মিলাদ শরীফ প্রসঙ্গে
রচিত কতিপয় বিখ্যাত কিতাব।
পর্ব নং {৫২)
===================================
মিলাদ সংক্রান্ত বিষয়ে রচিত কিতাব সমূহের সংখ্যা অনেক বেশি। এ কিতাব সমূহের মাঝে কতিপয় রয়েছে কাব্যকার, কতিপয় সংক্ষেপ, কতিপয় অতিদীর্ঘ, কতিপয় মধ্যম আকারে। আমি এ সামান্য ছোট লেখার মাধ্যমে সকল কিতাব এর পরিপূর্ণ সংখ্যা উল্লেখ করতে চাইনা। যেহেতু কিতাবের সংখ্যা বেশি ও ব্যাপক। অনুরূপভাবে আবার একেবারে সংক্ষেপ করণার্থে উহার কতিপয় উল্লেখ করে ও পারব না যেহেতু এই কিতাব গুলো তাদের মাঝে কোনটি কোনটির চাইতে নিম্নমানের নয়। যদিও এগুলোর কতিপয় কতিপয় অপেক্ষা ফজিলতপূরণ। এ কারণে এখানে আমি ঐ সকল বড় বড় ওলামা একরামের কতিপয় কিতাব উল্লেখ করব, যারা হলেন হাফেজে হাদিস, দিনের ইমাম যারা এ বিষয়ে কিতাব রচনা করেছেন, এবং যাদের হতে মিলাদ শরীফ এর ব্যাপারে প্রসিদ্ধ কিতাব রচিত আছে। তারা হলেন,
কিতাব নং {০১}
----------------------------------------------
الإمام المحدث الحافظ عبد الرحمان بن على الشهير بابي لفرج بن الجوزي.
তিনি ৫৯৭ হিজরীতে ইন্তেকাল করেন। তার মিলাদ গ্রন্থের নাম (العروس) মিসরে গ্রন্থখানা বহুবার ছাপা হয়েছে।
কিতাব নং {০২}
----------------------------------------------
الإمام المحدث المسند الحافظ ابو الخطاب عمر بن على بن محمد المعروف بابن دحية للكلبي.
তিনি ৬৩৩ হিজরীতে ইন্তেকাল করেন। তাঁর রচিত গ্রন্থ খানা অনেক বড়। যা বহুবিধ উপকারী বিষয় ও তাহকিকাত কে অন্তর্ভুক্ত করেছে। যাকে নামকরণ করেন- التنوير في مولد البشير والنظير দামেস্কের المكتبة الاسد এর
মাঝে এই কিতাবের একটি হস্তলিপি রয়েছে।
কিতাব নং {০৩}
----------------------------------------------
الامام شيخ القراء وامام القراءت في عصره الخافظ المحدث المسند ابو الخير شمس الدين محمد بن عبد الله الجزري الشافعي.
তিনি ৬৬০ হিজরীতে ইন্তেকাল করেন। তার মিলাদ গ্রন্থের নাম হলো, عرف التعريف بامولد الشريف এই কিতাব খানার একটি কপি মাকতাবাতে বায়েজিদ বোস্তামী রহঃ এ রয়েছে ।
কিতাব নং {০৪}
----------------------------------------------
الامام المفتى المؤرخ المحدث الحافظ عماد الدين اسماعيل بن عمر بن كثير صاحب التفسير الشهير والتاريخ والسنن.
যিনি ৭৭৪ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি মিলাদ গ্রন্থ রচনা করেন যা শেষ সংস্করণে ডক্টর সালাউদ্দিন মুনজিদ এর তাহকিক সহ প্রকাশ করা হয়।
কিতাব নং {০৫}
----------------------------------------------
الامام الكبير والعلم الشهير حافظ الإسلام وعمدة الانام ومرجع المحدثين الاعلام الحافظ عبد الرحيم بن الحسين بن عبد الرحمن المصري الشهير بالحافظ العراقي.
