জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন।
প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি।
কার্বন নিঃসরণ কমাতে চীনের সাম্প্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস... moreজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন।
প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি।
কার্বন নিঃসরণ কমাতে চীনের সাম্প্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস চুক্তি নিয়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে তাকে আরও গতি দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সম্মেলনে গুতেরেস এ আহ্বান জানান।
সম্মেলনে প্রায় ৭০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার অংশ নিয়েছে। তাড়াতাড়ি জীবাশ্ম জ্বালানির শেষ করার মতো নতুন কোনো ‘যুগান্তকারী’ নীতিমালার চেয়ে আগের প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ কিংবা ২০২১ সালের শেষদিকে গ্লাসগোতে হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনার আগে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তাদের অধিকাংশ।
“আমরা যে একটি ভয়াবহ জরুরি অবস্থার মধ্যে আছি, কেউ কি তা এখনো অস্বীকার করতে পারে? এ কারণেই আজ আমি বিশ্বের সব নেতাদের তাদের দেশে কার্বন নিরপেক্ষতা অর্জিত না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছি,” ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন গুতেরেস।
ভারতে কৃষকদের পক্ষে আন্দোলনে রাস্তায় ১১ বছরের বালিকা
ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।
আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
বিবিসি’কে গুরসিমরাত বলে, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই... moreভারতে কৃষকদের পক্ষে আন্দোলনে রাস্তায় ১১ বছরের বালিকা
ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।
আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
বিবিসি’কে গুরসিমরাত বলে, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই করতে এসেছি। মোদী সরকার যে কালো আইন বানিয়েছে, যে আইন পাস করেছে তা প্রত্যাহার করে নেওয়ার পরই কেবল আমরা আমাদের বাড়িতে ফিরে যাব।”
আন্দোলনে আসায় লেখা পড়ার ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে গুরসিমরাত বলেন, ‘‘দেখুন, লেখাপড়াতো করতেই হবে, লেখাপড়া করা জরুরি। কিন্তু এ সময় আন্দোলন করাটাও জরুরি।”
গুরসিমরাতের মা সুখবীর কর আন্দোলনের মধ্যেও মেয়ের লেখাপড়ার তদারকি করছেন। তিনি জানান, স্বামী এবং মেয়ে ছাড়াও তার স্বামীর আরও দুই ভাই আন্দোলনে অংশ নিচ্ছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিডের সঙ্গে বাড়ছে একে অপরকে দোষাদোষী
থাইল্যান্ড বলছে, মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে দেশটিতে সংক্রমণ বাড়ছে। আর মিয়ানমার সরকার তাদের দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার দায় চাপাচ্ছে প্রতিবেশী বাংলাদেশের উপর।
মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের দেড় হাজার মাইলের বেশি লম্বা সীমান্ত রয়েছে। সীমান্তের বেশিরভাগই ঘন জঙ্গল।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে খুবই সফল দেশগুলোর একটি থাইল্যান্ড। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেখানে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটছে। অন্তত ১৯ জন... moreদক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিডের সঙ্গে বাড়ছে একে অপরকে দোষাদোষী
থাইল্যান্ড বলছে, মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে দেশটিতে সংক্রমণ বাড়ছে। আর মিয়ানমার সরকার তাদের দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার দায় চাপাচ্ছে প্রতিবেশী বাংলাদেশের উপর।
মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের দেড় হাজার মাইলের বেশি লম্বা সীমান্ত রয়েছে। সীমান্তের বেশিরভাগই ঘন জঙ্গল।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে খুবই সফল দেশগুলোর একটি থাইল্যান্ড। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেখানে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটছে। অন্তত ১৯ জন মিয়ানমার থেকে অবৈধভাবে যাওয়া অভিবাসী শ্রমিকদের কাছ থেকে আক্রান্ত হয়েছেন।
থাইল্যান্ডের স্বাস্থ্যকর্মীরা এখন তাদের সংস্পর্শে আসা শত শত মানুষকে খুঁজে বের করার চেষ্টা করছে, যাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।
একইভাবে ভিয়েতনাম তাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জন্য চীনের দিকে আঙ্গুল তুলছে। চীন বলছে, তাদের দক্ষিণপশ্চিম অঞ্চলে ভাইরাস সংক্রমণ বাড়ার কারণ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মানুষের সঙ্গে ওই অঞ্চলের যোগাযোগ।
শনিবার ৬৪৯ জন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ইতালি মোট মৃত্যুর সংখ্যায় ব্রিটেনকে ছাড়ায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এরপর রোববার দেশটিতে করোনাভাইরাসজনিত কারণে আরও ৪৮৪ জনের মৃত্যু হয়। এতে ইতালিতে মোট মৃত্যু ৬৪ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে।
রোববার ব্রিটেনে ১৪৪ জন রোগীর মৃত্যু হয়। এদের নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ১৭০ জনে দাঁড়ায়।
ফেব্রুয়ারিতে ইতালিতে প্রথম সংক্রমণ শুরু হয়েছিল। পশ্চিমা দেশগুলোর মধ্যে এখানেই প্রথম ভাইরাসজনিত জরুরি অবস্থা জারি হয়।
শনিবার দেশটিতে ১৯ হাজার ৯০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, রোববার সেই সংখ্যা কিছুটা কমে ১৭ হাজার ৯৩৮ জনে দাঁড়ায়। রোববার শেষ খবর পর্যন্ত হাসপাতালে ২৭ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী ভর্তি ছিলেন।
কঠোর লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের পর ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। বিধিনিষেধ শিথিল করার পর নভেম্বরের প্রথম অর্ধ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। এরপর থেকে প্রতিদিন আক্রান্ত প্রায় এক হাজার লোক হাসপাতালে ভর্তি হতে শুরু করে।
ইসরায়েলকে সহায়তার জন্য এবার পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অভিযোগ করেন, মুসলিম দেশগুলোতে ইসরায়েল আগ্রাসন চালালেও এ বিষয়ে নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। অন্যদিকে,...