#অনুপ্রেরণার_গল্প
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা চিরন্তন সত্য যে সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। কেউ কেউ চেষ্টা না করেই বলে ওঠেন, আমার ভাগ্যে লেখা নেই, তাই সম্ভব নয়।
যারা চেষ্টা না করে সবসময় ভাগ্যকে দোষারোপ করেন, তারা পবিত্র কুরআনের এই আয়াতটি মনে রাখুন। সূরা আর রা’দ-এর ১১ নাম্বার আয়াতে মহান আল্লাহপাক বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’
আসুন আমরা চেষ্টা করি। হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। দ্বিতীয়-তৃত... more#অনুপ্রেরণার_গল্প
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা চিরন্তন সত্য যে সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। কেউ কেউ চেষ্টা না করেই বলে ওঠেন, আমার ভাগ্যে লেখা নেই, তাই সম্ভব নয়।
যারা চেষ্টা না করে সবসময় ভাগ্যকে দোষারোপ করেন, তারা পবিত্র কুরআনের এই আয়াতটি মনে রাখুন। সূরা আর রা’দ-এর ১১ নাম্বার আয়াতে মহান আল্লাহপাক বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’
আসুন আমরা চেষ্টা করি। হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। দ্বিতীয়-তৃতীয়বারের চেষ্টায়ও হয়তো ব্যর্থ হবেন, কিন্তু চতুর্থবার দেখবেন পুরোপুরি সফল না হলেও ৯৯ ভাগ সফল হয়েছেন। আসুন মণীষীদের রেখে যাওয়া কয়েকটি সূত্র মেনে চলি।
১। Stop Dreaming, Start Working: কাজ শুরু করে দিন। কাল থেকে, অমুক কাজটা করার পর, এভাবে এভাবে করবো- এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।
২। Be Yourself: দিন শেষে তো নিজেকে নিয়েই বেঁচে থাকা, তবে কেন এতো হৈ-হুল্লোড়! সবার সাথে মিশুন তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন- আপনার দুঃখের ভার কেউই নিতে চাইবে না, একইভাবে আপনার জীবনের সংকটগুলোও মুছে দেবার মতো কাউকে পাবেন না !
৩।Life is Busy, Take it Easy: সফল হতে চান তো? তবে নিশ্চিত আপনার জীবনে শ্রমের পরিমাণ বেশি সেই সাথে ব্যস্ততাও অধিক। জীবনটা আপনার কাছে ক্ষণিকের আনন্দময় হলেও বেশিরভাগ সময়ই তা কর্মময় ! নিরাশ হবেন না, মানিয়ে নিন এমন জীবন। একটু পরই যে সফলতার স্বাদ আপনি পেতে চলেছেন তা আপনার সব ক্লান্তি মুছে দেবে এক নিমিষে।
৪। Everyone But Only One: স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করে কতজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
৫।It's My Life: "আরে এটা তো আমার জীবন আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাবো না?" কি ভাবছেন? সিদ্ধান্ত আপনার ! আর উপায়? উত্তর- পরিশ্রম !
৬। Practice Makes a Man PERFECT- জেনে আর শিখে ক'জন জন্মায়? আপনার সফল হবার উত্তর তো এখানেই!!
৭।As I Believe :বিশ্বাস করতে হবে মন থেকে "আপনি পারবেন"!! "মনে হয় পারবো" এ কথার থেকেও বেশি শক্তিশালী "আমি বিশ্বাস করি আমি পারবো"।
৮। I Do: করবো, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত ভবিষ্যৎ দ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন-"আমি করছি, সফল হবো কিনা সেটা পরের কথা"!
৯।And I will Show: সবাই সফল হয়ে গেছে? আচ্ছা আপনিও হবেন, কেননা সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না !
কারণ আপনি আপনার ভিতরে বিশ্বাসের বীজ ইতোমধ্যে রোপণ করেছেন, চারা গজাতে তো একটু সময় লাগবেই!!!!!!
(( Collected))
বাবার দেয়া টাকাগুলো রাগ করে বাবার দিকেই ছুড়ে মেরেছি।ইদের কেনাকাটার জন্য মাত্র চার হাজার টাকা দিয়েছে।
.
