rejoice
My love, thanks for having me, my name Rejoice Anderson I am a United State Military female. please write me in my whats App Number ( +12148984741 ) i will tell you more about myself OKAY
এসেছিল যেদিন বাংলার বুকে, হেসেছিল সেদিন বাংলার আকাশ বাতাস,
দেশমাতা পেয়েছিল তাঁর যোগ্য সন্তান,
১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি,
তুমি শেখ মুজিবুর রহমান।
ন্যায়পরায়ণ নিষ্টার সাথে ছুটেছিলে তুমি বীরের মতো,
ন্যায়ের পথে ছিলে অবিরত,অন্যায়ের কাছে কখনো তুমি, করো... more #art
এসেছিল যেদিন বাংলার বুকে, হেসেছিল সেদিন বাংলার আকাশ বাতাস,
দেশমাতা পেয়েছিল তাঁর যোগ্য সন্তান,
১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি,
তুমি শেখ মুজিবুর রহমান।
ন্যায়পরায়ণ নিষ্টার সাথে ছুটেছিলে তুমি বীরের মতো,
ন্যায়ের পথে ছিলে অবিরত,অন্যায়ের কাছে কখনো তুমি, করো নি মাথা নত।
তুমি সহন করেছ শত ঘাত,
তুমি উম্মাদ, তুমি স্বাধীনতার উম্মাদ।
রেসকোর্সের ঐ ময়দানে, বলেছিলে তুমি বর্জাকন্ঠে স্বাধীনতা চাই স্বাধীনতা।
জয় বাংলার ধ্বনিতে, নেমেছিল রণক্ষেত্রে,সংগ্রামি বাংলার জনতা।
তুমার অদম্য প্রচেষ্টায়, এই বাংলার বুকে হয়েছে স্বাধীনতার সুর্য উদয়,
তুমার অদম্য প্রচেষ্টায় এই বাঙালি পেয়েছে রক্তে অর্জিত এক মহান বিজয়।
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি আমরা মায়ের শিখানো বুলি
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি আমরা দেশমাতাকে,
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি এই বিশ্বের বুকে স্বাধীন সার্বোভৌমত্ব বাংলাদেশ
তুমি এক উজ্জ্বল নক্ষত্র, রবে বিশ্বের মাঝে দৃপ্তিমান,
তুমি বিশ্ববন্ধু, তুমি বঙ্গবন্ধু, তুমি শেখ মুজিবুর রহমান। — with Yeasen Hossain Emon
ইন্সপায়রিং বাংলাদেশ সামিট -২০২০
প্রতিযোগীতার সময় (১২-২১ ডিসেম্বর পর্যন্ত)
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
কে অংশগ্রহন করতে পারবে?
প্রতিযোগীতাটি সকলের জন্য উন্মক্ত।
বিষয়- মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্কন :
পোস্টার পেপার ব্যবহার করে , বঙ্গবন্ধু/ / বিজয় দিবস / স্বাধীনতা দিবস/ মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্ককন প্রবীণদের সম্মান করা ইত্যাদি বিষয়ে নিজ হাতে পোস্টার চিত্রাঙ্কন বা ডিজাইন করে মোবাইল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে একই সাথে তা ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার ... moreইন্সপায়রিং বাংলাদেশ সামিট -২০২০
প্রতিযোগীতার সময় (১২-২১ ডিসেম্বর পর্যন্ত)
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
কে অংশগ্রহন করতে পারবে?
প্রতিযোগীতাটি সকলের জন্য উন্মক্ত।
বিষয়- মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্কন :
পোস্টার পেপার ব্যবহার করে , বঙ্গবন্ধু/ / বিজয় দিবস / স্বাধীনতা দিবস/ মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্ককন প্রবীণদের সম্মান করা ইত্যাদি বিষয়ে নিজ হাতে পোস্টার চিত্রাঙ্কন বা ডিজাইন করে মোবাইল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে একই সাথে তা ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে তা ( https://inspiringbangladesh.com) -এই ঠিকানায় রেজিষ্ট্রেশন তা পোষ্ট করতে হবে এবং একই সাথে তা ( https://www.facebook.com/groups/inspiringbangladesh ) গ্রুপে আপলোড করতে হবে। বডিতে ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারী এর নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে। পোস্টার/লিফলেট এর ডিজাইন অবশ্যই প্রার্থীর নিজ হাতে করতে হবে। প্রতিযোগীতার প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্যের করা ডিজাইন লিফলেট/পোস্টার প্রেরণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।