গত ১৮ অক্টোবর ছিল জাতিসংঘ ঘোষিত এ্যারাবিক ক্যালিগ্রাফি দিবস।
আর ২০২০ সালকে সৌদি সরকার এ্যারাবিক ক্যালিগ্রাফিবর্ষ ঘোষণা করেছিলো। এ উপলক্ষ্যে সৌদি সরকার জেদ্দার রাস্তাগুলোকে এ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে সুশোভিত করছে।
বিশ্বব্যাপী ৫০০ মিলিয়নের অধিক মানুষ আরবি ভাষায় কথা বলেন। আর আরবি ভাষার শব্দ সংখ্যা ১২ মিলিয়নের অধিক।
---- সান্তিয়াগো
ছবি : আরব নিউজ
44
Comments (1)