#একদল যাত্রী নিয়ে একটি জাহাজ সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলো। যাত্রীদের মধ্যে একজন দক্ষ কাঠমিস্ত্রিও ছিল। #কিন্তু যাত্রাপথে ভয়ানক ঝড়ের কবলে পরে জাহাজটি ডুবে গেল। অনেক যাত্রী সাগরে ডুবে মারা গেলেও ওই কাঠমিস্ত্রী তার যন্ত্রপাতির ব্যাগটি নিয়ে ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌছালো। দ্বীপটিতে জনমানব না থাকলেও অনেক ফলজ এবং বনজ গাছাগাছালিতে পরিপূর্ণ ছিল। #সে প্রথম দুদিন বেশ হতাশ ছিল, কারন এই নির্জন দ্বীপ থেকে তার কোনোদিন নিজ ঠিকানায় ফেরা হবে কিনা, সে সম্পর্কে সে ন... more#একটি_শিক্ষণীয়_গল্পঃ--
#একদল যাত্রী নিয়ে একটি জাহাজ সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলো। যাত্রীদের মধ্যে একজন দক্ষ কাঠমিস্ত্রিও ছিল। #কিন্তু যাত্রাপথে ভয়ানক ঝড়ের কবলে পরে জাহাজটি ডুবে গেল। অনেক যাত্রী সাগরে ডুবে মারা গেলেও ওই কাঠমিস্ত্রী তার যন্ত্রপাতির ব্যাগটি নিয়ে ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌছালো। দ্বীপটিতে জনমানব না থাকলেও অনেক ফলজ এবং বনজ গাছাগাছালিতে পরিপূর্ণ ছিল। #সে প্রথম দুদিন বেশ হতাশ ছিল, কারন এই নির্জন দ্বীপ থেকে তার কোনোদিন নিজ ঠিকানায় ফেরা হবে কিনা, সে সম্পর্কে সে নিশ্চিত ছিলনা। সময়ের সাথে সাথে সে তার নিয়তিকে মেনে নিল। নানারকম ফলফলাদি খেয়েই তার দিন কাটতো। যেহেতু সে বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়েছিল, সেহেতু সে ভাবলো নিজের থাকার জন্য একটা সুন্দর ঘর তৈরি করবে। #এই ভেবে সে কাঠ সংগ্রহ শুরু করলো। দিন রাত পরিশ্রম করে সে তার যন্ত্রপাতি ও দক্ষতার সদ্ব্যবহার করে দ্বীপের মধ্যখানে চমৎকার একটি ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পর সে ভাবলো, "ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ঘরের পাশে একটি বাগান করলে কেমন হয়?" #এই ভেবে পুরো দ্বীপ চষে বেশ কিছু ফুলের গাছ সংগ্রহ করলো এবং তার বাগানে রোপণ করলো। কিছুদিন পর তার বাগান ফুলে পরিপূর্ণ হয়ে হয়ে গেল। ফুল বাগান ও নিজ ঘরের সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। #সারাক্ষণ তার মাথায় এই চিন্তাই থাকতো যে কিভাবে তার ঘরের সৌন্দর্য আরো বাড়ানো যায়। এই ভাবনায় সে তার স্থায়ী আবাসের চিন্তা করা ভুলেই গেল। একদিন হুট করে তার ওই দ্বীপে নৌ বাহিনীর একটি টহল বোট চলে এলো। তারা কাঠমিস্ত্রীকে দেখে তাকে উদ্ধার করে তার স্থায়ী আবাস মানে নিজ বাড়িতে পৌছে দিল। দ্বীপ ছেড়ে আসার সময় মিস্ত্রী কাঁদছিল আর বারবার পেছন ফিরে তাকাচ্ছিলো। #এই ভেবে তার হতাশা বাড়ছিলো যে, তার এত