আচ্ছা ভাবুন তো! এই কোয়ারেন্টাইন সময়টাতে কিসের ওপর চালিয়েছেন সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভোজনরসিক বাঙালিদের জন্য পাইওনিয়ার হাব নিয়ে চলে এসেছে " FOOD FIESTA"
খেতে ভালোবাসেন কিংবা খাওয়াতেই ভালোবাসেন,
বাড়ির গন্ডি ছাড়িয়ে এবার তা ছড়িয়ে দিন সবার মাঝে। ফুড নিয়ে আপনার মাথায় থাকা ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে এবার উপস্থাপন করার পালা চমৎকার সব ছবি কিংবা লেখনীতে। রয়েছে ভিন্ন ধারার মজার মজার সব সেগমেন্ট। চোখ বুলিয়ে নিন একবারঃ
1. Foodography : কখনো নতুন কোনো খাবার খেতে গিয়ে অথবা ট্রাই করতে গিয়... moreআচ্ছা ভাবুন তো! এই কোয়ারেন্টাইন সময়টাতে কিসের ওপর চালিয়েছেন সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভোজনরসিক বাঙালিদের জন্য পাইওনিয়ার হাব নিয়ে চলে এসেছে " FOOD FIESTA"
খেতে ভালোবাসেন কিংবা খাওয়াতেই ভালোবাসেন,
বাড়ির গন্ডি ছাড়িয়ে এবার তা ছড়িয়ে দিন সবার মাঝে। ফুড নিয়ে আপনার মাথায় থাকা ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে এবার উপস্থাপন করার পালা চমৎকার সব ছবি কিংবা লেখনীতে। রয়েছে ভিন্ন ধারার মজার মজার সব সেগমেন্ট। চোখ বুলিয়ে নিন একবারঃ
1. Foodography : কখনো নতুন কোনো খাবার খেতে গিয়ে অথবা ট্রাই করতে গিয়ে নতুন কোনো রেসিপি , সেটির ছবি তুলে রাখতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। কখনো সাজিয়ে নিই বিভিন্ন শৈল্পিক ভঙ্গিমায় । ফুডোগ্রাফি সেগমেন্টটিতে মূলত আপনার ফটোগ্রাফির সেই ক্রিয়েটিভিটিটাই তুলে ধরবেন। আপনার ফোনে বা ক্যামেরায় তোলা যেকোনো যেকোন খাবারের ছবি আমাদের কাছে পাঠিয়ে দিন ।
ছবিটি অবশ্যই jpg অথবা jpeg ফরম্যাটে পাঠাতে হবে।
2. Memories With your favourite food :
কথায় আছে "স্মৃতি আপনাকে ফিরিয়ে আনে"
এই সেগমেন্ট এ আপনি শেয়ার করতে পারেন আপনার প্রিয় কোনো খাবারের সাথে জড়িত যেকোনো অভিজ্ঞতা।
আপনার লেখাটি সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং আপনার ফ্রেমবন্দী মুহূর্তটির কোন ছবি অথবা ভিডিও আপনার লেখাটির সাথে সংযুক্ত করতে পারেন।
3.Innovative food ideas :
এই সেগমেন্টটিতে আপনাকে মূলত শেয়ার করতে হবে আপনার নিজস্ব কোনো রেসিপি, সেটি যেকোনো উপকরণে তৈরি হতে পারে। সুস্বাদ ও পুষ্টিগুণের মিশ্রণে আপনি কতটুকু সৃজনশীল হতে পারেন এই সেগমেন্টটিতে থাকছে সেটিই দেখানোর সুযোগ ।
4. Famous Food Challenge :
বিভিন্ন এলাকার ই কোনো না কোনো বিখ্যাত খাবার আছেই যা সম্পর্কে অনেকেরই জানা হয়ত অজানা। এই সেগমেন্টটিতে আপনি আপনার অথবা অন্য কোন একটি এলাকার একটি খাবার সম্পর্কে লিখে পাঠাতে পারেন আমাদের। উল্লিখিত খাবারটির পিছনে কোনো ইতিহাস থাকলে সেটিও তুলে ধরতে পারেন।
উল্লেখিত খাবারের অন্ততঃ একটি ছবি শেয়ার করতে হবে । কারো লেখা কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ।
5. Case Solving :
খাবারের সাথে সম্পর্কিত একটি সমস্যা আপনাদের সামনে দেওয়া হলো। আপনাদের আইডিয়া অনুযায়ী সমস্যাটির সমাধান ৭০০ শব্দের মধ্যে লিখে পাঠান আমাদেরকে। কেস সল্ভ করার পর তা পাঠিয়ে দিন পাওনিয়ার হাবের ইমেইল এড্রেসে : pioneerhubbd@gmail.com
