হাটী-হাটি পা-পা করে বাংলাদেশ পেরিয়েছে স্বাধীনতার অর্ধশত বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অর্জণ বিস্ময়কর। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে যাদের অবদান তারাই সকল অর্জনের নায়ক। আমাদের তরুনদের রয়েছে মেধা ও মনোবল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে সকল মহান ব্যক্তি স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে এদেশকে এগিয়ে নিয়েছেন, তাঁদের অনুপ্রেরণার গল্প আমাদের তরুণদের উদ্যমী করবে।আর তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে এ বইয়ের গল্পগ... moreহাটী-হাটি পা-পা করে বাংলাদেশ পেরিয়েছে স্বাধীনতার অর্ধশত বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অর্জণ বিস্ময়কর। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে যাদের অবদান তারাই সকল অর্জনের নায়ক। আমাদের তরুনদের রয়েছে মেধা ও মনোবল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে সকল মহান ব্যক্তি স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে এদেশকে এগিয়ে নিয়েছেন, তাঁদের অনুপ্রেরণার গল্প আমাদের তরুণদের উদ্যমী করবে।আর তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে এ বইয়ের গল্পগুলো উপস্থাপন করা হয়েছে। 'ইন্সপায়ারিং বাংলাদেশ' আশা করছে এ বইটি তাদেরকে বই পড়ার প্রতিও আকৃষ্ট করবে।'ইন্সপায়ারিং বাংলাদেশ' কর্তৃক প্রকাশিত গ্রন্থ “ বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প ” তুলে ধরেছে সেসকল মহা নায়কদের কথা যাদের ত্যাগ ও কর্মে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সগৌরবে অধিষ্ঠিত।
তাঁদের জীবনালেখ্য আমাদের অনুপ্রেরণার চাবিকাঠি এবং অহংকার।' ইন্সপায়ারিং বাংলাদেশ' তাঁদের গল্পগুলো সকলের মাঝে বিশেষ করে তরুণদের মনে গেঁথে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ প্রজন্ম যেন তাদের শিকড় থেকেই অনুপ্রেরণা খুঁজে নিয়ে অদম্য গতিতে দেশকে এগিয়ে নিয়ে যায় - সে প্রত্যাশা রাখে ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’।
বইটি পাওয়া যাচ্ছে বাংলাপ্রকাশ এর প্যাভিলিয়ন ১৭ তে।