দিনের কষ্ট ও পরিশ্রমের ফসল ওই বাগান, আর ওই ঘরের কোনোটাই সে তার সাথে নিতে পারলো না। #নোট_: আমরা প্রতিটি মানুষই ও মিস্ত্রির মত। মিস্ত্রি যেমন তার স্থায়ী আবাস কে ভুলে ওই দ্বীপের ক্ষণস্থায়ী আবাস কে সুসজ্জিতকরনে ব্যস্ত ছিল, আমরাও তেমনি আমাদের চিরস্থায়ী আবাস আখিরাত কে ভুলে ক্ষণস্থায়ী এই দুনিয়াকে সুসজ্জিত করনে ব্যস্ত হয়ে আছি। #ভাবে চলতে থাকলে চূড়ান্ত বিদায়ের দিন ওই মিস্ত্রির মত আমাদেরও এই ভেবে কাঁদতে হবে যে, "যেই দুনিয়া সুসজ্জিত করতে আমরা সারাজীবন ব্যস্ত ছিলাম, সেখান থেকে কিছুই সাথে নিয়ে যেতে পারলাম না।" #তাই আসুন, সময় থাকতে নিজেকে চিনে নেই , দুনিয়া চিনে নেই, আখিরাত চিনে নেই এবং নিজের মালিক কে চিনে নেই।
[[ Collected ]]
♦♦♦সফলতার_১০_মন্ত্র♥♥♥
১/ #স্বপ্ন_নয়_কাজ
স্বপ্ন না দেখে কাজ শুরু করে দিন।কাল থেকে,অমুক কাজটি করার পর, এভাবে এভাবে করব-এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।শুরু করে দিন তারপর ভাবুন-এরপর কি,কিভাবে করবেন।
২/#নিজেকে_নিয়ে
দিন শেষে তো নিজেকে নিয়েই বেচে থাকা।তাহলে কেন এত হইহুল্লোড়!সবার সঙ্গে মিশুন,তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন-আপনার দু:খের ভার কেউ নিতে চাইবেন না।একইভাবে আপনার জীবনের সংকটগুলো মুছে দেয়ার মতো কাউকে পাবেন না।নিজেকেই সব কিছু করতে হবে।সুতরাং নিজেকে নিয়ে ভাবুন। থাকুন নিজেকে নিয়ে।
৩/ #কর... more♦♦♦সফলতার_১০_মন্ত্র♥♥♥
১/ #স্বপ্ন_নয়_কাজ
স্বপ্ন না দেখে কাজ শুরু করে দিন।কাল থেকে,অমুক কাজটি করার পর, এভাবে এভাবে করব-এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।শুরু করে দিন তারপর ভাবুন-এরপর কি,কিভাবে করবেন।
২/#নিজেকে_নিয়ে
দিন শেষে তো নিজেকে নিয়েই বেচে থাকা।তাহলে কেন এত হইহুল্লোড়!সবার সঙ্গে মিশুন,তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন-আপনার দু:খের ভার কেউ নিতে চাইবেন না।একইভাবে আপনার জীবনের সংকটগুলো মুছে দেয়ার মতো কাউকে পাবেন না।নিজেকেই সব কিছু করতে হবে।সুতরাং নিজেকে নিয়ে ভাবুন। থাকুন নিজেকে নিয়ে।
৩/ #কর্মময়_জীবন
সফল হতে চান তো? তবে নিশ্চিত আপনার জীবনে শ্রমের পরিমান বেশি,সেই সঙ্গে ব্যস্ততাও বেশি।জীবনটা আপনার কাছে ক্ষনিকের আনন্দময় হলেও বেশিরভাগ সময়ই তা কর্মময়। নিরাশ হবেন না,মানিয়ে নিন এমন জীবন।একটু পরই যে সফলতার স্বাদ আপনি পেতে চলেছেন তা আপনার সব ক্লান্তি মুছে দেবে এক নিমিষে।
৪/#প্রত্যেকেই_তবে_একজনই
স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরনে কাজ করে কতজন?নিজেকে তাই কোন দলে ফেলবেন?স্বপ্নবিলাসী নাকি সফল ব্যাক্তিত্ব?