ইমেইলের সাবজেক্ট অপশন টিতে লিখতে হবে "case solving "
সমস্যা : আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানাদি যেমন : বিয়ে, এমনকি বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। আপনার আইডিয়াটি হবে কিভাবে আমরা সঠিক পদ্ধতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে এই বিপুল পরিমাণ খাবারের এই অপচয় নিয়ন্ত্রণে আনতে পারি।
6.Food Painting:
স্কেচ, ডিজিটাল আর্ট, ইলাস্ট্রেশন, রঙতুলি ইত্যাদি যেকোন মাধ্যমে আপনাকে যেকোনো খাবারের নিজ হাতে আঁকা ছবিটি পাঠাতে হবে।
7 Food Quiz
ইভেন্ট চলাকালীন প্রতিদিন
খাবার নিয়ে জানা অজানা ও মজার কিছু তথ্য প্রকাশিত হবে আমাদের পেজ এবং গ্রুপ থেকে।সেসব মজার তথ্যগুলো নিয়েই আয়োজিত হবে আমাদের এই "ফুড কুইজ" সেগ্মেন্টটি। ইভেন্ট ডেডলাইনের আগে আমাদের জানিয়ে দেওয়া একটি নির্দিষ্ট তারিখে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের জন্য থাকছে পুরষ্কার। কুইজ সেগমেন্ট সবার জন্য উন্মুক্ত ।
♦️জানুন :
***ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ।
*** রেজিস্ট্রেশন ফি : মাত্র 16 টাকা
আপনার দেওয়া প্রতিটি টাকা খরচ হবে কিছু পথশিশুর এক বেলার খাবারের জন্য । তাই আপনি চাইলে ডোনেশন দিতে পারেন আপনার ইচ্ছানুযায়ী ।
**রেজিস্ট্রেশনের পর আপনার কাছে একটি কনফারমেশন মেইল যাবে। সেখানে প্রতিযোগিতার রুলস সহ একটি কনফারমেশন কোড যাবে। কোডটি পরবর্তীতে পোস্ট দেওয়ার ক্ষেত্রে অথবা ইমেইল করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
@@@ অংশগ্রহণের নিয়ম :
*** একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবেন ।
*** প্রতিযোগী যদি ফুডোগ্রাফি সেগমেন্টটিতে অংশ নেয় সেজন্য সে সর্বোচ্চ 3 টি পোস্ট করতে পারবে।
***কেস স্টাডিস ব্যাতিত বাকি সব সেগমেন্ট আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
*** পোস্ট করার জন্য #REGcode : "ইমেইলে পাঠানো কোডটি" #FoodFiesta #Segment name (suppose #Foodoography ) #Pioneer_Hub
এই ফরম্যাট ফলো করতে হবে। নতুবা আপনার কনটেন্ট টি এপ্রুভ হবেনা।
আমাদের কর্মপরিকল্পনা :
###প্রতিযোগিতার সময় কাল : 22 নভেম্বর থেকে 16 ই ডিসেম্বর, ২০২০
###রেজিস্ট্রেশন শুরু : 22 নভেম্বর এবং চলবে 16 ই ডিসেম্বর পর্যন্ত।
****রেজিস্ট্রেশন প্রসেস: রেজিস্ট্রেশনের জন্য প্রথমে বিকাশ ডিবিবিএল অথবা রকেটের মাধ্যমে । 16 টাকা সেন্ড মানি করতে হবে নিচের নম্বরগুলোতে :
বিকাশ : 01875468408
রকেট : 013030159104
ডিবিবিএল : 1561050263451
সেন্ড মানি করার পর Trx ID টি সংরক্ষণ করুন । তারপর রেজিস্ট্রেশন লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে ।
### প্রতিযোগিদের 16 ডিসেম্বর এর মধ্যে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে তাদের কনটেন্ট পোস্ট করতে হবে ।
### আমাদের ফেসবুক পেজ থেকে যথাসময়ে ফলাফল প্রকাশিত হবে এবং বিজয়ীদের নিকট কুরিয়ারের মাধ্যমে তাদের পুরস্কার পৌঁছানোর ব্যবস্থা করা হবে ।
* ইভেন্টটির বিচার কার্য সুনিপুণ ভাবে সম্পন্ন করতে থাকছেন দেশ এবং দেশের বাইরে থেকে বিচারক প্যানেল।
কারা অংশগ্রহণ করতে পারবেন-
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বয়সের প্রতিযোগী !
