১৯৮৬ সালে প্রকাশিত ‘ফরেস্ট গাম্প’ উপন্যাস অবলম্বনে ১৯৯৪ সালে রবার্ট জেনাকিস পরিচালিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ একটি কালজয়ী সিনেমা হিসেবে সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত এই সিনেমাটি সেরা পরিচালনা, সেরা অভিনেতা সহ মোট ছয়টি অস্কার জিতে নেয়। সেই অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’ কপিরাইট কিনে হিন্দি ভার্সন ‘লাল সিং চাড্ডা’ শ্যুটিং শুরু থেকেই আলোচনায়। বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান আছেন টম হ্যাঙ্কসের ভূমিকায়, সাথে আছেন কারিনা কাপুর খা... more১৯৮৬ সালে প্রকাশিত ‘ফরেস্ট গাম্প’ উপন্যাস অবলম্বনে ১৯৯৪ সালে রবার্ট জেনাকিস পরিচালিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ একটি কালজয়ী সিনেমা হিসেবে সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত এই সিনেমাটি সেরা পরিচালনা, সেরা অভিনেতা সহ মোট ছয়টি অস্কার জিতে নেয়। সেই অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’ কপিরাইট কিনে হিন্দি ভার্সন ‘লাল সিং চাড্ডা’ শ্যুটিং শুরু থেকেই আলোচনায়। বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান আছেন টম হ্যাঙ্কসের ভূমিকায়, সাথে আছেন কারিনা কাপুর খান।
এবার বহুল আলোচিত এই সিনেমার আরো একটি খবর প্রকাশ হবার পরে বলিউড তো বটেই সারা বিশ্বে হিন্দি চলচ্চিত্রপ্রেমী সকলের কাছেই ব্যাপক বিস্ময় এবং ভালোলাগা নিয়ে এসেছে। বলিউডের প্রভাবশালী তিন খান রাজত্ব করছেন প্রায় তিন দশক ধরেই। শাহরুখ, আমির এবং সালমান তিন খানই কাছাকাছি সময়ে নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন। শাহরুখ সালমানের সাথে বা আমির সালমানের সাথে সিনেমায় অভিনয় বা একে অন্যের সিনেমায় ক্যামিও করলেও এবার প্রথমবার শাহরুখ খান এবং আমির খান স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। উল্লেখ্য ক্যারিয়ারের শুরুতে মানে নব্বই দশকের দিকে দুইজন একসঙ্গে ফটোশুটে অংশ নিলেও বা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইভেন্টে একসাথে ছবির জন্য পোজ দিলেও কোনো সিনেমায় এক সঙ্গে কাজ করেননি তারা।
বিভিন্ন ম্যাগাজিনে তাদের মধ্যকার সম্পর্ক ভালো নয় বলে জানানো হলেও বা তাদের ফ্যানদের মধ্যে নানা রেষারেষি থাকলেও বাস্তবে তাদের মধ্যকার সম্পর্ক খারাপ নয়। একে অন্যের জন্মদিনে শুভেচ্ছা জানানো বা দিওয়ালি, ঈদেও শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। একে অন্যের পার্টিতেও হাজির থাকেন তারা।
‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে। শাহরুখ খানের অংশটুকু বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করেছেন আমির খান নিজেই। জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার এই ঘটনাকে ‘মহাকাব্যিক সহযোগিতা’ হিসেবে উল্লেখ করেছে। জানা গেছে দিল্লিতে হাজির হয়ে আমিরের ‘লাল সিং চাড্ডা’র ক্যামিও চরিত্রের শুটিং ইতিমধ্যে শেষ করেছেন শাহরুখ। শ্যুটিং চলাকালীন সময়ে সেটে শাহরুখ ও আমির মেতে উঠেছিলেন জমজমাট আড্ডায়।
সুত্রমতে ‘লাল সিং চাড্ডা’র ভিএফএক্স অংশের দায়িত্বে আছেন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ। বলিউডের এই সময়ের সেরা ভিএফএক্স কাজ এই প্রতিষ্ঠানটি করে আসছে বেশ কয়েক বছর ধরেই। শাহরুখের রা-ওয়ান বা হৃতিক রোশানের ‘কৃষ ২’ ‘কৃষ-৩’ সিনেমার অসাধারন ভিএফএক্সের কাজ সম্পাদন করেছে রেড চিলিজ। আমিরের ‘লাল সিং চাড্ডা’ তেও এই ধারাবাহিকতা বজায় থাকবে তা বলা যায় নিঃসন্দেহে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর বড় দিনে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।