বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব যথাক্রমে: বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড চট্টগ্রাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে “ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০“ -এর খেলা আগামী ২২ ... moreবাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব যথাক্রমে: বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড চট্টগ্রাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে “ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০“ -এর খেলা আগামী ২২ ডিসেম্বর হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে উক্ত প্রতিযোগিতার লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান আজ ১৩ ডিসেম্বর, রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় মতঝিলিস্থ বাফুফে ভবনরে ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত “লোগো উন্মোচন ও ড্র” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সনিয়ির সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী, এম পি। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে সদস্যবৃন্দ- জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব বিজন বড়ুয়া, জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, জনাব টিপু সুলতান, জনাব মহিদুর রহমান মিরাজ, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ। অন্যদিকে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংক লিঃ এর জুনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ইউনুস চৌধুরী এবং ১৩টি ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
“ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০” এর খেলা উপলক্ষ্যে গ্রুপভিত্তিক দলগুলো হলঃ
গ্রুপ এঃ শেখ রাসেল কে সি লিঃ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ , বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
গ্রুপ বিঃ সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, উত্তর বারিধারা ক্লাব
গ্রুপ সিঃ বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস
গ্রুপ ডিঃ আবাহনী লিমিটেড ঢাকা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
The top 13 clubs in the country under the management of Bangladesh Football Federation are: Bashundhara Kings, Abahani Limited, Sheikh Russell Sports Club Limited, Saif Sporting Club Ltd., Arambagh Sports Association, Lt. Sheikh Jamal Dhanmondi Club Limited, Bangladesh Muktijoddha Sangsad Chittagong, Bangladesh Muktijoddha Sangsad, Mohammedan Sporting Club Limited, Rahmatganj MFS, Brothers Union Limited, Bangladesh Police Football Club and North Baridhara Club Football Team going to play “Walton Federation Cup 2020” on 22nd December 2020 at Bangabandhu National Stadium.
On this occasion, the 'Logo Unveiling and Draw' program of the competition was held on today, Sunday 13 December at 12:00 noon in the conference room on the 3rd floor of the BFF building in Motijheel.
Mr. Abdus Salam Murshedy (MP) Senior Vice President, BFF and Chairman, Professional League Management Committee, was present on the occasion. Also were present BFF members Mr. Zakir Hossain Chowdhury, Mr. Bijan Barua, Mr. Md. Nurul Islam Nuru, Mr. Tipu Sultan and Mr. Mahidur Rahman Miraj. Mr. Abdur Rahim, Deputy Chairman, Professional League Management Committee, Mr. Syed Reazul Karim, Member, Professional League Management Committee, Mr. Md. Abu Naim Sohag, General Secretary, BFF. Mr. FM Iqbal Bin Anwar (Dawn), Executive Director, Walton Group, Mr. Md. Yunus Chowdhury, Junior Assistant Vice President, Premier Bank Ltd. and representatives of 13 clubs.
The group based teams for the Walton Federation Cup 2020 are:
Group A: Sheikh Russell Krira Chakra Ltd., Lt. Sheikh Jamal Dhanmondi Club Ltd., Bangladesh Police Football Club
Group B: Saif Sporting Club Ltd., Arambagh Sports Association, Brothers Union Ltd., North Baridhara
Club Group C: Bashundhara Kings, Chittagong Abahani Limited, Rahmatganj MFS
Group D: Abahani Limited Dhaka, Bangladesh Muktijoddha Sangsad Krira Chakra, Mohammedan Sporting Club Limited.