* প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই পাচ্ছেন সার্টিফিকেট।
* আর প্রত্যেক সেগমেন্ট থেকে সেরা ৩ জনকে দেয়া হবে গিফটস এবং সার্টিফিকেট।
সেরা প্রতিযোগি নির্বাচন প্রক্রিয়া ঃ
- ফেসবুক গ্রুপের লাইক, কমেন্ট, শেয়ারের ভিত্তিতে ৩০& নাম্বার এবং বিচারকদের থেকে প্রদত্ত নাম্বার থেকে যোগ করা হবে ৭০% নাম্বার।
-কেস স্টাডিজ এবং কুইজের ক্ষেত্রে শুধুমাত্র বিচারকদের মতামতের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হবে।
বি.দ্র. সর্বোপরি প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে পাওনিয়ার হাবের মতামতই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
### প্রতিযোগিতা সম্পর্কিত সকল ঘোষণার জন্য আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে চোখ রাখুন ।
🔷
During this pandemic situation, we got stuck in our home for a long time. And in these time, we all have tried making foods,doing experiments with them & satisfy our tastebuds.
Pioneer Hub is going to arrange an event where food artists can showcase their talent & creativity to the whole world.
There're different segments in our event:
1. FOODOGRAPHY:
Now-a-days, we love to take pictures of what we're eating. FOODOGRAPHY is basically Food photography. You have to show your creativity while clicking photos(any kind of food). Your
Photographs should be in jpg or jpeg format. Photos can be taken with mobile or DSLR. Manipulated photos captured by your own will also be accepted. One participant can post maximum 3 photos in this segment.
2. MEMORIES WITH YOUR FAVOURITE FOOD:
Memories bring back, memories bring back you.
We love food too much so it's obvious to have some memories with your favourite food. That memory can be sweet/funny/ bitter, you can share it with us through your writing within 500 words. You may attach atleast one picture or video of that memorable moment.
3. INNOVATIVE FOOD IDEAS:
In this segment , you've to innovate something with your creativity & it needs to be your very own recipe. You can't copy from anywhere. Keep that in mind, your own made food should be healthy & nutritious.
4. FAMOUS FOOD CHALLENGE:
We've different types of famous foods in various region known or unknown. You have to write on such a famous food mentioning the history behind the food ..make sure you attach at least one picture of that particular food you're writing on. Plagiarism is strictly prohibited.
5. Case solving:
We'll provide you a case related to food. You've to solve it with your own amazing ideas. It should be solved within 700 words.
- In world, a huge number of food get wasted during various functions or in restaurants like in marriage ceremony, in buffet etc. You've to give ideas/solution about this food waste. How may we maintain perfect management to reduce this huge food waste.
6. FOOD PAINTING:
You can present food in the form of art like paintings of your favourite food or any kind of food. The choice is yours.Sketch, Digital art, Illustration, Painting everything is allowed here.
7. Foodies Quiz (open for all)
Everyday we 'll post some information may be known or unknown to you from our group or page.. during this event we will fix a date and take a quick test which will be relevant to our previous posts. Winner of that quiz competitions also gets prize...So time for winning some extra prizes.Don't miss the chance.
You need to learn :
** Participants have to register single.
*** people of any age or any class can participate in this competition .
** We'll give prizes to top 3 from each segment.
** Participants have to get themselves registered to take part in this event.
**One can participate in maximum 3 Segments.
**Quiz Segment is free for all.
There'll be small amount of registration fee:
In Bangladesh-16 Taka (BDT) Outside Bangladesh- Fee is 3$( USD)
But if you want to donate some money then you're welcome because with your donation, we'll provide one meal for street children.
Firstly you have to send money tk 16 or $3 from your BKASH, Rocket Or DBBL account . Then you have to save the Tnx id and use it in time of your regestration .
You will get a confirmation email after regestration and that will contain Rulebook and a confirmation code..Use the confirmation code while posting or sending your content.
** Schedule:
1. Competition: 22th November to 16th December, 2020
2. Registration: 22th November to 16th December, 2020
3. Participants have to post their contents in our official Facebook group within 16th december ,2020 using the following format :
4. We'll give prizes through courier.
Every participant participating in this event will get a certificate.
Read more :
**All deeds should be based on online.
****** 30% marks will added by counting the like ,comments and share on Facebook... the rest 70% will be based on the judgement taken by our honorable judges.
