ক্লিনার অ্যাপ ‘ক্লিন’ করছে গুগল

প্লেস্টোরকে বিভিন্ন ম্যালওয়্যার ও ক্ষতিকর অ্যাপ থেকে রাখতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাপ সরিয়ে নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না। অনেক সময় ভুয়া অ্যাপের কারণে ভালোগুলোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি প্লেস্টোর থেকে এসডি মেইডসহ বেশকিছু ক্লিনার অ্যাপ অপসারণ করেছে গুগল। অপসারণ করা অ্যাপগুলোর ডেভেলপার রেডিটে তাদের দুর্দশার কথা জানিয়েছে এবং হঠাত্ অ্যাপ অপসারণের পাশাপাশি অ্যাকাউন্ট বাতিলের কথাও বলেছে। 

এসডি মেইড অ্যাপটি অপসারণের কারণ হিসেবে গুগলের স্টকওয়্যার নীতিমালা ভঙ্গের কথা বলা হয়েছে। তবে ডেভেলপারের দাবি অ্যাপটিতে এমন কোনো ফিচার ছিল না যা ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত ও তথ্য সংগ্রহ করে। এমনকি গিটহাবেও এসডি মেইডের সোর্স কোড তালিকাভুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/এআই
Posted in Edtech Blogs on August 31 2023 at 02:48 PM

Comments (0)

No login
color_lens
gif