আমার পরিবারটা মধ্যবিত্ত।একেবারে পিওর মধ্যবিত্ত যাকে বলে।সব সময় হিসেব করে চলতে হবে।একটুও বাড়তি খরচ করলে মাসের শেষে না খেয়ে থাকতে হবে!
বাবা একটা চাকরী করে, বেতন পায় ১৫ হাজার।আজকালকার যুগে পনেরো হাজার টাকায় তো এক সপ্তাহও চলা কঠিন।অথচ আমাদের চলতে হয় সারা মাস।
.
মা মূলত বাড়ির কাজই করে।তবে মায়ে... more#Motivational_Stories#emotional#inspiration#quotes_bangla#অনুপ্রেরণার_গল্প #Inspirational_Stories
বাবার দেয়া টাকাগুলো রাগ করে বাবার দিকেই ছুড়ে মেরেছি।ইদের কেনাকাটার জন্য মাত্র চার হাজার টাকা দিয়েছে।
.
আমার পরিবারটা মধ্যবিত্ত।একেবারে পিওর মধ্যবিত্ত যাকে বলে।সব সময় হিসেব করে চলতে হবে।একটুও বাড়তি খরচ করলে মাসের শেষে না খেয়ে থাকতে হবে!
বাবা একটা চাকরী করে, বেতন পায় ১৫ হাজার।আজকালকার যুগে পনেরো হাজার টাকায় তো এক সপ্তাহও চলা কঠিন।অথচ আমাদের চলতে হয় সারা মাস।
.
মা মূলত বাড়ির কাজই করে।তবে মায়ের কন্ঠটা খুব সুন্দর।ইসলামিক সংগীত প্রতিযোগিতায় ক'বার পুরষ্কারও জিতেছে!
তা যাই হোক,আমি আমার জীবনটাকে কখনোই ভালোবাসি না।কারন এই হিসেব করে চলা জীবন আমার কখনই পছন্দ না।ইদের সময় ভেবেছিলাম একটা দামী জুতো কিনবো।অথচ বাবা দিয়েছে মাত্র ৪ হাজার।এতে তো শুধু জুতোটাই হবে,জামা প্যান্ট কিনবো কি দিয়ে।
.
বাবা পরে আরো ৫০০ টাকা বাড়িয়ে পুরো টাকাটা আমার টেবিলের উপর রেখে যায়।আমি টাকাগুলো নিয়ে কতগুলো কথা শুনিয়ে বাসা থেকে বেরিয়ে যাই!
প্রচন্ড রাগ হচ্ছে! ফ্রেন্ড সার্কেলে কিভাবে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না।ওদের বলেছিলাম দামী জুতোটা কিনবো,তা হলো না।
পাড়ার দোকানটায় গিয়ে একটা গোল্ডলিফ ধরাই! কিছু ভালো লাগছে না।দু'টান দিয়ে সেটাও ছুড়ে ফেলি।
.
রিক্সা ডাক দিয়ে বাজারের দিকে যেতে বলি! ওখানে একটা ফ্রেন্ডের দোকান আছে।শুধু শার্ট বিক্রি করে!দেখি ওর কাছে ভালো কোনো শার্ট আছে কি না!
যেতে যেতে রিক্সাটা জ্যামে আটকে যায়।এমনিতেই মেজাজ খারাপ তার উপর পচন্ড গরম।
তারমধ্যে দেখি ৮ বছরের মতো হবে এমন একটা মেয়ে আমার হাত ধরে টানছে! হাতে কতগুলো গোলাপ!
.
-ভাইয়া,ভাইয়া একটা ফুল নিবেন? মাত্র ১০ টাকা!
-না...রে!
-নেন না ভাইয়া! একটা গোলাপই তো।নেন,খুব ভালো ঘ্রাণ!
-আহা! লাগবে না তো।যাচ্ছি মার্কেট,তোর গোলাপ নিয়ে কি করবো?
-ভাইয়া,একটা জামা কিনবো ইদের জন্য! নেন না ভাইয়া!