Case studies will be based on judgement of the judges only.
***Judges will be from our country as well as from abroad.
N.B : Pioneer Hub will be responsible for taking any decision regarding this event..
** We'll announce our all notice & work to our official page& official group.
এছাড়াও, মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর, মামুদপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোঘল আমলের “নির্মিত তনকা মসজিদ”। ... more#রংপুর_জেলার_দর্শনীয়স্থান
• কারমাইকেল কলেজ,
• তাজহাট রাজবাড়ী,
• মন্থনা জমিদার বাড়ি,
• ইটাকুমারী জমিদার বাড়ি,
• শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি,
• ভিন্নজগত,
• রংপুর চিড়িয়াখানা,
• পায়রাবন্দ,
• ঘাঘট প্রয়াস পার্ক,
• চিকলির পার্ক,
• আনন্দনগর,
• দেবী চৌধুরাণীর পুকুর,
• তিস্তা সড়ক ও রেল সেতু,
• মহিপুর ঘাট,
• মিঠাপুকুর শালবন,
এছাড়াও, মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর, মামুদপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোঘল আমলের “নির্মিত তনকা মসজিদ”। একই উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকির মোঘল আমলের নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।.
রিমোট ইন্টারভিউ শব্দটা নতুন লাগছে কি? একেবারে নতুন লাগলেও ঘাবড়ানোর কোন কারণ নেই। এমন ইন্টারভিউর ব্যাপারে গুরুত্বপূর্ণ সব তথ্য এ লেখা থেকে জেনে নিতে পারছেন।
🎀রিমোট ইন্টারভিউ কী?
সাধারণত আপনি যখন কোন জায়গায় চাকরির জন্য আবেদন করেন, ইন্টারভিউর জন্য নির্বাচিত হলে আপনাকে সেখানে ডাকা হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে আপনি একটি মৌখিক পরীক্ষা দেন। রিমোট ইন্টারভিউতে আপনাকে কোথাও যেতে হয় না। বরং বাসায় বসে আপনি নিয়োগদাতার কাছে ইন্টারভিউ দেন।
রিমোট ইন্টারভিউর ধারণা আমাদের দ... more#রিমোট_ইন্টারভিউ
রিমোট ইন্টারভিউ শব্দটা নতুন লাগছে কি? একেবারে নতুন লাগলেও ঘাবড়ানোর কোন কারণ নেই। এমন ইন্টারভিউর ব্যাপারে গুরুত্বপূর্ণ সব তথ্য এ লেখা থেকে জেনে নিতে পারছেন।
🎀রিমোট ইন্টারভিউ কী?
সাধারণত আপনি যখন কোন জায়গায় চাকরির জন্য আবেদন করেন, ইন্টারভিউর জন্য নির্বাচিত হলে আপনাকে সেখানে ডাকা হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে আপনি একটি মৌখিক পরীক্ষা দেন। রিমোট ইন্টারভিউতে আপনাকে কোথাও যেতে হয় না। বরং বাসায় বসে আপনি নিয়োগদাতার কাছে ইন্টারভিউ দেন।
রিমোট ইন্টারভিউর ধারণা আমাদের দেশে একেবারে নতুন নয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বর্তমানে এ ধরনের ইন্টারভিউর সংখ্যা বেড়ে গেছে।
🎀রিমোট ইন্টারভিউ কীভাবে হয়?
দুইভাবে রিমোট ইন্টারভিউ হতে পারেঃ
🎈ফোন কলের মাধ্যমে
🎈ভিডিও কলের মাধ্যমে
কোন ধরনের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেয়া হবে, সেটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। ফোন নাম্বারের পাশাপাশি জনপ্রিয় মাধ্যমগুলোর ব্যবহারও রয়েছে। বিশেষ করে ভিডিও কলের ক্ষেত্রে। যেমনঃ
WhatsApp
Facebook Messenger
Skype
Zoom
Google Meet
🎀রিমোট ইন্টারভিউর জন্য প্রস্তুতি কীভাবে নেবেন?
