এক রকেটে ৪ দেশের ৪ নভোচারী

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের ‘ক্রু-৭’ মিশন পরিচালনার উদ্দেশ্যে স্পেসএক্স-এর রকেটে চারজন নভোচারী পাঠিয়েছে।

স্পেসএক্স ক্রু-৭ মিশনটি নাসার সপ্তম বাণিজ্যিক ক্রু রোটেশন মিশন। রোববার ২৭ আগস্ট স্থানীয় সময় ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। মজার ব্যাপার হলো, রকেটে থাকা এই চার নভোচারীর মধ্যে চারজনই ভিন্ন দেশের। এর আগে নাসা স্পেসএক্স ফ্লাইটে দুই বা তিনজন মহাকাশচারীকে পাঠিয়েছিল। এবার সেই সংখ্যাই বেড়ে চার হলো।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছাতে প্রায় ২৯ ঘণ্টা সময় লাগবে। এরপর সেখানে উপস্থিত ৪ জন নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

এ মিশনের চার নভোচারীর মধ্যে রয়েছেন নাসার জাসমিন মোঘবেলি, ইউরোপীয় মহাকাশ সংস্থা ‘ইএসএ’র আন্দ্রেয়াস মোগেনসেন, ‘জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’ থেকে সাতোশি ফুরাকাওয়া ও রাশিয়ার কোনস্তান্তিন বরিসভ।

Posted in Edtech Blogs on August 31 2023 at 03:22 PM

Comments (0)

No login
color_lens
gif