এছাড়াও, মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর, মামুদপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোঘল আমলের “নির্মিত তনকা মসজিদ”। ... more#রংপুর_জেলার_দর্শনীয়স্থান
• কারমাইকেল কলেজ,
• তাজহাট রাজবাড়ী,
• মন্থনা জমিদার বাড়ি,
• ইটাকুমারী জমিদার বাড়ি,
• শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি,
• ভিন্নজগত,
• রংপুর চিড়িয়াখানা,
• পায়রাবন্দ,
• ঘাঘট প্রয়াস পার্ক,
• চিকলির পার্ক,
• আনন্দনগর,
• দেবী চৌধুরাণীর পুকুর,
• তিস্তা সড়ক ও রেল সেতু,
• মহিপুর ঘাট,
• মিঠাপুকুর শালবন,
এছাড়াও, মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর, মামুদপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোঘল আমলের “নির্মিত তনকা মসজিদ”। একই উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকির মোঘল আমলের নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।.