গতানুগতিক ইন্টারভিউর জন্য আপনার প্রস্তুতি যেমন হয়, তার সাথে বাড়তি কিছু বিষয়ে মনোযোগ দিন রিমোট ইন্টারভিউর ক্ষেত্রে।
🎀ফোন কল ইন্টারভিউর প্রস্তুতি যেভাবে নেবেন:
🎗ইন্টারভিউর আগে ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেট ঠিকভাবে কাজ করছে কি না, তা বারবার দেখে নিন।
🎗বাসায় এমন জায়গা বেছে নিন যেখানে ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেটের সংযোগ পেতে কোন ঝামেলা হয় না।
🎗ফোনে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন যেন ইন্টারভিউর সময় টেকনিক্যাল ঝামেলা হলে আপনি নিজেই কল ব্যাক করতে পারেন।
🎗হেডফোন আর মাউথস্পিকার পরীক্ষা করুন।
🎗ফোন কল ইন্টারভিউর সময় বাসার অন্য কেউ যেন আপনার সাথে কথা বলতে না আসে, সে ব্যাপারে তাদেরকে জানান।
🎀ভিডিও কল ইন্টারভিউর প্রস্তুতি যেভাবে নেবেন
🎗ভিডিও কল ইন্টারভিউর আগে আপনার রুম গুছিয়ে নিন।
🎗যেহেতু ভিডিও কল ইন্টারভিউতে নিয়োগদাতা আপনাকে সরাসরি দেখতে পান, সেহেতু গোছানো কোন জায়গাতে বসুন।
🎗টেবিল বা ডেস্ক ব্যবহার করলে ভালো।
🎗রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন।
🎗নিয়োগদাতার চোখে বাজেভাবে ধরা পড়ে এমন কোন কিছু ব্যাকগ্রাউন্ডে রাখবেন না। যেমন, ঝোলানো গামছা বা লুঙ্গি। পরিষ্কার দেয়ালের দিকে পিঠ রেখে বসার সুযোগ থাকলে ভালো।
🎗পেশাদারি মনোভাব ফুটে ওঠে, এমন পোশাক পরুন।
🎗ফোন বা কম্পিউটারের ক্যামেরা, হেডফোন আর মাউথস্পিকার কাজ করছে কি না, তা নিশ্চিত করুন।
🎗ক্যামেরার সামনে কীভাবে বসলে নিয়োগদাতার সাথে কথা বলতে সুবিধা হবে, তা পরীক্ষা করে নিন।
🎗ফোন ব্যবহারের ক্ষেত্রে টেবিল বা ডেস্কে এমনভাবে ফোন রাখুন যেন নিয়োগদাতা স্পষ্টভাবে আপনাকে দেখতে পান। এছাড়া, ফোনের রিংটোন সাইলেন্ট করে নিন।
🎗আপনার সিভি ও সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র হাতের নাগালে রাখুন। নিয়োগদাতা হুট করে দেখতে চাইতে পারেন।
🎗ভিডিও কল ইন্টারভিউর সময় বাসার অন্য কেউ যেন হুট করে রুমের ভেতর ঢুকে না পড়ে বা ক্যামেরার সামনে এসে না দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকে জানিয়ে রাখুন।
🎀রিমোট ইন্টারভিউর সময় কী করবেন?
পরিষ্কার গলায় স্পষ্টভাবে কথা বলুন। এতে করে আপনার আত্মবিশ্বাস নিয়ে নিয়োগদাতার মনে ভালো ধারণা তৈরি হবে।
কিছু শুনতে বা বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নিন।
ভিডিও কল ইন্টারভিউর সময় নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করুন। (তথ্য সংগৃহীত)
বোস কেবিন, ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সময় নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলের তৎকালীন জাতীয় রাজনীতিবিদগণ এখানে আড্ডা দেওয়ার ফলে স্থানটি পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠে।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যারা বোস কেবিনে আড্ডা দিতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাঙালি রাজনীতিবিদ হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী।
#রেটিং
... moreবোস কেবিন, ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সময় নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলের তৎকালীন জাতীয় রাজনীতিবিদগণ এখানে আড্ডা দেওয়ার ফলে স্থানটি পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠে।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যারা বোস কেবিনে আড্ডা দিতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাঙালি রাজনীতিবিদ হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী।
#রেটিং
চায়ের টেস্ট নিয়ে ভিন্ন মত থাকতে পারে।
চা: ৭/১০
মূল্য: প্রতি কাপ ১৫ টাকা
░
আশির দশকেও ঢাকা শহরের ম্যানহোলের ঢাকনাতে #ঢাক্কা নামটি খোদিত ছিল। ব্রিটিশদের দেয়া সেই ঢাক্কা নামটি কালের বিবর্তনে হয়েছে ঢাকা। কিন্তু ঢাকার নামকরনের সঠিক তথ্য আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঢা...