সৌদি আরব যেখানে কিছুদিন আগে নারীরা ড্রাইভিং করার অনুমতি পেয়েছে ! কিন্তু সৌদির ৯৫% নারীরা নিকাব পরে, তাই নিকাবধারী সৌদিয়ান কোন নারীর ড্রাইভিং লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্সের সাথে চেহেরা মিল খুজতে কোন নারীর নিকাব খুলতে হবে না (মানে চেহেরার উপর দিয়ে কাপড় সরাতে হবে না) পরপুরুষের সামনে ! তাই সেজন্য সৌদির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন ডিভাইস ; চেকপয়েন্ট পুলিশ যখন কোন ড্রাইবরত নারীর লাইসেন্স চেকিং করবে তখন ঔ নারী মুখের উপর দিয়ে পর্দা সরাতে হবে না শুধু ডিভাবাইসে ফিঙ্গার প্রেস করলে তার পরিচয় সনাক্ত করা যাবে !!
আধুনিকতা ও অশ্লীলতা একবিষয় না ; ইসলাম আধুনিকতা সাপোর্ট করে কিন্তু অশ্লীলতা সাপোর্ট করে না ! আধুনিকতার সঙ্গে ইসলামের বিরোধ নেই বরং ইসলাম হলো আধুনিক বিশ্বের প্রবর্তক।
আধুনিকতা ও অশ্লীলতা একবিষয় না ; ইসলাম আধুনিকতা সাপোর্ট করে কিন্তু অশ্লীলতা সাপোর্ট করে না ! আধুনিকতার সঙ্গে ইসলামের বিরোধ নেই বরং ইসলাম হলো আধুনিক বিশ্বের প্রবর্তক।
Comments (0)