বইয়ের নাম -বঙ্গবন্ধুর মন্ত্রীসভায়,লেখক- মফিজ চৌধুরী, Inspiring Bangladesh Summit 2020

#বুকরিভিউ
 
Name : kazi Israt noor Pinki
Email  :Kaziputul.bd@gmail.com
 
? বইয়ের নাম : বঙ্গবন্ধুর মন্ত্রীসভায়
?লেখক নাম : মফিজ চৌধুরী
?প্রকাশনী : ইউপিএল
?পৃষ্ঠা : ১২৭
 
জাতিসংঘে যাত্রা শুরু হলো আমাদের। প্রথম দফায় দিল্লী যাওয়া অপরিহার্য হয়ে উঠল, কারণ আমেরিকার ভিসা নিতে হবে দিল্লির মার্কিন দুতাবাস থেকে, দিল্লি গিয়ে আমরা লোদী হোটেলে উঠলাম। পরদিন সকালে সবাই মিলে আমেরিকার দূতাবাসে গেলাম ভিসার জন্য।
কলকাতা থাকতেই খবর পেলাম যে বাংলাদেশের প্রতিনিধিদলকে ভিসা দেওয়া হবে না।কিন্তু অভিজ্ঞ কূটনীতিবিদ খুররম খান পন্নীর যুক্তির কাছে পরাস্ত হয়ে সবাইকে ভিসা দিয়েছিল। যুক্তিটি ছিলো জাতিসংঘের প্রগ্রামে যোগদান করতে যাবে তাই ভিসা দরকার নাহলে আমেরিকার ভিসা নেওয়ার প্রশ্নই আসত না।
 
নিউইয়র্কে আমরা প্রথমে পিকউইক আর্মস হোটেলে উঠলাম সবচেয়ে সস্তা এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে নিকটে অবস্থিত বলেই,যারাই আমাদের তদারক তদ্বির করেছিলেন তারা এই হোটেল বেচে নেন।
পাকিস্তান পক্ষে ত্যাগ কারী বাঙালিরা আমাদের রিসিভ করেছিলেন, তারমধ্যে ছিলেন আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর খান এবং ফারুকল ইসলাম প্রমুখ।
 
বইটি প্রায় সমান দুইভাগে ভাগ করা, বঙ্গবন্ধুর ডাকে এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়।বইটির সূচনা হয়েছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ভোটারদের সানন্দ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির বর্ননা।
যুক্তরাষ্ট্র থেকে রসায়নে পিএইচডি ডিগ্রী নিয়ে কিছু বছর যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন, পরে আমলা হিসাবে পাকিস্তানে চাকরি করেন এবং বিভিন্ন ঘটনার প্রতিবাদে চাকরি ছেড়ে দিয়ে শিল্প উদ্যোক্তা হলেন, আইয়ুব বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন, ৭০ এর নির্বাচনে আকস্মিক আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন এবং বিজয়ী হয়েছেন।তার পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সংগঠন হিসাবে যে ভূমিকা পালন করেছেন তার বর্ননা করেছেন।
 
বইটির দ্বিতীয় অংশে বর্ননা রয়েছে শেখ মুজিবের কাছ থেকে আকস্মিক ভাবে মন্ত্রীসভায় যোগদানের জন্য আমন্ত্রণ এবং বিধ্বস্ত দেশ পুর্নগঠনের নানান উদ্যোগ, সেইগুলোর সাফল্য ও ব্যর্থতা ,ক্ষেত্র বিশেষ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে পরিস্থিতির অসঙ্গতি এবং মন্ত্রীসভার অভ্যন্তরে বিভিন্নমুখী প্রবনতা। অন্তরঙ্গ বিবরনে মিলবে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ,জটিলতা গুলো কিভাবে দানা বেধেঁছিল।সেই বিষয়ে লেখকের ব্যক্তিগত ভাষ্য পাওয়া যাবে। লেখক প্রাকৃতিক সম্পদ , বিজ্ঞান ,কারিগরি গবেষণা ও আণবিক শক্তি বিষয়ক মন্ত্রী হিসাবে ছিলেন।পরে বিভিন্ন কারণে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন, ওই সময় নয়জন মন্ত্রী পদত্যাগ করেন।
 
নয়জন মন্ত্রীর পদত্যাগ
গতকাল রবিবার ৬ জন পূর্ণ মন্ত্রী ও ৩ জন্য প্রতিমন্ত্রী পদত্যাগ পত্র পেশ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি তাহাদের পদত্যাগ পত্র গ্রহণ করিয়াছেন বলিয়া সরকারীভাবে ঘোষণা করা হইয়াছে।
Posted in Personal Blogs on January 07 2021 at 10:23 PM

Comments (0)

No login
color_lens
gif