বিজয় দিবস উপলক্ষে বুক রিভিউ প্রতিযোগীতা ২০২০

বিজয় দিবস বুক রিভিউ প্রতিযোগিতা  ২০২০
 
বাংলাদেশের মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে বুক রিভিউ  প্রতিযোগিতা এর আয়োজন করা হয়েছে। আমাদের জীবনে বইয়ের গুরুত্ব যে কতখানি তা আর বলে বোঝানোর কিছু নেই। বই পড়ে নিজের মেধার বিকাশ, নিজের সৃজনশীলতা, কল্পনাশক্তি জাগিয়ে তুলতে আমাদের এই বুক রিভিউ প্রতিযোগীর আয়োজন।
 
কে অংশগ্রহন করতে পারবে?
 
কনটেস্টটি সকলের জন্য উন্মুক্ত।
 
কনটেস্ট এরিয়া - উন্মুক্ত।
 
বুক রিভিউয়ের বিষয়বস্তু : 
 
★ যেকোনো বইয়ের উপর রিভিউ দেওয়া যাবে 
যেকোনো একটি বইয়ের রিভিউ  নিজের মতো করে লিখে, নিজের সম্পর্কে তথ্য  দিয়ে লিখে Inspiring Bangladesh এর ফেইসবুক গ্রুপে এবং Inspiring Bangladesh এর ওয়েবসাইটে পোস্ট করতে হবে।  ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারীর নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে।
প্রতিযোগীতার নাম্বার নির্ধারণঃInspiring Bangladesh এর অফিশিয়াল গ্রুপ এবং ওয়েবসাইটে দেওয়া পোস্টের
 
১। লাইক/ রিয়েক্ট- ২০% নম্বর
 
২। কমেন্ট- ৩০% নম্বর
 
৩। বিচারকদের মতামত- ৫০% নম্বর
 
সর্বমোটঃ ১০০ নম্বর
 
প্রতিযোগীদের পোস্টে লাইক/ রিয়েক্ট এবং কমেন্টের উপর ভিত্তি করে গড় নম্বর দেয়া হবে। ছবিতে যত বেশি লাইক/ রিয়েক্ট এবং কমেন্ট পড়বে তার গড় নম্বর তত বেশি হবে।
 
কনটেস্ট অংশগ্রহণের শর্ত ও নিয়মাবলী-
১.লেখা অবশ্যই নিজের হতে হবে। 
২.আগে কোথাও দেওয়া হয়েছে বা প্রকাশিত হয়েছে এমন বুক রিভিউ গ্রহণযোগ্য নয়।
৩.ফেইসবুক, টুইটার, ইন্সপায়ারিং  বাংলাদেশের গ্রুপ,(Inspiring Bangladesh) ওয়েবসাইট  যেকোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
*পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই এই হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
Inspiring Bangladesh এর ওয়েবসাইট লিংকঃhttps://inspiringbangladesh.com/
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার ও Inspiring Bangladesh এর পক্ষ থেকে সার্টিফিকেট
যেকোনো একটি বিষয়ে নিজের মতো তথ্য দিয়ে লিখে Inspiring Bangladesh (  https://www.facebook.com/groups/inspiringbangladesh) এর ফেইসবুক গ্রুপে এবং Inspiring Bangladesh এর ওয়েবসাইটে (https://inspiringbangladesh.com/blogs) পোস্ট করতে হবে।
 ❤️❤️ এক্ষেত্রে    https://inspiringbangladesh.com/blogs
 এই লিঙ্কে গিয়ে inspiring Bangladesh এ  log in বা sign in করতে হবে। 
❤️ এরপর Blogs অপশনে গিয়ে Write New Entry তে গিয়ে Title নির্বাচন করতে হবে যে বইয়ের বুক রিভিউ দেওয়া হবে তার নাম 
❤️ এরপর Category তে গিয়ে person blogs এ গিয়ে সিলেক্ট করতে হবে 
❤️ Body তে গিয়ে বুক রিভিউটি লিখতে হবে
❤️ Thumbnail এ গিয়ে যে বইটি রিভিউ করছেন তার ছবি দিতে হবে 
❤️ Tags এ গিয়ে বন্ধু - বান্ধবদের ট্যাগ করতে হবে 
❤️ private এ গিয়ে everyone সিলেক্ট করে Save  করতে হবে। 
  ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারী র নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে। লেখা অবশ্যই চুরি করা হলে গ্রহণযোগ্য হবে না।৷
Posted in Personal Blogs on December 13 2020 at 03:05 PM

Comments (0)

No login
color_lens
gif