বেশ মায়া লাগলো।তারপর ২টা গোলাপ ২০ টাকা দিয়ে নিয়ে, রিক্সাওয়ালা মামাকে বললাম তাড়াতাড়ি চালাতে!গরমে মেজাজটা আরো গরম হয়ে যাচ্ছে!
.
দোকানে গিয়ে দেখি,ফ্রেন্ড নেই।ওয়েট করতে হবে! বসে পড়লাম,ফোনটা বের করে ফেসবুকে ঠুকলাম।দেখি আমার অন্য ফ্রেন্ডরা বড় বড় শপিং মলের চেক-ইন দিচ্ছে! এগুলো দেখে মেজাজটা আরো গরম হয়ে গেলো!
ফোনটা পকেটে রেখে চুপচাপ বসে আছি।একটু পর ফ্রেন্ড আসে!
ওর কাছে শার্ট দেখতে চাইলাম! নতুন কিছু শার্ট এসেছে।সেগুলো দেখছিলাম!
.
হঠাৎ ঘাড়টা ঘোরাতে গিয়ে দেখি সেই মেয়েটা দোকানের বাইরে দাড়িয়ে আছে!
গ্লাসের বাইরে থেকে ভিতরে ঝুলিয়ে রাখা শার্টগুলো দেখছে।কিন্তু আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে,মেয়েটা এই দোকানে কি করছে।এখানে তো শুধু ছেলেদের শার্ট!
.
হয়তো ভুলে চলে এসেছে,বুঝতে পারেনি।আমি আবার শার্ট দেখতে শুরু করি।একটু পর দেখি দোকানের এক কর্মচারী ওকে রাগ করছে!
আমি শার্টগুলো রেখে বাইরে বের হই।দেখি মেয়েটাকে খুব করে রাগারাগি করছে!
-এই ছেমরি,প্রত্যেকদিন তুই এই জায়গা আইসা দাড়ায় থাকো ক্যান? যেদিন টাকা নিয়ে আসতে পারবি সেদিন আসবি!
-কিন্তু, ততদিনে যদি ওই জামাটা বিক্রি হয়ে যায়? আমার তো ওটাই পছন্দ হইছে!
-হলে হইবো,এখন যা ভাগ।তোরে যেনো আর না দেখি এখানে!
.
কর্মচারীর কথায় কষ্ট পেয়ে মেয়েটা চলে যাচ্ছিলো।আমি ডাক দিয়ে জানতে চাইলাম,
-তুমি না বললে জামা কিনবে,এখানে তো সব শার্ট।শার্ট দিয়ে তুমি কি করবে?
-আমি একটা শার্টই কিনবো।ওই যে দেখতেছেননা ঝুলানো আছে,ওই শার্টটা কিনবো।
-কার জন্য?
-আমার বাবার জন্য!
-বাবার জন্য? তুমি এতটুকু একটা মেয়ে, বাবার জন্য শার্ট কিনবে?
-আসলে ৬ মাস আগে আব্বা রিক্সা চালাতে গিয়ে ট্রাকের সাথে এক্সিডেন্ট করে পায়ে আঘাত পায়! কাজে যাইতে পারে না।মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়!
প্রতিবছর আব্বা আমার জন্য নতুন জামা কিনে আনতো।কত খাবার কিনে আনতো।কিন্তু এবার আব্বা ঘর থেকেই বের হতে পারে নাই।তাই ভাবছি এবার আমি ফুল বেঁচে বেঁচে আব্বারে এই শার্টটা কিনে দিবো।আব্বার হাসিমুখ দেখলে আমারও খুব ভালো লাগে!
.
মেয়েটার কথাগুলো শুনে আমার চোখের কি হলো জানি না,শুধু ভিজেই যাচ্ছে।এতটা কান্না বোধহয় আমার আগে কখনো আসেনি।কি বলবো বা করবো কিছুই ভেবে পাচ্ছি না।স্তম্ভিত হয়ে বসে আছি! মেয়েটাকে জড়িয়ে ধরলাম।এত ছোট বাচ্চা একটা মেয়ে এত কিছু বোঝে অথচ আমি এত বড় হয়েও ইচ্ছামতো টাকা না দেবার জন্য বাবার মুখের উপর টাকা গুলো ছুড়ে মেরেছি!
খুব অমানুষ মনে হচ্ছে নিজেকে।নিজের জন্য,নিজের স্টাটাস বজায় রাখার জন্য দামী দামী জিনিস কিনেছি সব সময়।অথচ কখনো ভেবেই দেখিনি একটা মানুষ ১৫ বছর ধরে একই পাঞ্জাবী পরে ইদ কাটিয়ে দিচ্ছে!
ইদের আগের দিন মা ধুয়ে দিতো বাবা সেটা আয়রন করে পরতো!
ইদ উপলক্ষে বাবা-মাকে কখনো কিছু কিনতে দেখিনি।সব সময় আমাকেই কিনে দিতো।
.
এসব ভাবতে ভাবতে আরো বেশি কান্না আসছিলো!
চোখ মুছে মেয়েটাকে দোকানের ভিতর নিয়ে গেলাম।ফ্রেন্ডকে বললাম,শার্টটা দিতে।তারপর ওকে নিয়ে পাশের মার্কেটে গিয়ে ওর জন্য একটা জামা আর ওর মায়ের জন্য একটা শাড়ি কিনলাম।তারপর আমার বাবার জন্য একটা পাঞ্জাবী আর মায়ের জন্য একটা শাড়ী!
এগুলো নিয়ে হোটেল থেকে কিছু খাবার কিনে ওর বাড়ির দিকে যাই! যেমনটা ভেবেছিলাম,ছোট্ট একটা ঘর,বাবা শুয়ে আছে! ইফতারীর বেশী বাকী নেই।একটু পর ওর মা'ও আসে।তাদেরকে পুরো ঘটনাটা বলি।তারা তো তাদের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিলো।
আমি বিদায় নিয়ে চলে আসি,আসার সময় ইদের দিন মিতুকে আমাদের বাসায় আসার জন্য বলি! (মিতু মানে ওই মেয়েটা)
.
বাসায় ফিরে দেখি বাবা-মা বসে আছে ইফতারী নিয়ে।মা এগিয়ে এসে বলছে,
-বাবা,কেনাকাটা করেছো?
একটু পর বাবা একটা প্যাকেট নিয়ে আসে।আমাকে দিয়ে বলে "খুলে দেখ!"
খুলে দেখি,সেই জুতোটা।যেটা আমি কিনতে চেয়েছিলাম।কিন্তু এত টাকা বাবা কোথায় পেলো।মাকে জিজ্ঞেস করলাম,মা কিছু বলতে চাচ্ছে না।বাবাকে জিজ্ঞেস করলাম,বাবা বললো "তোর মায়ের যে কানের দুলটা ছিলো না? যেটা তোর দাদী তোর মাকে দিয়েছিলো,ওটা তোর মা বিক্রি করে দিয়েছে তোর জুতো কেনার জন্য"!
.
কি বলবো ভেবে পাচ্ছি না।মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছি।তারপর বাবার পা ধরে সকালের ব্যাপারটার জন্য ক্ষমা চাই।তারপর আমার ব্যাগ থেকে তাদের জন্য কেনা পাঞ্জাবী আর শাড়ীটা দেই।
তারা তো মহাখুশি! সাথে প্রচন্ড অবাক।এবার খুশিতে তারা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে!
.
আজ মিতু আমাকে শিখিয়ে দিয়েছে সুখে থাকার জন্য অনেক বেশী টাকার প্রয়োজন হয় না।যেটা আছে,যেভাবে আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকলেই সুখে থাকা যায়! এবং প্রত্যাশা যতো কম হবে,না পাওয়ার বেদনাও তত কম হবে।
একটু স্যাক্রিফাইজ করে সুখটাকে শেয়ার করলে দেখা যাবে আমরা সবাই সুখী....||
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা চিরন্তন সত্য যে সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। কেউ কেউ চেষ্টা না করেই বলে ওঠেন, আমার ভাগ্যে লেখা নেই, তাই সম্ভব নয়।
যারা চেষ্টা না করে সবসময় ভাগ্যকে দোষারোপ করেন, তারা পবিত্র কুরআনের এই আয়াতটি মনে রাখুন। সূরা আর রা’দ-এর ১১ নাম্বার আয়াতে মহান আল্লাহপাক বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’
আসুন আমরা চেষ্টা করি। হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। দ্বিতীয়-তৃত... more#অনুপ্রেরণার_গল্প
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা চিরন্তন সত্য যে সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। কেউ কেউ চেষ্টা না করেই বলে ওঠেন, আমার ভাগ্যে লেখা নেই, তাই সম্ভব নয়।
যারা চেষ্টা না করে সবসময় ভাগ্যকে দোষারোপ করেন, তারা পবিত্র কুরআনের এই আয়াতটি মনে রাখুন। সূরা আর রা’দ-এর ১১ নাম্বার আয়াতে মহান আল্লাহপাক বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’
আসুন আমরা চেষ্টা করি। হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। দ্বিতীয়-তৃতীয়বারের চেষ্টায়ও হয়তো ব্যর্থ হবেন, কিন্তু চতুর্থবার দেখবেন পুরোপুরি সফল না হলেও ৯৯ ভাগ সফল হয়েছেন। আসুন মণীষীদের রেখে যাওয়া কয়েকটি সূত্র মেনে চলি।
১। Stop Dreaming, Start Working: কাজ শুরু করে দিন। কাল থেকে, অমুক কাজটা করার পর, এভাবে এভাবে করবো- এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।
২। Be Yourself: দিন শেষে তো নিজেকে নিয়েই বেঁচে থাকা, তবে কেন এতো হৈ-হুল্লোড়! সবার সাথে মিশুন তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন- আপনার দুঃখের ভার কেউই নিতে চাইবে না, একইভাবে আপনার জীবনের সংকটগুলোও মুছে দেবার মতো কাউকে পাবেন না !
৩।Life is Busy, Take it Easy: সফল হতে চান তো? তবে নিশ্চিত আপনার জীবনে শ্রমের পরিমাণ বেশি সেই সাথে ব্যস্ততাও অধিক। জীবনটা আপনার কাছে ক্ষণিকের আনন্দময় হলেও বেশিরভাগ সময়ই তা কর্মময় ! নিরাশ হবেন না, মানিয়ে নিন এমন জীবন। একটু পরই যে সফলতার স্বাদ আপনি পেতে চলেছেন তা আপনার সব ক্লান্তি মুছে দেবে এক নিমিষে।
৪। Everyone But Only One: স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করে কতজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
৫।It's My Life: "আরে এটা তো আমার জীবন আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাবো না?" কি ভাবছেন? সিদ্ধান্ত আপনার ! আর উপায়? উত্তর- পরিশ্রম !
৬। Practice Makes a Man PERFECT- জেনে আর শিখে ক'জন জন্মায়? আপনার সফল হবার উত্তর তো এখানেই!!
৭।As I Believe :বিশ্বাস করতে হবে মন থেকে "আপনি পারবেন"!! "মনে হয় পারবো" এ কথার থেকেও বেশি শক্তিশালী "আমি বিশ্বাস করি আমি পারবো"।
৮। I Do: করবো, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত ভবিষ্যৎ দ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন-"আমি করছি, সফল হবো কিনা সেটা পরের কথা"!
৯।And I will Show: সবাই সফল হয়ে গেছে? আচ্ছা আপনিও হবেন, কেননা সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না !
কারণ আপনি আপনার ভিতরে বিশ্বাসের বীজ ইতোমধ্যে রোপণ করেছেন, চারা গজাতে তো একটু সময় লাগবেই!!!!!!
♦♦♦সফলতার_১০_মন্ত্র♥♥♥
১/ #স্বপ্ন_নয়_কাজ
স্বপ্ন না দেখে কাজ শুরু করে দিন।কাল থেকে,অমুক কাজটি করার পর, এভাবে এভাবে করব-এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।শুরু করে দিন তারপর ভাবুন-এরপর কি,কিভাবে করবেন।
২/#নিজেকে_নিয়ে
দিন শেষে তো নিজেকে নিয়েই বেচে থাকা।তাহলে কেন এত হইহুল্লোড়!সবার সঙ্গে মিশুন,তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন-আপনার দু:খের ভার কেউ নিতে চাইবেন না।একইভাবে আপনার জীবনের সংকটগুলো মুছে দেয়ার মতো কাউকে পাবেন না।নিজেকেই সব কিছু করতে হবে।সুতরাং নিজেকে নিয়ে ভাবুন। থাকুন নিজেকে নিয়ে।
৩/ #কর... more♦♦♦সফলতার_১০_মন্ত্র♥♥♥
১/ #স্বপ্ন_নয়_কাজ
স্বপ্ন না দেখে কাজ শুরু করে দিন।কাল থেকে,অমুক কাজটি করার পর, এভাবে এভাবে করব-এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।শুরু করে দিন তারপর ভাবুন-এরপর কি,কিভাবে করবেন।
২/#নিজেকে_নিয়ে
দিন শেষে তো নিজেকে নিয়েই বেচে থাকা।তাহলে কেন এত হইহুল্লোড়!সবার সঙ্গে মিশুন,তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন-আপনার দু:খের ভার কেউ নিতে চাইবেন না।একইভাবে আপনার জীবনের সংকটগুলো মুছে দেয়ার মতো কাউকে পাবেন না।নিজেকেই সব কিছু করতে হবে।সুতরাং নিজেকে নিয়ে ভাবুন। থাকুন নিজেকে নিয়ে।
৩/ #কর্মময়_জীবন
সফল হতে চান তো? তবে নিশ্চিত আপনার জীবনে শ্রমের পরিমান বেশি,সেই সঙ্গে ব্যস্ততাও বেশি।জীবনটা আপনার কাছে ক্ষনিকের আনন্দময় হলেও বেশিরভাগ সময়ই তা কর্মময়। নিরাশ হবেন না,মানিয়ে নিন এমন জীবন।একটু পরই যে সফলতার স্বাদ আপনি পেতে চলেছেন তা আপনার সব ক্লান্তি মুছে দেবে এক নিমিষে।
৪/#প্রত্যেকেই_তবে_একজনই
স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরনে কাজ করে কতজন?নিজেকে তাই কোন দলে ফেলবেন?স্বপ্নবিলাসী নাকি সফল ব্যাক্তিত্ব?
৫/#আমার_জীবন_আমারই
এটা আমার জীবন। আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাবো না?কী ভাবছেন?সিন্ধান্ত আপনার।আর উপায়?
উত্তর --পরিশ্রম।
৬/ #অনুশীলনে_পূর্ণতা
জেনে আর শিখে কেউ জন্মায় না।আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই।
৭/ #আমার_বিশ্বাস
মন থেকে বিশ্বাস করতে হবে---আপনি পারবেন। 'মনে হয় পারব' থেকে ও শক্তিশালী।
আমি বিশ্বাস করি আমি পারবো।
৮/ #আমি_পারি
আমি পারব।না পারার কোনো কারন দেখি না।সত্যি না পারার কোনো কারন দেখাতে পারবেন না।
৯/ #আমি_করব
করব,করেছিলাম,দেখা যাক----অবান্তর এমন সব অতীত ভবিষ্যৎ দ্রষ্টামার্কা কথাবার্তা ত্যাগ করুন।সরাসরি স্পষ্ট ভাষায় বলুন---- আমি করছি। সফল হবো কিনা সেটা পরের কথা।
১০/#শেষ_দেখবই
আশেপাশের সবাই সফল হয়ে গেছেন?আচ্ছা, আপনি ও হবেন। কারন সফল না হওয়া পর্যন্ত আপনি তো থামবেন না।
সংগৃহীত
শুভকামনা সবার জন্য।✌🖤
মানুষ হিসেবে তিনি মহান ,তিনি শক্তির এক রুপ ।তিনি একজন কর্মঠ মানুষ ,তিনি প্রধানমন্ত্রী হয়েও সাধারন জীবনযাপনে অভ্যস্ত ।মানবতার মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা । #অনুপ্রেরণা