ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’ এর আজকের খেলাটি বিকেল ৪:০০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ঢাকা ও উত্তর বারিধারা এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আবাহনী লিমিটেড ঢাকা উত্তর বারিধারা কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। আবাহনী লিমিটেড ঢাকার হয়ে একমাত্র গোলটি করেছেন ফ্রান্সিসকো।
Results of today's Walton Federation Cup 2020 match:
Today's match of Walton Federation Cup 2020 was held at 4:00 pm at Bangabandhu National Stadium between A... moreওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’ এর আজকের খেলার ফলাফলঃ
ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’ এর আজকের খেলাটি বিকেল ৪:০০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ঢাকা ও উত্তর বারিধারা এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আবাহনী লিমিটেড ঢাকা উত্তর বারিধারা কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। আবাহনী লিমিটেড ঢাকার হয়ে একমাত্র গোলটি করেছেন ফ্রান্সিসকো।
Results of today's Walton Federation Cup 2020 match:
Today's match of Walton Federation Cup 2020 was held at 4:00 pm at Bangabandhu National Stadium between Abahani Limited Dhaka and Uttar Baridhara. Abahani Limited Dhaka defeated Uttar Baridhara by 1-0 goal in the match. Francisco scored the only goal for Abahani Limited Dhaka.
Announcement, Learn & Earn Program, Basic to Advance, Last Date of Joining 15-Jan-21,
Total Cost : 510/tk (Bikash -01715702009)// class will be start 25-jan-2021. Total student 40 person // 24 only left. Class will be via zoom.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব যথাক্রমে: বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড চট্টগ্রাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে “ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০“ -এর খেলা আগামী ২২ ... moreবাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব যথাক্রমে: বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড চট্টগ্রাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে “ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০“ -এর খেলা আগামী ২২ ডিসেম্বর হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে উক্ত প্রতিযোগিতার লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান আজ ১৩ ডিসেম্বর, রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় মতঝিলিস্থ বাফুফে ভবনরে ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত “লোগো উন্মোচন ও ড্র” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সনিয়ির সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী, এম পি। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে সদস্যবৃন্দ- জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব বিজন বড়ুয়া, জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, জনাব টিপু সুলতান, জনাব মহিদুর রহমান মিরাজ, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ। অন্যদিকে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংক লিঃ এর জুনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ইউনুস চৌধুরী এবং ১৩টি ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
“ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০” এর খেলা উপলক্ষ্যে গ্রুপভিত্তিক দলগুলো হলঃ
গ্রুপ এঃ শেখ রাসেল কে সি লিঃ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ , বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
গ্রুপ বিঃ সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, উত্তর বারিধারা ক্লাব
গ্রুপ সিঃ বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস
গ্রুপ ডিঃ আবাহনী লিমিটেড ঢাকা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
The top 13 clubs in the country under the management of Bangladesh Football Federation are: Bashundhara Kings, Abahani Limited, Sheikh Russell Sports Club Limited, Saif Sporting Club Ltd., Arambagh Sports Association, Lt. Sheikh Jamal Dhanmondi Club Limited, Bangladesh Muktijoddha Sangsad Chittagong, Bangladesh Muktijoddha Sangsad, Mohammedan Sporting Club Limited, Rahmatganj MFS, Brothers Union Limited, Bangladesh Police Football Club and North Baridhara Club Football Team going to play “Walton Federation Cup 2020” on 22nd December 2020 at Bangabandhu National Stadium.
On this occasion, the 'Logo Unveiling and Draw' program of the competition was held on today, Sunday 13 December at 12:00 noon in the conference room on the 3rd floor of the BFF building in Motijheel.
Mr. Abdus Salam Murshedy (MP) Senior Vice President, BFF and Chairman, Professional League Management Committee, was present on the occasion. Also were present BFF members Mr. Zakir Hossain Chowdhury, Mr. Bijan Barua, Mr. Md. Nurul Islam Nuru, Mr. Tipu Sultan and Mr. Mahidur Rahman Miraj. Mr. Abdur Rahim, Deputy Chairman, Professional League Management Committee, Mr. Syed Reazul Karim, Member, Professional League Management Committee, Mr. Md. Abu Naim Sohag, General Secretary, BFF. Mr. FM Iqbal Bin Anwar (Dawn), Executive Director, Walton Group, Mr. Md. Yunus Chowdhury, Junior Assistant Vice President, Premier Bank Ltd. and representatives of 13 clubs.
The group based teams for the Walton Federation Cup 2020 are:
Group A: Sheikh Russell Krira Chakra Ltd., Lt. Sheikh Jamal Dhanmondi Club Ltd., Bangladesh Police Football Club
Group B: Saif Sporting Club Ltd., Arambagh Sports Association, Brothers Union Ltd., North Baridhara
Club Group C: Bashundhara Kings, Chittagong Abahani Limited, Rahmatganj MFS
Group D: Abahani Limited Dhaka, Bangladesh Muktijoddha Sangsad Krira Chakra, Mohammedan Sporting Club Limited.
‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ কাতার (কোয়ালিফায়ার্স রাউন্ড-২)’-এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এ্যাওয়ে ম্যাচের খেলা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৬ ডিসেম্বর রাত ২:০০ ঘটিকায় QR-638 ফ্লাইটে ঢাকায় এসেছেন। দলের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন।
After finishing the away match in ‘FIFA World Cup 2022 Qatar (Qualifiers Round-2), Bangladesh national football team arrived safe and sound in Dhaka by QR-638 flight on 6 December at 2:00 am. Everyone on the team is doing well.
গত ৪ ডিসেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ সময় রাত দশটায় আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২০ বাছাইপর্বের এএফসি গ্রুপ ই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কাতার ৫ টি গোল করে বিজয়ী হয়েছে । বাংলাদেশ এই ম্যাচে কোন গোল করেনি। কাতার ম্যাচটি জিতে কাতার "এএফসি এশিয়ান কাপ চীন ২০২৩" ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।
বাংলাদেশের পক্ষে আনিসুর রহমান জিকো বেশ কয়েকটি গোল হওয়া থেকে বাঁচিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে খেললেও কাতারের ফুটবল দল বেশ শক... moreগত ৪ ডিসেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ সময় রাত দশটায় আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২০ বাছাইপর্বের এএফসি গ্রুপ ই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কাতার ৫ টি গোল করে বিজয়ী হয়েছে । বাংলাদেশ এই ম্যাচে কোন গোল করেনি। কাতার ম্যাচটি জিতে কাতার "এএফসি এশিয়ান কাপ চীন ২০২৩" ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।
বাংলাদেশের পক্ষে আনিসুর রহমান জিকো বেশ কয়েকটি গোল হওয়া থেকে বাঁচিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে খেললেও কাতারের ফুটবল দল বেশ শক্তিশালী ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা সময় কাতারকে ডিফেন্ডে রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ৭২ মিনিটে পেনাল্টির কারণে কাতার আরেক দফা এগিয়ে যায় । জিকো ম্যাচের প্রথমে চোট পেয়েছিলেন উরুতে, সে কারণে দ্বিতীয়ার্ধে অনেক গোল রক্ষা করতে পারেননি। তবে এই দ্বিতীয়ার্ধে ইনজুরি নিয়েই ৩-৪টি গোল সেভ করেছেন তিনি।
কাতারের আব্দুল আজিজ হাতেম ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন এবং প্রথমার্ধের ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আকরাম আফিফ। ম্যাচের স্কোর প্রথমার্ধের শেষের দিকে কাতারের পক্ষে ২-০ ব্যবধানে ছিল।
দ্বিতীয়ার্ধে, আলমোয়েজ আলী দুটি গোল করেছিলেন – ৭২ মিনিটে একটি ছিল পেনাল্টি শট এবং অন্যটি ৭৮ মিনিটে ছিল। ম্যাচের সর্বশেষ গোলটি ম্যাচটির ৯০+২ মিনিটে করেন আকরাম আফিফ।
কাতারের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রধান কোচ জেমি ডে ম্যাচের পরে প্রেসকে জানান “তারা এশিয়ান চ্যাম্পিয়ন, তাদের প্রস্তুত করার জন্য ৪ মাস সময় পেয়েছিল কিন্তু আমরা কয়েক সপ্তাহ পেয়েছিলাম এই ম্যাচের প্রস্তুতির জন্য। আমি দলে জন্য সত্যিই গর্বিত, তারা ম্যাচে সেরা পারফরমেন্স দিয়েছে। ”
পরবর্তীতে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান-এর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করবে। এ নিয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
Qatar scored 5 goals against Bangladesh to win the World Cup 2020 qualifying AFC Group E match at Abdullah bin Khalifa stadium which kicked off at 10 pm (Bangladesh standard time). Bangladesh was unable to score a goal. Qatar wins the match and assures a place in the AFC Asian Cup China 2023 Finals.
Anisur Rahman Zico saved quite a good number of goals for Bangladesh. The Bangladesh National Team performed hard and played defense but Qatar Football Team was quite overpowering. Bangladesh defended Qatar for some time in the second half of the match. But in the end, in the 62nd minute, Qatar gets advantage due to a penalty. Zico suffered a thigh injury early in the match, which prevented him from saving many goals in the second half. However, he has saved 3-4 goals with injury in the second half.
From Qatar, Abdulaziz Hatem scored the first goal of the match in the 9th minute of the game and Akram Afif who scored the second goal in the 33rd minute of the first half. The score for the match was 2-0 at the end of the first half in favor of Qatar.
In the second half, Almoez Ali scored two goals - one in the 72nd minute which was a penalty shot and another one in the 78th minute. The last and final goal of the match was scored by Akram Afif in the 90+2 minute of the match.
Head Coach Jamie Day spoke to the press regarding the match, He said that “They are Asian champions, they had 4 months to prepare themselves but we had few weeks of preparation. I am really proud of the aboys; they gave their best in the match.”
Bangladesh will be facing India and Afghanistan for more friendly matches. Details will be given later.
চট্টগ্রাম বিভাগী জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও এস আলম গ্রুপের পৃষ্টপোষকতায় ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২০’অদ্য ৪ ডিসেম্বর ২০২০ তারিখ চট্টগ্রাম বিভাগের গ্রুপ পর্যায়ের খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ফুটবল দল বনাম ফেনী জেলা ফুটবল দলের খেলা বিকাল ৫ঃ৩০ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবলু হাসান চৌধুরী (নওফে... moreচট্টগ্রাম বিভাগী জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও এস আলম গ্রুপের পৃষ্টপোষকতায় ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২০’অদ্য ৪ ডিসেম্বর ২০২০ তারিখ চট্টগ্রাম বিভাগের গ্রুপ পর্যায়ের খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ফুটবল দল বনাম ফেনী জেলা ফুটবল দলের খেলা বিকাল ৫ঃ৩০ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবলু হাসান চৌধুরী (নওফেল), এমপি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফেষ্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব শামসুল হক, এমপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।
‘মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০’-এর আজকের খেলার ফলাফলঃ
আজকের ম্যাচে ফেনী জেলা ০(৪)-০(৩) গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে। টাইব্রেকারে ফেনী জেলা ৪-৩ গোলের ব্যাবধানে বিজয়ী হয়।
Organized by Chittagong Divisional District Football Association and sponsored by S Alam Group, ‘Mujib Centenary Bangabandhu Football Football Tournament 2020’ for Chittagong Division level Group Play was held on 4th December 2020 at MA Aziz Stadium, Chittagong. The inaugural match of the competition was played between Chittagong District Football Team and Feni District Football Team at 5.30 pm at MA Aziz Stadium. Honorable Deputy Minister of the Ministry of Education Mr. Mohibul Hasan Chowdhury (Nawfel), MP graced the occasion as chief guest and inaugurated the event by flying festoons and balloons.
Also present at the inaugural function were Mr. Shamsul Haque, MP and General Secretary of Bangladesh Football Federation Mr. Md. Abu Nayeem Sohag.
Results of today's game of 'MujibBorsho Bangabandhu Football Tournament 2020':
In today's match, Feni district defeated Chittagong district by 0(4)-0(3) goals. Feni became victorious by 4-3 goals in tiebreaker.
আজ ২ ডিসেম্বর ২০২০ তারিখে ওয়াল্টন-এর সৌজন্যে আয়োজিত জে এফ এ অনূর্ধ্ব -১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচটি রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম-এ, নারায়ণগঞ্জ জেলা বনাম মাগুরা জেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মাগুরা জেলা নারায়ণগঞ্জ জেলাকে ৯-০ গোল এর এক বিশাল ব্যবধানে পরাজিত করে।মাগুরা জেলার হয়ে অর্পিতা ৩ টি ,সুমাইয়া আখতার ২ টি, কনা কর্মকার, বৃষ্টি আখতার,মুন্নি এবং নবিরন যথাক্রমে ১ টি করে গোল করেন।
দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলাক... moreআজ ২ ডিসেম্বর ২০২০ তারিখে ওয়াল্টন-এর সৌজন্যে আয়োজিত জে এফ এ অনূর্ধ্ব -১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচটি রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম-এ, নারায়ণগঞ্জ জেলা বনাম মাগুরা জেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মাগুরা জেলা নারায়ণগঞ্জ জেলাকে ৯-০ গোল এর এক বিশাল ব্যবধানে পরাজিত করে।মাগুরা জেলার হয়ে অর্পিতা ৩ টি ,সুমাইয়া আখতার ২ টি, কনা কর্মকার, বৃষ্টি আখতার,মুন্নি এবং নবিরন যথাক্রমে ১ টি করে গোল করেন।
দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলাকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করেন।ম্যাচ এ রাজশাহী জেলার হয়ে সংক্রান্তি বালা ৫টি এবং ফাল্গুনী ফাল্কু ১ টি গোল করেন।সাতক্ষীরা জেলার হয়ে একমাত্র গোলটি করেন সুমাইয়া।
Two matches of Walton-sponsored JFA Under-14 National Women's Football Championship 2020 were held today, December 2, 2020. The first match was played at the Muktijoddha Smriti Stadium in Rajshahi, between Narayanganj District vs Magura District. In this match, Magura district defeated Narayanganj district by a huge margin of 9-0. Arpita scored 3 goals, Sumaiya Akhtar scored 2 goals, Kona Karmakar, Brishti Akhtar, Munni and Naviran scored 1 goal each for Magura district.
In the second match, Rajshahi district defeated Satkhira district 6-1. In this match, Sankranti Bala scored 5 goals and Falguni Falku scored 1 goal for Rajshahi district. Sumaiya scored the only goal for Satkhira district
২৮ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লুসাইল স্পোর্টস ক্লাবের সাথে একটি অনুশীলন ম্যাচ-এ অংশ নেয়। এই খেলায় লুসাইল স্পোর্টস ক্লাব, বাংলাদেশ ফুটবল দলকে ১ - ০ গোলে পরাজিত করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিসে বলেন "ভালো অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তবে আরেকটু কৌশলি ছিল তারা। আমাদের জন্য দারুণ অনুশীলন ম্যাচ। তবে আমরা কিছুটা হতাশ যে গোল করতে পারিনি। ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।"
দ্বিতীয় প্রস্তুতি ম্য... more২৮ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লুসাইল স্পোর্টস ক্লাবের সাথে একটি অনুশীলন ম্যাচ-এ অংশ নেয়। এই খেলায় লুসাইল স্পোর্টস ক্লাব, বাংলাদেশ ফুটবল দলকে ১ - ০ গোলে পরাজিত করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিসে বলেন "ভালো অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তবে আরেকটু কৌশলি ছিল তারা। আমাদের জন্য দারুণ অনুশীলন ম্যাচ। তবে আমরা কিছুটা হতাশ যে গোল করতে পারিনি। ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।"
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে খেলেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন ছিল দুইটি। গোলরক্ষক হিসেবে শুরু করেছিলেন আনিসুর রহমান আর সোহেল রানার জায়গায় মিডফিল্ডে নেমেছেন বিপলু আহমেদ।
On November 28, 2020, Bangladesh national football team took part in a practice match against Lusail Sports Club. In this match, Lusail Sports Club defeated Bangladesh football team by 1-0 goals. Assistant coach of the Bangladesh national football team Stuart Watkiss said: "It was a good practice. Physically they were not like the opponents in the previous match. But they were a little more tactical. Great practice match for us. But we were not disappointed. I'm happy. "
Bangladesh also played in the second warm-up match in 4-2-3-1 formation. There were two changes from the 11 of the previous matches. Anisur Rahman and Sohel Rana were replaced by Biplu Ahmed in the midfield.