1: কোরআন কে ঐশ্বরিক/ আল্লাহর বাণী হিসেবে মানার নাম যদি মৌলবাদ হয় তাহলে অবশ্যই আমরা মৌলবাদি, তবে উগ্রপন্থী নই।
___ ড.এনায়েত উল্লাহ আব্বাসী
2: অক্সফোর্ড এর ডেফিনিশন অনুযায়ী ধর্মনিরপক্ষতা মানে হচ্ছে সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে কোথাও ধর্মের অনুপ্রবেশ না থাকা।
এ হিসেবে পৃথিবীর কোথাও ধর্মনিরপক্ষেতা নেই। কারণ আমেরিকায় ও বাইবেল ধরে শপথ করানো হয়।
মূলত ধর্মনিরপক্ষেতা বলে 57 টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করাই হচ্ছে মূল উদ্দেশ্য
__ ড.এনায়েত উল্লাহ আব্বাসী
3: খিলাফত কায়েমের জন্য প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা বাতিল ঘোষণা করে ইসলামী খিলাফাহ রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা দিবে।
ইসলামের মূল নীতি হচ্ছে
الضرورة تبيح المحظورات. والضرورة تتقدر بقدر الضرورة
প্রয়োজনে সাময়িকভাবে অবৈধ জিনিস ও বৈধ হয়ে যায়। তবে এই বৈধতা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ
_____ ড. এনায়েত উল্লাহ আব্বাসী
#মা_শা_আল্লাহ
আমার দেখা সবচেয়ে সুন্দর ও সাবলীল ভাষায় প্রতিপক্ষ কে ঘায়েল করে নির্ভয়ে গোঁজামিল ছাড়া অকপটে ইসলামের মূল বিষয় গুলো তুলে ধরেছেন
4: খিলাফত মানে হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আরব বিশ্বের অনেক দেশে যদিও রাজতন্ত্র কিন্তু এখনো খিলাফাত রয়েছে
যেমন চুরির শাস্তি হাত কাটা
ব্যভিচারের শাস্তি ছঙ্গেছার
আপনাকে আগে খিলাফাত কাকে বলে তা বুঝতে হবে।
অচিরেই পুরো মুসলিম বিশ্বে আবার খিলাফত প্রতিষ্ঠা হবে ইন শা আল্লাহ।
কোরআনের বিরোধিতা করা থেকে বিরত রাখার জন্য আব্বাসী সাহেব শাহরিয়ার কবির কে বলেন:
যারা কোরআনের আইন কে অস্বীকার করে তারা কাফের।
কেউ যদি কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে আমি তো তাকে কাফের বলবো ই।
শাহরিয়ার কবির কে কিছু বাঁশ
মুক্তিযুদ্ধের সময় আপনার ভুমিকা কি ছিলো এর উত্তরে শাহরিয়ার কবির বলেন: এগুলো জামায়াত বিএনপির প্যাঁচানো প্রশ্ন
তখন আব্বাসী সাহেব বললেন
(ক) আপনি তো জামায়াত ফোবিয়ায় ভুগছেন।
সব ব্যাপারে জামায়াত কে টেনে আনেন কেন??
(খ) জাকির নায়েকের একটি বক্তব্য পারলে একটি বক্তব্য দেখান যেখানে তিনি বলেছেন সশস্ত্রবাহিনী ঘটন করতে!!
(গ) সাঈদী সাহেব এত পাতলা মানুষ না যে, তিনি হত্যা করার জন্য মুসলিম দেশে অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিবেন,
(ঘ) ধর্মনিরপক্ষেতার কথা বলেন
তাহলে ব্লগারদেরকে সরকার কেন থামালো না, যখন তারা ইসলামী মূল্যবোধে বারবার আঘাত করছিলো?
নাকি ধর্মনিরপক্ষেতা মানে হচ্ছে ইসলামের বিরোধিতাকরা ?
শাহরিয়ার কবির যখন বলল ব্লগারদেরকে তো গ্রেফতার করেছে তখন আব্বাসী সাহেব বললেন: ব্লগারদেরকে তখনই গ্রেফতার করেছে যখন দেখলো একটা ব্লগার ও তো বাঁচবে না, ব্লগারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেফতার করেছে শাস্তি দেওয়ার জন্য নয়।( فَبُهِتَ الَّذِي كَفَرَ
__ সুরা বাকারা__258)
একজন যথাযোগ্য আলেমের সামনে নাস্তিক কতটা অসহায় আজ তার প্রমাণ দেখলাম।
মহান আল্লাহ আব্বাসীকে ময়দানে ইসলামী নেতৃত্বের জন্য কবুল করুক।
(সংগৃহীত)
Comments (0)