বইয়ের নাম- নেতা ও পিতা,Inspiring Bangladesh Summit 2020

ইভেন্ট :বুক রিভিউ 
 
নেতা ও পিতা
 
তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা বইটি প্রকাশিত হওয়ার পর থেকে যেমন পাঠকমহলে বহুল প্রশংসিত হয়েছে, তেমনি সমালোচিতও হয়েছে। রাজনৈতিক স্বার্থে কেউ কেউ বইটিকে খণ্ডিতভাবে ব্যবহারেরও প্রচেষ্টা করেছেন।
 
বাংলাদেশের প্রকট রাজনৈতিক বিভাজনের মধ্যে অখণ্ডিত ও সত্যনিষ্ঠ ঐতিহাসিক ঘটনাবলির উপস্থাপনা সুকঠিন সংগ্রাম। তা সত্ত্বেও ইতিহাস এই সাক্ষ্যই দেয় যে সত্যকে কখনো মিথ্যা প্রচারণা ও অপবাদ দিয়ে চিরকাল ঢেকে রাখা যায় না। বোদ্ধা ও দূরদর্শী যাঁরা, তাঁরা সে কথা স্মরণে রেখে ইতিহাসের গতি রুদ্ধ করার চেষ্টা করেন না। তাঁরা ইতিহাসের সাথি হন। ইতিহাসের সঙ্গে যান। স্বাধীনতার আকাশে বঙ্গবন্ধুর পাশাপাশি যে নক্ষত্রটি দীপ্তিমান, তা হলো তাজউদ্দীন। তাঁর অসাধারণ কীর্তি এবং মহৎ জীবনাদর্শ নিয়ে লেখা তাঁর মেয়ের বইটি বিচক্ষণ ও বুদ্ধিমান কারও উদ্বেগের কারণ হতে পারে না।
শারমিন আহমদ: লেখক, গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।
 
#বুকরিভিউ
Posted in Personal Blogs on January 08 2021 at 10:06 AM

Comments (0)

No login
color_lens
gif