আইসিটি বিভাগের মাধ্যমে উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

আইসিটি বিভাগের মাধ্যমে উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর ফলে গবেষণা ও উন্নয়নে দেশের তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমেই বেরিয়ে আসছে ভবিষ্যতের প্রযুক্তি বিজ্ঞানী ও নেতা।
 
ডিজিটাল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য উদ্ভাবন। আর সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রান্তিক মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতেইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনের মধ্য দিয়ে। একইসময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সেবা নীতিমালা অনুমোদন দেয়ায় দেশে বিকাশ এর মতো এমএফএস বিপ্লব ঘটে। দেশের ৯ কোটি মানুষ এই সেবাটি ব্যবহার করছে। একইভাবে রাইড শেয়ার আত্মপ্রকাশের মুহূর্তে স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়ায় জননেত্রী শেখ হাসিনার সরকার। যার ফলশ্রুতিতে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ ১০০ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল পায়।
Posted in News Blogs on December 07 2020 at 06:53 PM

Comments (1)

No login
color_lens
gif