ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট -২০২০ ইং
নাম : শাওন দেবনাথ
রেফারেন্সকৃত দলের নাম : বঙ্গবন্ধুর সহযোদ্ধা
ইমেইলঠিকানা :
shawandvm104482@gmail.com
বিষয় : তারুণ্যের চোখে বাংলাদেশ
নতুনত্বের অন্তরীক্ষে সুদর্শন পোকা যখন সন্ধ্যার ঠিক পূর্ব লগ্নে এদিক-ওদিক ঘুরে বেড়ায়, হয়তো অনেক প্রাণের গভীরে তখন নতুন একটা প্রাণের জন্ম হয়, যে প্রাণে থাকে অদম্য সাহস,অনুপ্রেরণা দেওয়ার ও বাস্তবে প্রতিফলিত করার এক জ্বলন্ত অগ্নিরূপ অবয়ব!
বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখতেন, বাংলার প্রতিটি প্রাণে সংগ্রামী মনোভাবের বীজ বপন করতে সক্ষম হয়েছিলেন যার দরুণ আজকের এই সোনার বাংলা! তবে " স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন" আর বাস্তবপরিপ্রেক্ষিতে চিন্তা করলে এই বাক্য চিরন্তর সত্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের সকল বিপদে ঐক্যবদ্ধ হওয়াই মাতৃভূমির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন! অতীতের সকল ঘটনা পর্যালোচনা করলে বারেবারে একটা জিনিসই উড়ন্ত চাকতির মতো ঘুরপাক খায় তা হলো তরুণ সমাজ। তরুণ সমাজ আছে বলেই ভাষা আন্দোলন সফল হয়েছে, তরুণ সমাজ আছে বলেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে,তরুণ সমাজ আছে বলেই বিজয় অর্জনের মতো সফলতা দেশ মাতৃকাকে আমরা উপহারস্বরূপ অর্পণ করতে পেরেছি। দেশের বিপদে যেমন তরুণ সমাজ ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি দেশের উন্নয়নে তরুণ সমাজের অবদান অতুলনীয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান অবধি সব ধরণের অন্যায়ের প্রতি এই তরুণ সমাজই সর্বপ্রথম সোচ্চার হয়েছে। বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সোনার বাংলার স্বপ্ন দেখতেন... আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথের দিশায়ই জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের সকল সেক্টরে উন্নতি আর সমৃদ্ধি লক্ষ্যণীয়- যার পিছনে অবদান হিসেবে তরুণ সমাজের কথাই ভেসে আসবে৷ তরুণ সমাজ ছিলো বলেই আজ দেশ স্বাধীন, তরুণ সমাজ আছে বলেই দেশ আজ ডিজিটালাইজেসনের পথে.... তরুণরা দেশের শক্তি,তরুণরা দেশের প্রাণ ; এই তরুণ সমাজেরই দেশকে এগিয়ে নিতে হবে আরো দৃঢ়ভাবে। দেশ আজ প্রতিটা ক্ষেত্রেই কমবেশি হলেও সমৃদ্ধির মঞ্চে দাঁড়িয়ে আছে, আমাদের তরুণ সমাজকে আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে; তরুণ সমাজ আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলেই দেশ উন্নতির সর্বোচ্চ শিখরে অতি শীঘ্রই বিজয়ের ফানুস উড়াবে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
Comments (1)