University Admission Update

Information

  • Public (anyone can view and join)
  • A group for admission seekers students. You will get all the info about admission test here. 

Recent Activities

  • Arif Mahmud
    দেশের ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়— চুয়েট, কুয়েট ও রুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে।
    তবে এদের সঙ্গে বুয়েট থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
  • RIDWANA  QUADER  RAKA


    ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কীভাবে হবে তা ঠিক করেছে বিশ্ববিদ্যালয়গুলো। ১০০ নম্বরের এই পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ)। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না।
    অর্থাৎ একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে। এই পরীক্ষার মাধ্যমেই নিজ বিভাগের পাশাপাশি অন্য বিভাগভুক্ত বিষয়েও ভর্তি হওয়া যাবে। সেভাব...  more
  • Arif Mahmud
    👉👉গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে।

    👉👉বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট থাকবে না।

    #গুচ্ছ_পদ্ধতির_সম্ভাব্য_মানবন্টন

    💥💥 ইউনিট-০১ (বিজ্ঞান) মান বন্টন পদার্থ -২০ রসায়ন -২০ জীববিজ্ঞান,উচ্চতর গনিত, আইসিটি এই ৩ টা হতে যেকোনো ২ টা উওর করতে হবে ৪০ নাম্বার এবং বাংলা -১০ ইংরেজি -১০

    💥💥 ইউনিট-০২ (মানবিক) মান বন্টন বাংলা -৪০ ইংরেজি -৩৫ আইসিটি -২৫

    💥💥 ইউনিট-০৩ (বানিজ্য ) মান বন্টন একাউন্টটিং - ২৫ বিজনেস ম্যানেজমেন্ট-২৫ আইসিটি -২৫ বাংলা ও ইংলিশ ল্যাঙ্গু...  more
  • RIDWANA  QUADER  RAKA
    রাবিতে এমসিকিউতে ভর্তি পরীক্ষা

    ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষা কেবল এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। আগামী বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষাসংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা ভর্তি পরীক্ষা...  more
  • Arif Mahmud
    রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেটঃ

    👉সেকেন্ড টাইম থাকছে না।
    👉 পরীক্ষা হবে তিন ইউনিটে।
    👉প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩০ হাজার জন পরীক্ষা দিতে পারবেন।
  • Arif Mahmud
    ভর্তি পরীক্ষায়-
    চান্স তুমি পাবে কিনা, তুমি-ই তোমার মাপকাঠি
    কয়েকটি প্রশ্ন:
    1. প্রতিদিন নিয়মিত পড়ছো তো?
    2. দিনের বেশিরভাগ সময় কি পড়ার জন্য ব্যয় হচ্ছে?
    3. বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে তো?
    4. যে পড়াটি একেবারেই অপ্রয়োজনীয় সেগুলো বেঁচে বের করতে পেরেছো তো?
    5. তুমি কি এখনও বুঝে উঠতে পারছ না এই অল্প সময়ে এডমিশনের প্রস্তুতি কিভাবে নেবে?
  • Arif Mahmud
    🔔 বিইউপি ভর্তি পরীক্ষা ২০২০-২১ 🔔

    👉 বিইউপি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ - ১৭ ফেব্রুয়ারি।

    👉 পরীক্ষা অনুষদ ভিত্তিক অনুষ্ঠিত হবে।

    👉 ভর্তি পরীক্ষা অফলাইনে হবে।

    👉 ভর্তি পরীক্ষার সম্ভাব্য ভেন্যু: BUP, MIST, Mirpur Cantonment Public School & College.
  • Arif Mahmud
    ১৯ বিশ্ববিদ্যালয়ে এবার হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা!!

    -UGC
    গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-
    1. ইসলামী বিশ্ববিদ্যালয়
    2. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    3. খুলনা বিশ্ববিদ্যালয়
    4. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    5. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    6. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    7. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
    8. কুমিল্লা বিশ্বদ্যিালয়
    9. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 10. যশোর বিজ্ঞান ও প্রয...  more
  • Arif Mahmud
    এ বছর থেকে চালু হতে যাচ্ছে সুনামগঞ্জের "বঙ্গবন্ধু মেডিকেল কলেজ"।
    নতুন এ মেডিকেল কলেজের ৫০ টি আসন সহ দেশে মেডিকেল কলেজেসমূহের মোট ২৮২ টি আসন বৃদ্ধি করা হয়েছে।
  • Arif Mahmud
    আপডেট:
    চবির ভর্তি পরীক্ষা মার্চে!
    মার্চের শেষ সপ্তাহে চবির ভর্তি পরীক্ষা হতে পারে,এবছর ৫০ মার্ক এমসিকিউর সাথে ৫০ মার্ক রিটেন থাকার ব্যাপারেও আলোচনা চলছে।
  • Arif Mahmud
    বিভাগীয় শহরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা।
  • Arif Mahmud