প্রথম দেশ হিসেবে সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ঠেকাতে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করলো রাশিয়া। শনিবার থেকে মস্কোর ৭০টি হাসপাতাল ও ক্লিনিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া শুরু হলো রাশিয়ার নিজস্ব টিকা ‘স্পুটনিক-ফাইভ’।

টিকা প্রদানের তালিকার রয়েছেন উচ্চ ঝুঁকিসম্পন্ন ডাক্তার-চিকিৎসাকর্মী, শিক্ষক ও সমাজসেবাকর্মীরা। গুরুত্ব দেয়া হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে, অন্ত্বসত্ত্বা বা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন- এমন ব্যক্তিদের ক্ষেত্রে শিথিল বিধিমালা।

২১ দিনের ব্যবধাণে দুটি ডোজ গ্রহণ করতে হবে এ প্রতিষেধকের। আপাতত রাজধানী মস্কো’তে শুরু হলেও, আগামী সপ্তাহ থেকে গোটা দেশে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরই ২০ লাখ ডোজ তৈরির প্রত্যাশা রাশিয়ার।

Posted in News Blogs on December 07 2020 at 12:55 AM

Comments (1)

No login
color_lens
gif