আজ ২ ডিসেম্বর ২০২০ তারিখে ওয়াল্টন-এর সৌজন্যে আয়োজিত জে এফ এ অনূর্ধ্ব -১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচটি রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম-এ, নারায়ণগঞ্জ জেলা বনাম মাগুরা জেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মাগুরা জেলা নারায়ণগঞ্জ জেলাকে ৯-০ গোল এর এক বিশাল ব্যবধানে পরাজিত করে।মাগুরা জেলার হয়ে অর্পিতা ৩ টি ,সুমাইয়া আখতার ২ টি, কনা কর্মকার, বৃষ্টি আখতার,মুন্নি এবং নবিরন যথাক্রমে ১ টি করে গোল করেন।
দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলাক... moreআজ ২ ডিসেম্বর ২০২০ তারিখে ওয়াল্টন-এর সৌজন্যে আয়োজিত জে এফ এ অনূর্ধ্ব -১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচটি রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম-এ, নারায়ণগঞ্জ জেলা বনাম মাগুরা জেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মাগুরা জেলা নারায়ণগঞ্জ জেলাকে ৯-০ গোল এর এক বিশাল ব্যবধানে পরাজিত করে।মাগুরা জেলার হয়ে অর্পিতা ৩ টি ,সুমাইয়া আখতার ২ টি, কনা কর্মকার, বৃষ্টি আখতার,মুন্নি এবং নবিরন যথাক্রমে ১ টি করে গোল করেন।
দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলাকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করেন।ম্যাচ এ রাজশাহী জেলার হয়ে সংক্রান্তি বালা ৫টি এবং ফাল্গুনী ফাল্কু ১ টি গোল করেন।সাতক্ষীরা জেলার হয়ে একমাত্র গোলটি করেন সুমাইয়া।
Two matches of Walton-sponsored JFA Under-14 National Women's Football Championship 2020 were held today, December 2, 2020. The first match was played at the Muktijoddha Smriti Stadium in Rajshahi, between Narayanganj District vs Magura District. In this match, Magura district defeated Narayanganj district by a huge margin of 9-0. Arpita scored 3 goals, Sumaiya Akhtar scored 2 goals, Kona Karmakar, Brishti Akhtar, Munni and Naviran scored 1 goal each for Magura district.
In the second match, Rajshahi district defeated Satkhira district 6-1. In this match, Sankranti Bala scored 5 goals and Falguni Falku scored 1 goal for Rajshahi district. Sumaiya scored the only goal for Satkhira district