তিনি ৭২৫ হিজরীতে জন্মগ্রহণ করেন। এবং ৮০৮ হিজরীতে ইন্তেকাল করেন। তার মূল্যবান একখানা মিলাদ গ্রন্থ রয়েছে যার নাম, المورد الهني في مولد النبي
এ কিতাব খানার একটি হস্তলিপি রয়েছে।
কিতাব নং {০৬}
----------------------------------------------
الامام المحدث الحافظ محمد بن ابي بكر بن عبد الله القيسي الدمشقي الشافع المعروف بالحافظ ابن ناصر الدين الدمشقي.এমহা মনীষী ৭৭৭ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং ৮৪২ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি মিলাদ শরীফ এর ব্যাপারে বহু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে, الجامع الاثار في مولد النبي المختار
কিতাবটি তিন খন্ডে রচিচ।
اللفظ الرائق في مولد الخير الخلاءق
এই কিতাব খানার এটটি অনুলিপি মক্কা মুকাররমার মাকতাবাতে রয়েছে।
مورد الصادي في مولد الهادي
এই কিতাবখানা মদিনা-মনোয়ারাতে পাওয়া যায়।
কিতাব নং {০৭}
----------------------------------------------
الامام المؤرخ الكبير والحافظ الشهير محمد بن عبد الرحمن القاهري المعروف بالحافظ السخاوي.
এই মহান ব্যক্তি ৮৩১ হিজরীতে জন্মগ্রহণ করেন, এবং ৯০২ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি বহু উপকারী গ্রন্থেসমূহর প্রণেতা। বিশেষ করে الضوء اللامع গ্রন্থ তারই রচিত। তিনি মিলাদের ওপর একখানা কেতাব রচনা করেন যার নাম হল-
الفخر العلوي في المولد النبوي .
কিতাব নং {০৮}
----------------------------------------------
العلامة الفقهية السيد على زين العابدين السمهوري الحسنى المؤرخ المدينة المنورة.
তিনি ৯১১ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি মিলাদ শরীফ এর ব্যাপারে ৩০ পৃষ্ঠার ছোট একটি পুস্তিকা রচনা করেন, যার নাম করণ করা হয়- الموارد الهنية في مولد خير البرية এ গ্রন্থে হস্তলিপি মদিনা, মক্কা, ও তুরস্কে লাইব্রেরীতে রয়েছে।
কিতাব নং {০৯}
----------------------------------------------
الحافظ وجيه الدين عبد الرحمن بن على بن محمد الشيباني اليمني الزبيدي الشافعي المعروف بابن الديبع
এমহা মনীষী ৮৬৬ হিজরীতে মহররম মাসে জন্মগ্রহণ করেন, এবং ১২ই রজব শুক্রবার ৯৪০ হিজরীতে ইন্তেকাল করেন। এ মহা মনীষী তার যুগের সর্বশ্রেষ্ঠ হাদীস শাস্ত্রবিল আলেম ছিলেন। সকল শ্রেনীর ওলায়ে কেরাম তার সনদে হাদিস বর্ণনা করেন। তিনিও মিলাদ শরীফের উপর এক খানা প্রামাণ্য গ্রন্থ রচনা করেন।
কিতাব নং {১০}
----------------------------------------------
العلامة الفقهية الحجة شهاب الدين احمد بن حجر الحيتمي
এ মহা মনিষী ৯৭৪ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি শাফী মাযহাবের প্রখ্যাত মুফতি ছিলেন। তিনি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যাপারে এক খানা গ্রন্থ রচনা করেন, যা ৭১ পৃষ্ঠা সম্বলিত, যার নাম হল- .اتمام النعمة على العالم بمولد سيد ولد ادم
তার আরো একখানা মিলাদ গন্ধ রয়েছে, যা মিশর হতে ছাপানো হয়। যার নাম হলো- النعمة الكبرى على العالم بمولد سيد ولد ادم
কিতাব নং {১১}
----------------------------------------------
হযরত আল্লামা ইব্রাহীম মজুরি রহঃ হযরত ইবনে হাজার রহঃ এর মিলাদ গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন যার নাম দেওয়া হয়- تحفة البشري على مولد ابن حجر
কিতাব নং {১২}
----------------------------------------------
العلامة الفقهية الشيخ محمد بن احمد الشر بيني الخطيب. এ মহামনীষী ৯৭৭ হিজরীতে ইন্তেকাল করেন, ৩৫০ পৃষ্টায় একখানা মিলাদ গ্রন্থ রচনা করেন।
কিতাব নং {১৩}
----------------------------------------------
العلامة المحدث المسند الفقيه الشيخ نور الدين على بن سلطان الهروي المعررف بالملاعلي القاري.