৫/#আমার_জীবন_আমারই
এটা আমার জীবন। আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাবো না?কী ভাবছেন?সিন্ধান্ত আপনার।আর উপায়?
উত্তর --পরিশ্রম।
৬/ #অনুশীলনে_পূর্ণতা
জেনে আর শিখে কেউ জন্মায় না।আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই।
৭/ #আমার_বিশ্বাস
মন থেকে বিশ্বাস করতে হবে---আপনি পারবেন। 'মনে হয় পারব' থেকে ও শক্তিশালী।
আমি বিশ্বাস করি আমি পারবো।
৮/ #আমি_পারি
আমি পারব।না পারার কোনো কারন দেখি না।সত্যি না পারার কোনো কারন দেখাতে পারবেন না।
৯/ #আমি_করব
করব,করেছিলাম,দেখা যাক----অবান্তর এমন সব অতীত ভবিষ্যৎ দ্রষ্টামার্কা কথাবার্তা ত্যাগ করুন।সরাসরি স্পষ্ট ভাষায় বলুন---- আমি করছি। সফল হবো কিনা সেটা পরের কথা।
১০/#শেষ_দেখবই
আশেপাশের সবাই সফল হয়ে গেছেন?আচ্ছা, আপনি ও হবেন। কারন সফল না হওয়া পর্যন্ত আপনি তো থামবেন না।
সংগৃহীত
শুভকামনা সবার জন্য।✌🖤
ইস…! “যদি অমন সুন্দর হতাম আমি” “আরও একটু যদি লম্বা হতাম” , “অমন সুন্দর দেহ যদি আমার থাকতো” “আমারও যদি অমন একটা কিছু থাকতো” হায়…! আপনার এমন সব আকাঙ্ক্ষার নামই মনস্তাত্ত্বিক হতাশা। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনটাই কেটে যায় এমন সব হতাশামুলক আচরণ আর চিন্তাধারায়।
মানুষের শ্রেষ্ঠ হবার আকাঙ্ক্ষাটা চিরন্তন। বরাবরই মানুষ চেয়েছে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যেতে। অথচ মানুষ জানেই না, অন্যকে পিছনে ফেলে নিজেকে এগিয়ে যাবার বাসনা বস্তুত নিজেকেই ছোট করে। সম্প... more#সফল_হতে_অন্যের_মত_নয়, #নিজের_মত_হোন!
ইস…! “যদি অমন সুন্দর হতাম আমি” “আরও একটু যদি লম্বা হতাম” , “অমন সুন্দর দেহ যদি আমার থাকতো” “আমারও যদি অমন একটা কিছু থাকতো” হায়…! আপনার এমন সব আকাঙ্ক্ষার নামই মনস্তাত্ত্বিক হতাশা। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনটাই কেটে যায় এমন সব হতাশামুলক আচরণ আর চিন্তাধারায়।
মানুষের শ্রেষ্ঠ হবার আকাঙ্ক্ষাটা চিরন্তন। বরাবরই মানুষ চেয়েছে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যেতে। অথচ মানুষ জানেই না, অন্যকে পিছনে ফেলে নিজেকে এগিয়ে যাবার বাসনা বস্তুত নিজেকেই ছোট করে। সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন,আরেকজনকে হারিয়ে আপনি কোনওদিন সফল হতে পারবেন না। বরং আপনি আপনার মতো থেকে আপনার জায়গাতেই কেমন করে উন্নতি করবেন, সে চেষ্টাই যদি করেন দেখবেন আপনার সাফল্য দিন দিন বেড়েই চলেছে।