জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন।
প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি।
কার্বন নিঃসরণ কমাতে চীনের সাম্প্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস... moreজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের প্রত্যেকটি দেশকে ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করার আহ্বান জানিয়েছেন।
প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্স এ সম্মেলনটির আয়োজন করে, জানিয়েছে বিবিসি।
কার্বন নিঃসরণ কমাতে চীনের সাম্প্রতিক প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনকে ফের চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন এ সম্ভাবনায় প্যারিস চুক্তি নিয়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে তাকে আরও গতি দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সম্মেলনে গুতেরেস এ আহ্বান জানান।
সম্মেলনে প্রায় ৭০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার অংশ নিয়েছে। তাড়াতাড়ি জীবাশ্ম জ্বালানির শেষ করার মতো নতুন কোনো ‘যুগান্তকারী’ নীতিমালার চেয়ে আগের প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ কিংবা ২০২১ সালের শেষদিকে গ্লাসগোতে হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনার আগে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তাদের অধিকাংশ।
“আমরা যে একটি ভয়াবহ জরুরি অবস্থার মধ্যে আছি, কেউ কি তা এখনো অস্বীকার করতে পারে? এ কারণেই আজ আমি বিশ্বের সব নেতাদের তাদের দেশে কার্বন নিরপেক্ষতা অর্জিত না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছি,” ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন গুতেরেস।