এ মহামনীষী ১০১৪ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি মিশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। যার নাম- مرقاة المفاتيح হযরত আল্লামা ইছামী রহঃ তার প্রশংসা করেন বলেন, আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি উনার উলুমে আকলী ও নকলী সকল প্রকারের ইলমের অধিকারী মহা জ্ঞানীদের একজন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিলাদের ব্যাপারে এক খানা গ্রন্থ রচনা করেন, যার নাম- المورد الروي في المولد النبي
(হযরত আল্লামা সাইয়েদ মুহাম্মাদ ইবনে আলভী আল মালেকী আল হাচানী রহঃ বলেন) আমি আল্লাহর ইচ্ছায় এ কিতাবখানার টিকা-টিপ্পনি লিখেছি এবং المطبعة السعادة থেকে সর্বপ্রথম আমার টিকাওয়ালা কিতাবটি ১৪০০ হিজরী মোতাবেক ১৯৮০ইং সনে মিশর হতে প্রথম বার ছাপানো হয়েছে।
কিতাব নং {১৪}
----------------------------------------------
العلامة المحدث المسند السيد جعفر بن حسن بن عبد الكريم البر زنجي مفتي الشافعي بالمدينة المنورة.
এমাহা মনীষীর ইন্তেকালের ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কতিপয় ওলামা একরাম বলেন, তিনি ১১৭৭ হিজরীতে ইন্তেকাল করেন। আল্লামা الزبيدي তার المعجم المختص নামক কিতাবে বলেন, তিনি ১১৮৪ হিজরীতে ইন্তেকাল করেন। আল্লামা الزبيدي তার সাক্ষাৎ পেয়েছেন এবং মসজিদে নববীতে তার পাঠদানে অংশগ্রহণ করেছেন। তিনি প্রসিদ্ধ এখানে মিলাতে গ্রন্থ রচনা করেন, مولد البر زنجي যার নামের প্রসিদ্ধতা সকলের মাঝে রয়েছে বলে। তবে কিতাব খানার মুল নাম হলো, عقبد الجوهر في مولد النبي الأزهر তার গ্রন্থখানা মিলাদ গ্রন্থসমূহের মাঝে সকল আরব বিশ্বে ব্যাপক প্রচলিত রয়েছে। আরবও আজমের বহু লোকে তার গ্রন্থখানা সংরক্ষণ করেছেন। এবং বহুদীনি পাঠশালায় সিলেবাস করা হয়েছে। এ গ্রন্থখানার মাঝে প্রয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা হয়েছে। যেমন, জন্ম, আবির্ভাব, চরিত্র, ইন্তেকাল। এই গ্রন্থ খানার মূল্যবান ব্যাখ্যাগ্রন্থ রয়েছে, যার নাম হল-
القول المنجي على مولد البر زنجي.
কিতাব নং {১৫}
----------------------------------------------
العلامة ابو البر كات احمد بن محمد بن احمد العدي الشهير بالدردير.
এই মহামনীষী ১২০১ হিজরীতে ইন্তেকাল করেন। তার একখানা সংক্ষিপ্ত মিলাদ গ্রন্থ রয়েছে। যাকে মিশর হতে ছাপানো হয়েছে। এ গ্রন্থখানার সমৃদ্ধ হাশিয়া রচনা করেছেন হযরত আল্লামা
الشيخ ابراهيم بن محمد بن احمد البيجوري.
