এসেছিল যেদিন বাংলার বুকে, হেসেছিল সেদিন বাংলার আকাশ বাতাস,
দেশমাতা পেয়েছিল তাঁর যোগ্য সন্তান,
১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি,
তুমি শেখ মুজিবুর রহমান।
ন্যায়পরায়ণ নিষ্টার সাথে ছুটেছিলে তুমি বীরের মতো,
ন্যায়ের পথে ছিলে অবিরত,অন্যায়ের কাছে কখনো তুমি, করো... more #art
এসেছিল যেদিন বাংলার বুকে, হেসেছিল সেদিন বাংলার আকাশ বাতাস,
দেশমাতা পেয়েছিল তাঁর যোগ্য সন্তান,
১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি,
তুমি শেখ মুজিবুর রহমান।
ন্যায়পরায়ণ নিষ্টার সাথে ছুটেছিলে তুমি বীরের মতো,
ন্যায়ের পথে ছিলে অবিরত,অন্যায়ের কাছে কখনো তুমি, করো নি মাথা নত।
তুমি সহন করেছ শত ঘাত,
তুমি উম্মাদ, তুমি স্বাধীনতার উম্মাদ।
রেসকোর্সের ঐ ময়দানে, বলেছিলে তুমি বর্জাকন্ঠে স্বাধীনতা চাই স্বাধীনতা।
জয় বাংলার ধ্বনিতে, নেমেছিল রণক্ষেত্রে,সংগ্রামি বাংলার জনতা।
তুমার অদম্য প্রচেষ্টায়, এই বাংলার বুকে হয়েছে স্বাধীনতার সুর্য উদয়,
তুমার অদম্য প্রচেষ্টায় এই বাঙালি পেয়েছে রক্তে অর্জিত এক মহান বিজয়।
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি আমরা মায়ের শিখানো বুলি
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি আমরা দেশমাতাকে,
তুমার অদম্য প্রচেষ্টায় পেয়েছি এই বিশ্বের বুকে স্বাধীন সার্বোভৌমত্ব বাংলাদেশ
তুমি এক উজ্জ্বল নক্ষত্র, রবে বিশ্বের মাঝে দৃপ্তিমান,
তুমি বিশ্ববন্ধু, তুমি বঙ্গবন্ধু, তুমি শেখ মুজিবুর রহমান। — with Yeasen Hossain Emon