Bipra Dey

Employability fest 2020 Organised by inspiring Bangladesh

#Employabilityfest

#inspiringBangladesh

#inspiringmillion

 

শিক্ষার্থীরা যাতে নিজের ভবিষ্যকে নিজেই গড়তে পারে এবং নিজের নীতি ,নৈতিকতা এবং আদর্শ কে ঠিক রেখে চাকুরি এবং উদ্যোগতা হওয়ায় জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সেই লক্ষ্যেই  গত ১৫,১৬,১৭ নভেম্বর  ২০২০ ইং এই তিন দিনে মোট  ১১ সেশন এর মাধ্যমে Employability fest অনুষ্ঠিত হয়েছিল । উক্ত সেশন গুলো  inspiring Bangladesh এর Founder এবং CEO ইমরান ফাহাদ উপস্থাপনা করেন । 

Employability fest এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশের এবং দেশের অনেক গুনী মানুষরা । বাংলাদেশের যুব সমাজ কে  সঠিক পথ দেখানোর মাধ্যমে  তাদেরকে চাকুরি এবং উদ্যোগতা হওয়ায় জন্য Speakers রা অনেক দরকারি তথ্য  দিয়েছেন ।

Employability fest এর কিছু মূল্যবান তথ্য আপনাদের কাছে তুলে ধরছি ।

১। একজন Graduate  কে অবশ্যই Honest  এবং ভালো মানুষ হতে হবে
২ ।  একজন Graduate  কে  অবশ্যই Leadership সম্পর্কে জানতে হবে এবং সমাজের  বিভিন্ন কো - কারিকুলাম এ  Volunteer হিসেবে কাজ করতে হবে ।
৩। একজন Graduate কে  সঠিক  Attitude এবং Etiquette সম্পর্কে জানতে হবে ।
৪। একজন Graduate কে soft skills, Communication skills,  Basic technology এবং Problem solving ability এই সকল বিষয় সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে ।
৫। একজন Graduate কে সবসময় innovative work এর সাথে সংযুক্ত রাখতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে ।
৬। একজন Graduate কে Theoretical  knowledge এর পাশাপাশি Practical knowledge এর দিকে বেশি গুরুত্ব দিতে হবে ।
৭। একজন Graduate কে সবসময় নিজের মধ্যে Positive mentality গড়ে তুলতে হবে এবং সরকারী চাকুরি, বেসরকারি চাকুরি , উদ্যোগতা, Freelancering এই সকল সেক্টরে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে ।
৮ । একজন Graduate কে  যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া জানতে হবে  ।

৯। Emploabillity fest এ Augmedix,  BDAPPS, kormo এবং  Durbar  এর ভবিষ্য পরিকল্পনা সম্পর্কে আমরা সকলে জানতে পেরেছি ।

ধন্যবাদ জানাই inspiring Bangladesh কে Employability fest এর মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য জানানোর সুযোগ করে দেওয়ার জন্য।



 

Posted in Personal Blogs on November 18 2020 at 03:17 PM

Comments (0)

No login
color_lens
gif