সফল ব্যক্তিদের কাহিনী পড়েন, দেখবেন তারা কেউই অন্যকে হারাতে চাননি, বরং তারা নিজেদের জায়গায় থেকে জিততে চেয়েছেন। হতে পারে আপনি সুদর্শন নয়, কিন্তু তাতে কি? আপনি তো আপনার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যামণ্ডিত। আপনার ভেতরেই এমন সব গুণ রয়েছে যা অন্য যে কোনো মানুষের ভেতরে নেই। লম্বায় একটু খাটো হয়েছেন বলে যে হতাশার সীমা থাকবে না এমনটি নয়। আপনার শারীরিক দৈর্ঘ্য আপনাকে সফল করবে না, বরং আপনার মস্তিষ্কের প্রখরতার দৈর্ঘ্য আপনাকে সাফল্যমণ্ডিত করে তুলবে।এখানে আবার মনে রাখা প্রয়োজন, মস্তিষ্ক আর মেধা দুটো আলাদা জিনিস। মস্তিষ্ক আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ করার পথ দেখাবে আর মেধা আপনার কাজের ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে। সফল ব্যক্তিদের অনেকেই খুব কম মেধাসম্পন্ন ছিলেন, বরং তারা ছিলেন উর্বর মস্তিষ্কের পরিশ্রমী ব্যক্তি, যার কারণে সঠিক সময়ে সঠিক কাজটি করে তারা আজ সফল।
আপনার যা কিছু নেই তা নিয়ে আপনি হতাশায় ভুগবেন না বরং যা আছে তাই নিয়েই উন্নতি করার চেষ্টা করুন। মনে রাখবেন-একই সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা। তিনি নিজেই আমাদেরকে এক এক রকমের অনুদান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টিকর্তা আপনার পাশের মানুষটিকে সুন্দর স্বাস্থ্যের অধিকারী করেছেন, তিনি পারলে আপনাকেও সমপরিমাণ স্বাস্থ্য বা ঐশ্বর্যের মালিক করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ সৃষ্টিকর্তা ভালো করেই জানেন কার কিসে মঙ্গল। কেননা মঙ্গলটা তো তারই সৃষ্টি। কারও হয়তো অঢেল সম্পত্তি আছে, মনে হতে পারে অমন সম্পদ আপনার থাকলে আপনিও কিছু করে দেখাতে পারতেন। কিন্তু সত্যিই যদি ব্যাপারটা তাই হতো, তাহলে যিনি সম্পত্তির মালিক তিনি নিজেও অনেক আগেই সফল ব্যাক্তিত্ব হতে পারতেন। একটু খেয়াল করে দেখুন, অঢেল সম্পদ থাকলেও সেই মানুষটি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারেননি। ঠিক এমনি ভাবেই একই কথা সকল ক্ষেত্রে প্রযোজ্য।
সুতরাং নিজের মনের এমন দুশ্চিন্তা দূর করে ফেলুন। অহেতুক হতাশা আপনাকে শুধু অন্যের ব্যাপারে ভাবিয়ে নিজের ব্যাপারে উদাসীন করে দিবে। এর থেকে বরং নিজের ব্যাপারে ভেবে, নিজের সম্পদ আর সম্বলটুকু নিয়ে সে অনুপাতে কাজ করে যান। মনে রাখবেন, অন্যের যা কিছু আছে তা নিয়ে ভেবে শুধু শুধু নিজে কষ্ট পাবেন কিন্তু তাতে কোন দিনও ভাগ পাবেন না। তাই অন্যের ব্যাপারে পার্থক্য করে নিজে নিজে কষ্ট না পেয়ে আপনি আপনার জায়গায় থেকে সফল হবার চেষ্টা করুন। দেখবেন, যাদের সুযোগ ছিল ভালো কিছু করার, যাদেরকে দেখে আপনি আফসোস করেছেন, একদিন তারাই আপনার সফলতার ভারে নুয়ে পড়বে।
#করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (#এডিবি)। ৮ ডিসেম্বর মঙ্গলবার সংবাদমাধ্যমে পা...