International News

Information

  • Public (anyone can view and join)
  • We can share any international news here.But it's must be true

Recent Activities

  • Imtiaj Hosen
    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন।

    প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি।

    কার্বন নিঃসরণ কমাতে চীনের সাম্প্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস...  more
  • Imtiaj Hosen
    ভারতে কৃষকদের পক্ষে আন্দোলনে রাস্তায় ১১ বছরের বালিকা

    ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।

    আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

    বিবিসি’কে গুরসিমরাত বলে, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই...  more
  • Imtiaj Hosen
    দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিডের সঙ্গে বাড়ছে একে অপরকে দোষাদোষী

    থাইল্যান্ড বলছে, মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে দেশটিতে সংক্রমণ বাড়ছে। আর মিয়ানমার সরকার তাদের দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার দায় চাপাচ্ছে প্রতিবেশী বাংলাদেশের উপর।

    মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের দেড় হাজার মাইলের বেশি লম্বা সীমান্ত রয়েছে। সীমান্তের বেশিরভাগই ঘন জঙ্গল।

    কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে খুবই সফল দেশগুলোর একটি থাইল্যান্ড। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেখানে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটছে। অন্তত ১৯ জন...  more
  • Imtiaj Hosen
    মৃত্যুতে ব্রিটেনকে ছাড়াল ইতালি

    শনিবার ৬৪৯ জন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ইতালি মোট মৃত্যুর সংখ্যায় ব্রিটেনকে ছাড়ায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    এরপর রোববার দেশটিতে করোনাভাইরাসজনিত কারণে আরও ৪৮৪ জনের মৃত্যু হয়। এতে ইতালিতে মোট মৃত্যু ৬৪ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে।

    রোববার ব্রিটেনে ১৪৪ জন রোগীর মৃত্যু হয়। এদের নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ১৭০ জনে দাঁড়ায়।

    ফেব্রুয়ারিতে ইতালিতে প্রথম সংক্রমণ শুরু হয়েছিল। পশ্চিমা দেশগুলোর মধ্যে এখানেই প্রথম ভাইরাসজনিত জরুরি অবস্থা জারি হয়।

    শনিবার দেশটিতে ...  more
  • Imtiaj Hosen
    ইসরায়েলকে সহায়তার জন্য এবার পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অভিযোগ করেন, মুসলিম দেশগুলোতে ইসরায়েল আগ্রাসন চালালেও এ বিষয়ে নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। অন্যদিকে,...
  • Imtiaj Hosen
    সিরিয়ার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
    যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড...