আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে
আইসিসির বর্তমান পূর্ণ সদস্যদেশ ১২ সহযোগী সদস্য ৯২টি যার মধ্যে ওডিআই স্টেটাস পেয়েছে ৮টি দেশ। আইসিসি প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতে।
বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন:
১.প্রথম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়?
-৭-১১ জুন ১৯৭৫, ইংল্যান্ড।
২.কোন কোন বিশ্বকাপ ক্রিকেটে ৬০ ওভারের খেলা প্রচলিত হয়?
-১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩।
৩.কোন বিশ্বকাপ ক্রিকেট থেকে ৫০ ওভারের ম্যাচ খেলা প্রচলন হয়?
-১৯৮৭ সালে।
৪.প্রথম ১৫ ওভারে বাধ্যতামূলক ফিল্ডিং পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপে?
-১৯৯২ বিশ্বকাপে।
৫.রঙিন পোশাক, সাদা বল, ও দিবারাত্রীর প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে থেকে?
-১৯৯২ সাল থেকে।
৬.২০ ওভারের পাওয়ার প্লে পদ্ধতি চালু হয় ক... moreবিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন:
১.প্রথম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়?
-৭-১১ জুন ১৯৭৫, ইংল্যান্ড।
২.কোন কোন বিশ্বকাপ ক্রিকেটে ৬০ ওভারের খেলা প্রচলিত হয়?
-১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩।
৩.কোন বিশ্বকাপ ক্রিকেট থেকে ৫০ ওভারের ম্যাচ খেলা প্রচলন হয়?
-১৯৮৭ সালে।
৪.প্রথম ১৫ ওভারে বাধ্যতামূলক ফিল্ডিং পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপে?
-১৯৯২ বিশ্বকাপে।
৫.রঙিন পোশাক, সাদা বল, ও দিবারাত্রীর প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে থেকে?
-১৯৯২ সাল থেকে।
৬.২০ ওভারের পাওয়ার প্লে পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপ থেকে?
-২০১১ সালের।
৭.বিশ্বকাপে কে কার এক ওভারে ৬টি ছক্কা অর্থাৎ ৩৬ রান করেন?
-দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, বোলার নেদারল্যান্ডসের ডান ভ্যান বাঙ্গি (২০০৭ সালে)।
৮.বিশ্বকাপ ক্রিকেটে অ্যাম্পায়ার হিসেবে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেন কে?
-ডেভিড শেফার্ড, ইংল্যান্ড।
৯.বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টানা ৪ বার কে আম্পায়ারিং করেন?
-স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ)।
১০.একমাত্র ব্যক্তি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলার পাশাপাশি আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েন কে?
-কুমার ধর্মসেনা (শ্রীলংকা)।
১১.বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ টানা বেশি ম্যাচ জয়লাভ করে?
-অস্ট্রেলিয়া।
১২.বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ কত রান তাড়া করে জয় পায়?
-৩২৯/৭ আয়ারল্যান্ড; ইংল্যান্ডের বিপক্ষে।
১৩.বিশ্বকাপ ক্রিকেটে টানা সর্বাধিক জয় কোন দলের?
-অস্ট্রেলিয়া, ২৫টি।
১৪.বিশ্বকাপ ক্রিকেটে টানা অপরাজিত দল কোনটি?
-অস্ট্রেলিয়া, ৩৭টি ম্যাচে।
১৫.বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটে টানা ৪ সেঞ্চুরী করেন কে?
-কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা); ২০১৫।
১৬.বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বয়ো:জেষ্ঠ্য খেলোয়াড় কে?
-নোলান ক্লার্ক, ৪৭ বছর ২৯৭ দিন।
১৭.বিশ্বকাপ ক্রিকেটে সর্বকণিষ্ঠ খেলোয়াড় কে?
-নীতিশ কুমার।
১৮.বিশ্বকাপ ক্রিকেটে মোট সেঞ্চুরী কত?
-১৯৬টি।
১৯.বিশ্বকাপ ক্রিকেটে টাই ম্যাচ কতটি?
-৫টি।
২০.বিশ্বকাপ ক্রিকেটে মোট এ পর্যন্ত কতটি দেশ অংশগ্রহণ করেছে?
-২০টি।
২১.প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কে ১৭৪ বলে ৩৬ রান করেন?
-সুনীল গাভাস্কার।
অরবিন্দ ডি সিলভা (শ্রীলংকা) – ১০৭ – অস্ট্রেলিয়া – ১৭ মার্চ ১৯৯৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ১৪০ – ভারত – ২৩ মার্চ ২০০৩
অ্যাডাম গিলক্রিস্ট – ১৪৯ – শ্রীলংকা – ২৮ এপ্রিল ২০০৭
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) – ১০৩* - ভারত – ২ এপ্রিল ২০১১