ভারতে কৃষকদের পক্ষে আন্দোলনে রাস্তায় ১১ বছরের বালিকা
ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।
আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
বিবিসি’কে গুরসিমরাত বলে, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই... moreভারতে কৃষকদের পক্ষে আন্দোলনে রাস্তায় ১১ বছরের বালিকা
ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।
আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
বিবিসি’কে গুরসিমরাত বলে, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই করতে এসেছি। মোদী সরকার যে কালো আইন বানিয়েছে, যে আইন পাস করেছে তা প্রত্যাহার করে নেওয়ার পরই কেবল আমরা আমাদের বাড়িতে ফিরে যাব।”
আন্দোলনে আসায় লেখা পড়ার ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে গুরসিমরাত বলেন, ‘‘দেখুন, লেখাপড়াতো করতেই হবে, লেখাপড়া করা জরুরি। কিন্তু এ সময় আন্দোলন করাটাও জরুরি।”
গুরসিমরাতের মা সুখবীর কর আন্দোলনের মধ্যেও মেয়ের লেখাপড়ার তদারকি করছেন। তিনি জানান, স্বামী এবং মেয়ে ছাড়াও তার স্বামীর আরও দুই ভাই আন্দোলনে অংশ নিচ্ছেন।