হাশরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান!..
সহীহ মুসলিম-এর ২৫৬৯ নং হাদীস--
.
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : " ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻳَﻘُﻮﻝُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ : ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﻣَﺮِﺿْﺖُ ﻓَﻠَﻢْ ﺗَﻌُﺪْﻧِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻛَﻴْﻒَ ﺃَﻋُﻮﺩُﻙَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻥَّ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻧًﺎ ﻣَﺮِﺽَ ﻓَﻠَﻢْ ﺗَﻌُﺪْﻩُ، ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻚَ ﻟَﻮْ ﻋُﺪْﺗَﻪُ ﻟَﻮَﺟَﺪْﺗَﻨِﻲ ﻋِﻨْﺪَﻩُ؟ ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﺍﺳْﺘَﻄْﻌَﻤْﺘُﻚَ ﻓَﻠَﻢْ ﺗُﻄْﻌِﻤْﻨِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻭَﻛَﻴْﻒَ ﺃُﻃْﻌِﻤُﻚَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻪُ ﺍﺳْﺘَﻄْﻌَﻤَﻚَ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻥٌ، ﻓَﻠَﻢْ ﺗُﻄْﻌِﻤْﻪُ؟ ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻚَ ﻟَﻮْ ﺃَﻃْﻌَﻤْﺘَﻪُ ﻟَﻮَﺟَﺪْﺕَ ﺫَﻟِﻚَ ﻋِﻨْﺪِﻱ، ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﺍﺳْﺘَﺴْﻘَﻴْﺘُﻚَ، ﻓَﻠَﻢْ ﺗَﺴْﻘِﻨِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻛَﻴْﻒَ ﺃَﺳْﻘِﻴﻚَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺍﺳْﺘَﺴْﻘَﺎﻙَ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻥٌ ﻓَﻠَﻢْ ﺗَﺴْﻘِﻪِ، ﺃَﻣَﺎ ﺇِﻧَّﻚَ ﻟَﻮْ ﺳَﻘَﻴْﺘَﻪُ ﻭَﺟَﺪْﺕَ ﺫَﻟِﻚَ ﻋِﻨْﺪِﻱ
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, রাসূলূল্লাহ (সা.) ইরশাদ করেন--
(কবি আবদুল কাদিরের “মানুষের সেবা” নামক কবিতার ভাষায়--)
“হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান,
তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।
মানুষ বলিবে – তুমি প্রভু করতার,
আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?
বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,
তারি শুশ্রুষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।
খোদা বলিবেন- হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।
মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,
আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?
বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,
মোর কাছে তুমি ফিরে পেতে তাহা, যদি খাওয়াইতে তারে।
পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,
পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাওনি পানি পান।
মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,
তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?
বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,
তারে যদি জল দিতে তুমি, তাহা পাইতে আমায় পাশে।”
"ইন্নি যায়িলুন ফিল আরদি খালিফাহ"-
সূরা বাকারার ৩০ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি (হিসেবে মানব জাতিকে) সৃষ্টি করেছি।
তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব কি? আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের মূল দায়িত্ব, মহান আল্লাহর ইবাদত করা আর সাধ্যানুযায়ী তাঁর সৃষ্টিকূলের সেবা করা।
ইনশাআল্লাহ,
Team Positive Bangladesh (TPB)
সেই মহৎপ্রাণ উদ্দেশ্য নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে। মানব সেবার মহান ব্রতে টিপিবির সাথেই থাকুন।শুভ রাত্রি।
হাশরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান!..সহীহ মুসলিম-এর ২৫৬৯ নং হাদীস--.আবু হুরাইরাহ বর্ণিতঃ আল্লাহর রাসূল, তাঁর উপর শান্তি ও বরকত বর্ষিত হোক, বলেছেনঃ ′′ আল্লাহ সর্বশক্তিমান কিয়ামতের দিন বলেনঃ হে আদম সন্তান, আমি অসুস্থ, তাই তুমি আমাকে প্রতিশ্রুতি দাওনি, তিনি বলেনঃ হে পালনকর্তা, কি করে ফিরিয়ে দেবো তোমায়? এবং আপনি হলেন বিশ্বজগতের প্রভু । তিনি বললেন: ′′ তুমি কি জানতে যে আমার বান্দার রোগ, তুমি তাকে প্রস্তুত করনি, অথবা তুমি কি জানতে যে তাকে ফিরিয়ে দিলে আমাকে তার সাথে পেয়ে যেতে? হে আদম সন্তান, আমি তোমাকে খাওয়াইলাম, তুমি আমাকে খাওয়াইলা না । তিনি বললেনঃ হে পালনকর্তা, এবং আমি আপনাকে কিভাবে খাওয়ালাম? এবং আপনি হলেন বিশ্বজগতের প্রভু । তিনি বললেন: ′′ তুমি কি জানতে যে, আমার বান্দা তোমাকে খাইয়েছে, কারণ তুমি তাকে খাওয়াওনি? তুমি যদি জানতে তাকে খাওয়ালে তুমি আমার সাথে এটা পাবে আদম সন্তান আমি তোমাকে পানি দিতাম তুমি আমাকে পানি দিতে না । তিনি বললেনঃ হে প্রভু, আমি তোমাকে কিভাবে পানি দিব? আর তুমিই বিশ্বজগতের পালনকর্তা, তিনি বলেছেনঃ আমার বান্দা, তাই তুমি তাকে পানি দাওনি, কিন্তু পানি দিলে তুমি আমার সাথে তা পাবে ।হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, রাসূলূল্লাহ (সা.) ইরশাদ করেন--(কবি আবদুল কাদিরের “মানুষের সেবা” নামক কবিতার ভাষায়--)“হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান,তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।মানুষ বলিবে – তুমি প্রভু করতার,আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,তারি শুশ্রুষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।খোদা বলিবেন- হে আদম সন্তান,আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,মোর কাছে তুমি ফিরে পেতে তাহা, যদি খাওয়াইতে তারে।পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাওনি পানি পান।মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,তারে যদি জল দিতে তুমি, তাহা পাইতে আমায় পাশে।”"ইন্নি যায়িলুন ফিল আরদি খালিফাহ"-সূরা বাকারার ৩০ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি (হিসেবে মানব জাতিকে) সৃষ্টি করেছি।তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব কি? আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের মূল দায়িত্ব, মহান আল্লাহর ইবাদত করা আর সাধ্যানুযায়ী তাঁর সৃষ্টিকূলের সেবা করা।ইনশাআল্লাহ,Team Positive Bangladesh (TPB)সেই মহৎপ্রাণ উদ্দেশ্য নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে। মানব সেবার মহান ব্রতে টিপিবির সাথেই থাকুন।শুভ রাত্রি।
Comments (0)