আমার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল "আমার মায়ের দোয়া"
-মেয়র আনিসুল হক
আজ ৩০ নভেম্বর স্বপ্নবাজ মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী।
সেদিনের স্পিচ টা শোনার পর থেকে কেমন যেন বুকে একটা হালকা কষ্ট অনুভব হচ্ছিল আর আজকেও কষ্টটা হচ্ছে।
Today is the 4th Death Anniversary........
মানুষ মরে যায় আর তাঁর কথা, স্মৃতি, বিচরণ আর কাজ রেখে যান। #মানুষ স্বপ্নের চাইতে বড়। #মানুষ সংঘবদ্ধ হলে,পৃথিবী বদলে যেতে পারে। #বউ'রা মাফিয়ার চেয়েও খারাপ হয়। মাফিয়া হয় আপনার জীবন চাইবে অথবা টাকা। কিন্তু বৌ আপনার জীবন এবং টাকা দুইট... moreআমার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল "আমার মায়ের দোয়া"
-মেয়র আনিসুল হক
আজ ৩০ নভেম্বর স্বপ্নবাজ মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী।
সেদিনের স্পিচ টা শোনার পর থেকে কেমন যেন বুকে একটা হালকা কষ্ট অনুভব হচ্ছিল আর আজকেও কষ্টটা হচ্ছে।
Today is the 4th Death Anniversary........
মানুষ মরে যায় আর তাঁর কথা, স্মৃতি, বিচরণ আর কাজ রেখে যান। #মানুষ স্বপ্নের চাইতে বড়। #মানুষ সংঘবদ্ধ হলে,পৃথিবী বদলে যেতে পারে। #বউ'রা মাফিয়ার চেয়েও খারাপ হয়। মাফিয়া হয় আপনার জীবন চাইবে অথবা টাকা। কিন্তু বৌ আপনার জীবন এবং টাকা দুইটাই চায়।
#' life is a trip ' কিন্তু ঐ Trip এর কোন ম্যাপ নেই। ঐ destination এর কোন ম্যাপ নেই। এই ম্যাপটি নিজেকে তৈরি করে নিতে হয়। #যদি হাওয়া খেতে হয়,নদীর ধারে যাও। যদি সুন্দর পর্বত দেখতে চাও, তাহলে হিমালয়ে যাও। ভাল মানুষ হতে হলে , ভাল মানুষের সঙ্গে মিশতে হয়, ভাল মানুষের লেখা পড়তে হয়, ভাল মানুষের জীবনী পড়তে হয়।
# Don't loss your Courage. মিডেল ক্লাস পরিবার থেকে এসে যদি অানিসুল হক মেয়র হতে পারে, তোমার তো পৃথিবী জয় করতে পারবে।
"You can win the world and please have your courage." #অামাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিলো? অামি জানি না অন্য কে কি বলবে। অামি নিশ্চিত করে বলতে পারি এবং যে কোন পরিস্থিতিতে বলবো, অামার সবচেয়ে বড় শক্তি ছিলো অামার মায়ের দোয়া। #একসময় ছিলো যখন অামরা জীবনকে জানতাম না, সারা পৃথিবী উন্মুক্ত ছিল না। তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও। So build up your confidence.
আজ সে নাই প্রত্যেকটা কথা আছে যেগুলো এখন মন কেড়ে নিয়ে যায় মেয়র সাহেব কাছে।
তাঁকে আরো কিছুদিন লাগতে। যাই হোক আমার জীবনের ২য় চাবি আসলে সে ছিলো। খারাপ হতাশা হলে তাঁর কথা শুনতাম সেই হলো শক্তির উৎস।
মেয়র আনিসুল হক মরে নাই মরবে না, থাকবে আমাদের মাঝে।
আল্লাহ তাঁকে জান্নাত বড় মোকাম দান করুক। 4বছর হয়ে গেলো দেখতে দেখতে।