একদিন আকাশে ফুটবল খেলব মারাদোনার সাথে: পেলে

একদিন আকাশে একসাথে ফুটবল খেলবেন দুই সর্বকালের সেরা দিয়েগো মারাদোনা ও পেলে। আর্জেন্টাইন কিংবদন্তীর মৃত্যুর পর এমনই প্রতিক্রিয়া ব্রাজিলিয়ান লেজেন্ডের। মারাদোনার মৃত্যুতে শোকাহত লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ডেভিড বেকহামের মতো বর্তমান ও সাবেক তারকারা। যেখানে বাদ যান নি বাংলাদেশের ক্রিকেটাররাও।দিয়েগো আরমান্দো মারাদোনা শুধু একজন কিংবদন্তী নন, একটি আবেগের নাম। যার আবেশে জড়িয়ে আছে ফুটবল, থাকবে চিরকাল। তিনি নেই, তবুও আছেন। যতদিন থাকবে ফুটবল, কখনো ধূসর হবে না এ রাজপুত্রর নাম; ধ্রুব সত্যর ন্যায় জ্বল জ্বল করবে, সর্বকালের সর্বসেরার উপাখ্যান।মারাদোনার উত্তরসূরী বলা হয় যাকে, সে লিওনেল মেসি শোকে কাতর। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ ছিলেন মারদোনা। সে সময়ের স্মৃতি ফিরে এসেছে লিওনেল মেসির বার্তায়। এলএমটেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মারাদোনা অমর।ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, এক বন্ধুকে হারিয়েছেন তিনি। মারাদোনাকে অপ্রতিদ্বন্দী জাদুকর বলেছেন সিআর সেভেন।শোকে পাথর গ্যারি লিনেকার। তর্কহীনভাবে সর্বকালের সেরা বলেছেন এ ইংলিশ লেজেন্ড।মারাদোনার মৃত্যু স্তব্ধ করে দিয়েছে পুরো বিশ্বকে। ডেভিড বেকহাম, রোমারিও, বাতিস্তুতাদের মতো সাবেকদের সাথে শোকের মাতম তুলেছেন নেইমার, পল পগবা, হ্যারি কেইনদের মতো বর্তমানরা।বাদ যান নি অন্য খেলার তারকারাও। উসাইন বোল্ট হোন কিংবা সৌরভ গাঙ্গুলী কিংবদন্তীর বিদায়ে ব্যথিত সবাই। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও। মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসানরা শোক বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব জানিয়েছেন, মারাদোনা ছিলেন বলেই ফুটবল এতো আনন্দ দেয়। সামনে থেকে না দেখতে পারার আক্ষেপ ঝরেছে মাশরাফীর পোস্টে। তামিম, মোস্তাফিজরাও শোকাহত।
Posted in News Blogs on November 26 2020 at 10:24 AM

Comments (0)

No login
color_lens
gif