্র ভ্রমন অনুভূতির মাঝে সীমাবদ্ধ না রেখে লেখক তুলে ধরেছেন সেখানকার বাসিন্দাদের জীবন যাত্রা,
সামাজিক সংস্কৃতির,প্রকৃতিক সুন্দোর্য।এভাবেই লেখক বইটিতে চিত্রল বার্লিন,বনবাস, ফ্যোয়া একটি দ্বীপের নাম, আমস্ট্যল থেকে আমস্টারডাম, সুইডেনের শীতপর্ব, আহ; কায়রো, গন্তব্য তাইয়্যেবাহ এবং মক্কা মুকাররমাহ, হামবুর্গের নিঃশব্দ কবিতা(২), বসফরাসের নীল, আনসার ক্যাম্পের ফানুস সহ উনিশটি শিরোনামে আঠারোটি ভ্রমণগল্প এবং একটি ভ্রমণপদ্যর সমন্বয়ে সাজিয়েছেন।
.
ব্যাকপ্যাকে পৃথিবী ১৮৪ পৃষ্ঠার বাংলা ভাষায়
লিখা চমৎকার বইটিতে প্রতিটা অংশ পরিষ্কার সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত পরিসরের ভ্রমন কাহিনি। তবে এটিকে ভ্রমন কাহিনি না বলে ভ্রমন দিনলিপি বললে বেশি যুতসই হতো। কবিরা তৃতীয় নয়নের অধিকারি হন তাই তাদের দৃষ্টিতে,বর্ননায় দর্শন ও ছন্দের ছাপ থাকে।তাদের বাক্যগুলো হয় শব্দ শিল্পের সৌন্দর্যে মন্ডিত।যা কবি জুম্মি নাহদিয়ার লেখনীতে স্পষ্ট প্রকাশ পেয়েছে।বইটি আমাকে হামবুর্গে থেকে ইস্তাম্বুলে, মিসর, বার্লিন মক্কা, মদিনা, সুইডেনে
ভ্রমন করিয়ে এনেছে। তবে লেখকের তাড়াহুড়ায় সংক্ষিপ্ত ভ্রমনে আমার আত্মা তৃপ্ত হয়নি।প্রচ্ছদটা মোটেও ভালো লাগেনি।সুনীল গঙ্গোপাধ্যায়ের পায়ের তলায় সর্ষে, জুম্মি নাহদিয়ার ব্যাকপ্যাকে পৃথিবী পড়ার পর সহজেই বোঝা যায় কবিদের ভ্রমন কাহিনি কতো সুন্দর হয়।
Comments (0)