কিতাব নং {১৬}
----------------------------------------------
العلامة الشيخ عبد الهادي نجا الابياري المصري.
এ মহামনীষী ১৩০৫ হিজরীতে ইন্তেকাল করেন। তার একটি সংক্ষিপ্ত হস্তলিখিত মিলাদ গ্রন্থ রয়েছে।
কিতাব নং {১৭}
----------------------------------------------
الامام العارف بالله المحدث المسند السيد الشريف محمد بن جعفر الكتاني الحسني.
এই মহান ব্যক্তিত্বের ১৩৪৫ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি মিলাদ এর উপরে একখানা গ্রন্থ রচনা করেন, যার নাম হলো- بمولد اليمن والاسعاد خير العباد
এ কিতাবটি একটি ছোট পুস্তিকা, যার পৃষ্ঠা সংখ্যা ৬০। ১৩৪৫ হিজরীতে এ কিতাবখানা ছাপানো হয়েছে। হাদীসের বিশ্লেষণ ও ইতিহাস বিষয়ক বহু জরুরী এলেম এই কিতাবে রয়েছে।
কিতাব নং {১৮}
----------------------------------------------
السيد محمد بن علوى المالكي الحسنيرالهاشمي رحمه الله تعالى. خادم العلم الشريف بالبلد الحران
এ মহান ইসলামী স্কলার ১৫ই রজব ১৪২৫ হিজরীর শুক্রবার সুবহে সাদিকের সময় মক্কা শরীফে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার রচিত মিলাদ গ্রন্থের নাম হচ্ছে -
حول ذكرى الاحتفال بالمولد النبي صلى الله عليه وسلم
তিনি ইলমী বিষয়ে ৩৮ টির উর্ধে মহা মূল্যবান কিতাব রচনা করেছেন।
কিতাব নং {১৯}
----------------------------------------------
العلامة المحقق الشيخ يوسف بن اسماعيل النبهاني.
এ মহান সাধক ১৩৫০ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি কাব্যাকারে একখানে মিলাদ গ্রন্থ রচনা করেন, যার নামকরণ করেন-جوهر النظم البديع في مولد الشفيع
বৈরুত হতে এ কিতাব বহুবার ছাপানো হয়েছে।
কিতাব নং {২০}
----------------------------------------------
মিলাদের ওপর গুরুত্বপূর্ণ কিতাবসমুহের মাঝে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিতাব হলো-
هيئة الأمر بالمعروف والنهي عن المنكر
এর প্রধান জনাব, عبد العزيز بن محمد بن الشيخ এর
রচিত কিতাব بعثه النصطفي صلى الله عليه وسلم
হজরত শাইখ رشيد رضا রচিত মিলাদ গ্রন্থ- ذكر المولد وخلاصة السيرة النبوية وحقيقة الدعوة الإسلامية
এই কিতাবটি মিলাদ এর ব্যাপারে রচিত কিতাব সমূহের মাঝে গুরুত্বপূর্ণ কিতাব।
আল্লাহ তায়ালার দরবারে আমি এর পূর্ণতা ও প্রকাশ কামনা করছি। এবং মহান আল্লাহতায়ালা যেন আমার এ খেদমতকে তার সন্তুষ্টি কামনায় ওসিলা করেন।
দরুদ, ছালাম, শতকোটি বরকত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম সকলের উপর।
كاتب
السيد محمد بن علوى المالكي الحسني رحمه الله تعالى
خادم العلم الشريف بالبلد الحران .
আলহামদুলিল্লাহ মিলাদ শরীফ ও কিয়ামের উপর ১১৫টি দলীলের সমণ্যয়ে ৫২ পর্বের বিশাল প্রবন্ধ লেখা এখানেই শেষ হলো। আল্লাহ তায়ালা যেন আমার এই লেখা গুলো ইসলামের জন্য কবুল করেন আমিন ।
Comments (0)